হারলে বিদায় আর জিতলে নক আউট পর্ব এমন সমীকরণ নিয়ে আজ বাংলাদেশ সময় সকাল ৭.০০ টায় ব্রাজিল মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে । ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ আজকের ম্যাচটি উভয় দলের জন্যই টুর্নামেন্টের টিকে থাকতে সমান গুরুত্বপূর্ণ। কেননা ব্রাজিল তাদের প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে (০-০গোল ব্যবধান ) ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে। অন্যদিকে প্যারাগুয়ে ও তাদের নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার সাথে( ২-১) গোল ব্যবধানে হেরে পয়েন্ট তালিকায় নিচে অবস্থান করছে। সে ক্ষেত্রে কোপা আমেরিকায় পরবর্তী রাউন্ড নক আউট পর্বে টিকে থাকতে উভয় দলই জয়ের বিকল্প দেখছেনা।
ব্রাজিল বনাম প্যারাগুয়ে
ব্রাজিলের সম্ভাব্য একাদশ আজকের ম্যাচে
ডু আর ডাই ম্যাচে ব্রাজিল মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে। এবারের কোপা আমেরিকায় ব্রাজিল তাদের নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে ড্র করায় ডরিভেল জুনিয়র( ব্রাজিল কোচ) প্যারাগুয়ের সাথে আজকের ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাববেন না। ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ আজকের ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগে নেতৃত্ব দিবেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো যথারীতি ভাবে ব্রাজিলের হয়ে মধ্য মাঠে নেতৃত্ব দিবেন লোকাস পাকুয়তা। রক্ষণভাগের ভালো থাকবেন ড্যানিয়েলো, মার্কুইনহোস ব্রাজিলের হয়ে রক্ষণভাগে গোলবারে দায়িত্বে থাকবেন আলিসন বেকার।
আলিসন (গোল কিপার); দানিলো, মিলিতাও, মারকুইনহোস, আরানা; গুইমারায়েস, লুইজ; রাফিনিয়া, পাকুয়েতা, রদ্রিগো; ভিনিসিয়াস জুনিয়র।
প্যারাগুয়ের একাদশ আজকের ম্যাচে
ডি গ্রুপে প্রতিটি দলের একটি করে ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে। প্যারাগুয়ে তাদের প্রথম ম্যাচে পরাজত হয়েছে অন্যদিকে ব্রাজিল করেছে ড্রা। যার জন্য এই ম্যাচটি দুই দলের জন্যই নিশ্চিত জয়ের করান হয়ে দাঁড়িয়েছে। গত ম্যাচে কলোম্বিয়ার কাছে ২-১ গোল ব্যবধানে পরাজিত হওয়া দলটি আজকের ম্যাচে জয় পেতে তাদের সেরা একাদশ নিয়ে মাঠ সাজাতে চাই, চলুন দেখে আসি আজকের ম্যাচে প্যারাগুয়ের শুরুর একাদশ।
মোরিনিগো (গোল কিপার); ভেলাজকুয়েজ, বালবুয়েনা, আলদেরেতে, এসপিনোজা; রোজাস, কুবাস, ক্যাবালেরো; রোমেরো, আর্সে, এনসিসো।
ব্রাজিল বনাম প্যারাগুয়ে পরিসংখ্যান
ব্রাজিল বনাম প্যারাগুয়ে সকল প্রতিযোগিতায় ৮৩ টি ম্যাচ খেলেছে, যেখানে ব্রাজিল জয়লাভ করেছে ৫১ ম্যাচে।ব্রাজিলের জয়ের পরিমান ৬১.৪৫%। অন্যদিকে প্যারাগুয়ে জয়লাভ করেছে ১৩ ম্যাচে। প্যারাগুয়ের জয়ের পরিমান ১৫.৬৬%। দুই দলের মধ্যকার ৮৩ ম্যাচের ১৯ ম্যাচ ড্রা হয়। ড্রার পরিমান ২২.৮৯%।