আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা ২০২৩। আজ ১৫ই জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা, ৬:০০টায় এক আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া। আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ টি দেখার উপায় জানতে সাথে থাকুন খেলা ১৮ এর এই পেজটিতে।
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা ২০২৩
বিশ্বকাপের পর তৃতীয়বারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা ফুটবল দল। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০টায় চীনের বেইজিং এ অবস্থিত বিখ্যাত ওয়ার্কারস স্টেডিয়ামে মাঠে নামছে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া। খেলাটির উভয় দলের মুখোমুখি প্রথম আন্তর্জাতিক ফ্রেন্ড ম্যাচ। আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ আজকের ম্যাচটির স্কোর সরাসরি আপডেট দেওয়া হবে খেলা ১৮ এর এই পেজটিতে। তাই যারা আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া আজকের লাইভ ম্যাচটি দেখতে চান সাথে থাকুন খেলা ১৮ তে।
- আর্জেন্টিনাঃ ২ ( লিওনেল মেসি ২ মিনিটে ) ( জার্মান পেজেলা ৬৮ মিনিটে )
- অস্ট্রেলিয়াঃ ০
- সময়ঃ ৯৫.১২ সেকেন্ড
বিশ্বকাপের পর সমস্ত ফুটবলপ্রেমীরা একরকম মুখি আছে আর্জেন্টিনার খেলা দেখতে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচটা আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য অস্থির নিঃশ্বাস। কেননা দীর্ঘদিন পর আবারো নীল আকাশের জার্সিতে দেখতে পাবে প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে। আজকের ম্যাচে আর্জেন্টিনা দলে আক্রমণভাগে নেতৃত্ব দিবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। সাথে থাকবেন পাওলো দিবালা লাউতারা মার্টিনেজদের মতো বিশ্ব সেরা ফরোয়ার্ড। চলুন জেনে আসে অস্ট্রেলিয়া বনাম আর্জেন্টিনা আজকের লাইভ ম্যাচে উভয় দলের খেলোয়াড় তালিকা।
আজকের ম্যাচে আর্জেন্টিনার ও অস্ট্রেলিয়ার খেলোয়াড় তালিকা
অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে আজ আর্জেন্টিনার একাদশে প্রথম থেকেই মাঠে দেখা যাবে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ জুটিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচে মিডফিল্ডার হিসেবে দলে থাকবেন ডি পল, মার্কোস আকুনা আলেজান্ড্র গোমেজ, এনজিও ফার্মান্দেদের মতো বিশ্ব সেরা ফুটবলার। অস্ট্রেলিয়া বিপক্ষে আজকের ম্যাচে আর্জেন্টিনা দলে গোলরক্ষকের দায়িত্ব থাকবেন অ্যামিলিয়ানো মারতিনেজ। চলুন জেনে আসে অস্ট্রেলিয়া বিপক্ষে আজকের ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা।
আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার খেলোয়াড় তালিকা
Argentina: Emiliano Martinez; Nahuel Molina, Cristian Romero, Nicolas Otamendi, Marcos Acuna; Rodrigo De Paul, Enzo Fernandez, Alexis Mac Allister; Angel Di Maria, Lionel Messi, Julian Alvarez
আজকের ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা
Australia: Mathew Ryan; Milos Degenek, Harry Souttar, Kye Rowles, Aziz Behich; Mathew Leckie, Jackson Irvine, Aaron Mooy, Craig Goodwin; Mitchell Duke, Riley McGree
আরো পড়ুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যান
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)