ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে যেখানে ৭টি পদের জন্য শূন্য পদের সংখ্যা ১৪ জন। আনলাইনে ফি জমাদান শুরু হয়েছে ১৬ এপ্রিল ২০২৩ সকাল ৯টা থাকে আবেদন চলবে ১৬ মে ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন নিয়োগ |
|
নিয়োগকর্তা | ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন |
পদের সংখ্যা | ৭টি |
মোট শূন্যপদ | ১৪ জন |
চাকুরীর বিভাগ | সরকারি চাকরি |
কাজের ধরন | পূর্ণ সময় |
বেতন গ্রড | ১২, ১৩, ১৪, ১৬, ২০ |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক পাস, এইচএসসি ও অষ্টম শ্রেণী |
অভিজ্ঞতার | NPO চাকরির সার্কুলার পিডিএফ নিচে দেখুন |
জেলা ভিত্তক আবেদন | হ্যা |
চাকুরি স্থান | বাংলাদেশের সকল জেলা |
বয়স সীমা | ১৮ থেকে ৩০ বছর |
উৎস | http://www.npo.gov.bd/site/notices/ |
আবেদনের নিয়ম | MOIND সরকারি চাকরির ছবিটি দেখুন |
অফিশিয়াল ওয়েবসাইট | www.npo.gov.bd |
আবেদনের শুরুর তারিখ | ১৬ এপ্রিল ২০২৩ সকাল: ৯টা |
আবেদনের শেষ তারিখ | ১৬ মে ২০২৩ বিকাল: ৫টা |
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ গ্রেড ১২, ১৩, ১৪, ১৬, ২০
১১ই এপ্রিল ২০২৩ ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ১২, ১৩, ১৪, ১৬ ও ২০ বেতন গ্রেডে ৭টি পদে ১৪টি শুণ্য পদ ঘোষণা করেছে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন। প্রার্থীগণের বাংলাদেশের সকল জেলায় চাকুরী করার মনভাব থাকতে হবেন।
আবেদন ফি ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পরিসংখ্যান তথ্যানুসন্ধানকারী” পদে ৩০০/-(তিনশত) টাকা এবং অনলাইন ফি বাবদ ৩৪/- (চৌত্রিশ) টাকা অফেরতযোগ্য অর্থাৎ মোট ৩৩৪/- (তিনশত চৌত্রিশ) টাকা, “সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর”, “সহকারী গ্রন্থাগারিক”, “সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর”, “অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক” ও “বিল করণিক পদে ২০০/- (দুইশত) টাকা এবং অনলাইন ফি বাবদ ২৩/- (তেইশ) টাকা অফেরতযোগ্য অর্থাৎ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং “অফিস সহায়ক” পদে ১০০/- (একশত) টাকা এবং অনলাইন ফি বাবদ ১২/- (বার) টাকা অফেরতযোগ্য অর্থাৎ মোট ১১২/- (একশত বার) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-d আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।