ফের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল HDFC Bank. জানা গিয়েছে, এবছর আবার বেশকিছু শূন্যপদ তৈরি হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কে। তাই সেই শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল HDFC Bank.
যারা চাইছেন, ব্যাঙ্কিং লাইনে নিজেকে প্রতিষ্ঠিত করতে, যারা চাইছেন নিজের জেলায় চাকরি করতে, যারা চাইছেন নিজের নিজের পিনকোডে পোস্টিং পেতে, তাদের জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে HDFC Bank। আবেদন পদ্ধতি ও নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে নীচে দেখুন…
এটা একটা ভুয়া বিজ্ঞাপন ছিলো সুতরং কেউ আবেদন করবেন না।
প্রতিষ্ঠানের নাম | HDFC Bank ( এটা একট প্রতারক ব্যাংক ) |
প্রকাশের তারিখ | ০৭/০৬/২০২৩ |
ক্যাটাগরি | ব্যাংক চাকরি |
পদ সংখ্যা | ১টি |
লোক সংখ্যা | ১১২ জন |
প্রকাশ সূত্র | অনলাইন |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক ( সর্বনিম্ন ) |
আবেদন করার মাধ্যম | |
যোগাযোগ নাম্বার | |
চাকরির ধরন | সরাকারি চাকুরী |
আবেদন করার শুরুর তারিখ | আবেদন শুরু হয়েছে |
বেতন |
|
অফিশিয়াল ওয়েবসাইট |
1) (West Bengal HDFC Bank Recruitment 2023)
সমগ্র পশ্চিমবঙ্গের এইচডিএফসি ব্যাংকে ব্যাংকিং ইউনিটে 2টি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। পদ দুটির নাম হল-
Data entry operator (ডাটা এন্ট্রি অপারেটর)
CSE (কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ)
এছাড়াও ব্যাংকিং সেক্টরে এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হলো-
লোন রিকভারি
ক্রেডিট কার্ড
ফোন ব্যাঙ্কিং
এছাড়াও আরও বিভিন্ন ব্যাংকিং সেক্টরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধন ব্যাঙ্ক ।
2) West Bengal HDFC Bank DSA Recruitment 2023: Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
এইচডিএফসি ব্যাংকের এই চাকরিতে আবেদন করতে হলে আবেদনকারীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস। এছাড়ারাও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অধিকারী চাকরিপ্রার্থীরাও এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
3) বয়স : এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩১ বছর পর্যন্ত যারা আছেন তারাই আবেদন করতে পারবেন।
4) All over West Bengal HDFC Bank Dsa Recruitment 2023: Salary (বেতন)
এইচডিএফসি ব্যাংকের এই পদগুলির জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৪,৪০০ থকে ২৫,৭০০ টাকা করে বেতন দেওয়া হবে।
5) WEST BENGAL HDFC BANK DSA RECRUITMENT 2023: যে সব ডকুমেন্টস জমা দিতে হবে
আপনাকে এই চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে নিম্নে উল্লেখিত ডকুমেন্টসগুলির জেরক্স কপি জমা দিতে হবে-
- মাধ্যমিকের এডমিট কার্ড
- মাধ্যমিকের মার্কশীট
- উচ্চ মাধ্যমিকের মার্কশীট
- আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে গ্রেজুয়েশন এর মার্কশিটআধার কার্ড
- ভোটার কার্ড
- প্যান কার্ড
- পাসপোর্ট সাইজের ফটোকপি
- চাকরিপ্রার্থীর নিজস্ব বায়ো ডাটা
6) West Bengal Bandhan Bank Recruitment 2023: ছুটির ব্যবস্থা
এখানে চাকরিরত কর্মীদের সমস্ত ধরনের সরকারি ছুটি দেওয়া হবে। প্রতি সপ্তাহে চারটি রবিবার ও দুটি শনিবার অর্থাৎ প্রতি সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার করে ছুটি থাকবে।
এটা একটা ভুয়া বিজ্ঞাপন ছিলো সুতরং কেউ আবেদন করবেন না।
আশা করি HDFC Bank নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করে ফেলুন যত দ্রুন সম্ভাব।
আরো পড়ুন: ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২৩ সময়সূচী
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, পেজ)