আজ ১৭ জুলাই ২০২৩ ঢাকা ১৭ আসনের উপনির্বাচন মাত্র শেষ হয়েছে। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ফলাফল সহ সকল আপডেট দেখে নিন খেলা১৮ ওয়েবসাইটে এক নজরে
ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ফলাফল
গত ১৪ই মে অভিনেতা ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের এ আসনটি জন্য এই উপনির্বাচনের মূলত হচ্ছে। ঢাকা ১৭ আসনে সংসদ সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৬৪৫ জন। যেখানে ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি ও ৬০৫টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলেছে। নিচের তালিকা থেকে দেখে নিন ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ফলাফল। মোট কেন্দ্র ১২৪ মোট ফলাফল প্রাপ্তি ১২৪টি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১.৫১ শতাংশের
প্রার্থী | দল | মার্কা | ভোট প্রাপ্তি |
মোহাম্মদ আলী আরাফাত | আওয়ামী লীগ | নৌকা ( জয়ী ) | ২৮,৮১৬ |
আশরাফুল হোসেন আলম | স্বতন্ত্র | একতারা | ৫,৬০৯ |
সিকদার আনিসুর রহমান | জাতীয় পার্টি | লাঙ্গল | |
কাজী রশিদুল হাসান | জাকের পার্টি | গোলাপ ফুল | |
আক্তার হোসেন | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট | ছড়ি | |
তরিকুল ইসলাম ভূঁইয়া | স্বতন্ত্র | ট্রাক | |
রেজাউল করিম স্বপন | বাংলাদেশ কংগ্রেসের | ডাব | |
শেখ হাবিবুর রহমান | তৃণমূল বিএনপি | সোনালী আঁশ |
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের জন্য যে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী হচ্ছেন হিরো আলম। শুরুরে তার প্রার্থীতা বাতিল হলেও পরে হাইকোর্টের মাধ্যমে আবার প্রার্থীতা ফিরে পায়।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া ইতিমধ্যে অভিযোগ তুলেছে এজেন্টকে ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়ার কারনে নির্বাচন বর্জন করেছেন। তবে হিরো আলম বলেছেন শেষ পর্যন্ত দেখতে চাই!
ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী কয়জন?
উত্তরঃ ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী ৮জন।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)