মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স লাইভ পিএসএল ফাইনাল ২০২৩, ম্যাচটি শুরু হচ্ছে আজ (১৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮:০০টায়। পিএসএল এর অষ্টম আসর আজকের ফাইনালে একদিকে থাকছে মোহাম্মদ রিজওয়ান, কায়রন পোলার্ড, রাইলি রুশোদের মুলতান সুলতান এবং অন্যদিকে থাকছে হারিস রাউফ, শাহীন শাহ আফ্রিদি, রশিদ খানদের লাহোর কালান্দার্স। মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স আজকের ফাইনাল ম্যাচ বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে দেখার উপায় সহ উভয় দলের খেলোয়ার তালিকা এবং ম্যাচ প্রেডিকশন দেখানো হলো।
মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স লাইভ
মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স পিএসএল এর ৮ম আসরে ফাইনালে আজ রাত ৮:০০ টায় মুখোমুখি হচ্ছে। পিএসএল এর আজকের ফাইনাল ম্যাচটি সরাসরি সরাসরি সম্প্রচার করা হচ্ছে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম থেকে। মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স ফাইনাল আজকের লাইভ ম্যাচটি স্কোর খেলা ১৮ এর পাতায় বল বাই বল আপডেট করা হবে।
→মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স
→লাহোর কালান্দার্স:
→মুলতান সুলতান :
→ফলাফল :
মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স লাইভ আজকের ম্যাচের ম্যাচ প্রেডিকশন
মুলতান সুলতান ও লাহোর কালান্দার্স এবার পিএসএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে মুলতান সুলতান আগে ব্যাটিং করে নির্ধারিত বিষ ওভারে ১৬০ রান করে। জবাবে লাহোর কালান্দার্স মাত্র ১৫ ওভারে ৭৬ রান তুলতেই অলআউট হয়ে যায়। ফলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুলতান সুলতান লাহোর কালান্দার্সকে ৮৪ রানে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে।
অন্যদিকে শাহীন শাহ আফ্রীদি, হারিস রাউফদের লাহোর কালান্দার্স প্রথম কোলিফায়ার ম্যাচে হেরে গেলেও ৩য় কোলিফায়ার ম্যাচে পেশাওয়ার জালমিকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ফলে আজকের ম্যাচটি লাহোর কালান্দার্স এর একপ্রকার প্রতিশোধের ম্যাচ। পিএসএল এর ৮ম আসরে কোন দল হচ্ছে চ্যাম্পিয়ন দেখতে অপেক্ষা করুন আজকের ফাইনালের শেষ পর্যায়ে। চলুন মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স লাইভ আজকের ম্যাচের ম্যাচ দুই দলের খেলোয়াড় তালিকা।
মুলতান সুলতান আজকের ম্যাচের খেলোয়াড় তালিকা
১.উসমান খান
৩.মোহাম্মদ রিজওয়ান
৩.রাইলি রুশো
৪.কিরণ পোলার্ড
৫.টিম ডেভিড
৬.খুশদিল শাহ
৭.আনোয়ার আলি
৮.আব্বাস আফ্রিদি
৯.শেলডন কট্রিল
১০.ইহসাননুল্লাহ
১১.উসামা মীর
লাহোর কালান্দার্স আজকের ম্যাচের খেলোয়াড় তালিকা
১.মির্জা তাহির বাগ
২.ফখর জামান
৩.আব্দুল্লাহ শফিক
৪.স্যাম বিলিং
৫.শাহীন আফ্রিদি
৬.হুসেন তালাত
৭.সিকান্দার রাজা
৮.ডেভিড ভিসা
৯.রশিস খান
১০.হারিস রাউফ
১১.জামান খান
পিএসএল লাইভ টিভি চ্যানেল
পিএসএল ২০২৩ ফাইনাল সরাসরি টিভিতে দেখতে পারবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।
আরো পড়ুন: পিএসজি খেলার সময় সূচি ২০২৩
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)