কোপা আমেরিকা ২০২৪ পয়েন্ট টেবিল আপডেট প্রতিদিন খেলা ১৮ এর পক্ষ থেকে। গ্রুপ পর্বে ১৬ টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ২৪টি ম্যাচ। গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপে পয়েন্ট বিবেচনায় শীর্ষ দুটি দল খেলবে নক আউটর পর্ব কোয়ার্টার ফাইনাল।
২০২৪ কোপা আমেরিকা পয়েন্ট টেবিল
গ্রুপ “এ”
Country | MP | W | D | L | GF | GA | GD | P |
---|---|---|---|---|---|---|---|---|
আর্জেন্টিনা | 3 | 3 | 0 | 0 | 5 | 0 | 5 | 9 |
কানাডা | 3 | 1 | 1 | 1 | 1 | 2 | -1 | 4 |
চিলি | 3 | 0 | 2 | 1 | 0 | 1 | -1 | 2 |
পেরু | 3 | 0 | 1 | 2 | 0 | 3 | -3 | 1 |
গ্রুপ “বি”
Country | MP | W | D | L | GF | GA | GD | Pts |
---|---|---|---|---|---|---|---|---|
ভেনেজুয়েলা | 3 | 3 | 0 | 0 | 6 | 1 | 5 | 9 |
ইকুয়েডর | 3 | 1 | 1 | 1 | 4 | 3 | 1 | 4 |
মেক্সিকো | 3 | 1 | 1 | 1 | 1 | 1 | 0 | 4 |
জ্যামাইকা | 3 | 0 | 0 | 3 | 1 | 7 | -6 | 0 |
গ্রুপ “সি”
Country | MP | W | D | L | GF | GA | GD | Pts |
---|---|---|---|---|---|---|---|---|
উরুগুয়ে | 3 | 3 | 0 | 0 | 9 | 1 | 8 | 9 |
পানামা | 3 | 2 | 0 | 1 | 6 | 5 | 1 | 6 |
যুক্তরাষ্ট্র | 3 | 1 | 0 | 2 | 3 | 3 | 0 | 3 |
বলিভিয়া | 3 | 0 | 0 | 3 | 1 | 10 | -9 | 0 |
গ্রুপ “ডি”
Country | MP | W | D | L | GF | GA | GD | Pts |
---|---|---|---|---|---|---|---|---|
কলম্বিয়া | 3 | 2 | 1 | 0 | 6 | 2 | 4 | 7 |
ব্রাজিল | 3 | 1 | 2 | 0 | 5 | 2 | 3 | 5 |
কোস্টা রিকা | 3 | 1 | 1 | 1 | 2 | 4 | -2 | 4 |
প্যারাগুয়ে | 3 | 0 | 0 | 3 | 3 | 8 | -5 | 0 |
কোপা আমেরিকার ৪৮ তম আসর ইতিমধ্যে শুরু হয়েছে গত ২১ জুন থেকে। এবারের আসরে গ্রুপ পর্ব থেকে অংশগ্রহণ করছে সর্বমোট ১৬ টি দল। যেখানে গ্রুপ পর্বে পয়েন্ট এগিয়ে থাকা দল খেলবে পরবর্তী রাউন্ড কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে গ্রুপ পর্বে অংশগ্রহণকারী দল গুলোকে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার আপ। সে ক্ষেত্রে যদি কোন গ্রুপে একাধিক দল একই পয়েন্ট অর্জন করে সেক্ষেত্রে গোল ব্যবধানে যে দল এগিয়ে থাকবে সেই দলকে বিবেচনা করা হবে।
গ্রুপ পর্বে যে চারটি গ্রুপ রয়েছে সেখানে ব্রাজিলের গ্রুপ, ডি” গ্রুপকে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হচ্ছে কেননা ডি গ্রুপে ব্রাজিলের সাথে অন্য তিনটি দল কলম্বিয়া, কোস্টারিকা ও প্যারাগুয়ে। অন্যদিকে গ্রুপ এ তে আর্জেন্টিনার সাথে রয়েছে বাকি তিনটি দল চিলি, কানাডা ও পেরু। এবারের কোপা আমেরিকায় বাকি দুটো গ্রুপ বি” ও সি” কে তুলনামূলক সহজ মনে হয়েছে। কেননা বি গ্রুপে রয়েছে ভেনিজুয়েলা, ইকুয়েডর, মেক্সিকো, জামাইকা এবং সি গ্রুপে রয়েছে বলিভিয়া, উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, পানামা।
কোপা আমেরিকা পয়েন্ট টেবিল থেকে ইতিমধ্যে দেখা যাচ্ছে গ্রুপ “এ” থেকে আর্জেন্টিনা ও কানাডা, গ্রুপ “বি” থেকে ভেনেজুয়েলা ও ইকুয়েডর, গ্রুপ “সি” থেকে উরুগুয়ে ও পানামা তাদের পরবর্তী রাউন্ট অর্থাৎ কোয়ার্টার ফাইনাল খেলবে। তবে “ডি” গ্রুপের আরো একটি খেলা এখনও বাকি থাকায় আরও একদিন অপেক্ষা করতে হবে।