পিএসজি বনাম ট্রয়েস লাইভ ম্যাচ, ফ্রান্সের পেশাদার লীগ-১ কাপে আজ ( ৮মে ), সোমবার রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্সের দুই শীর্ষ ক্লাব পিএসজি বনাম ট্রয়েস। পিএসজি বনাম ট্রয়েস লাইভ আজকের ম্যাচটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে দেখার উপায়, পিএসজি বনাম ট্রয়েস লাইভ আজকের খেলার ম্যাচ প্রেডিকশন সহ দুই দলের খেলোয়াড় লিস্ট নিচে জানানো হলো।
পিএসজি বনাম ট্রয়েস লাইভ ম্যাচ
ফ্রান্সের পেশাদার লীগ-১ কাপে ২০২২-২৩ এবারের মৌসুমে আজকের ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের দুই শীর্ষ ক্লাব পিএসজি বনাম ট্রয়েস। ম্যাচটি শুরু হবে আজ ( ৮মে), সোমবার বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মিনিটে। পিএসজি বনাম ট্রয়েস আজকের লাইভ ম্যাচটির স্কোর সরাসরি আপডেট করা হলো খেলা ১৮ এর এই পেজটিতে। এছাড়াও পিএসজি বনাম ট্রয়েস আজকের লাইভ ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাবে টফি অ্যাপস থেকে। নিচে পিএসজি বনাম ট্রয়েস লাইভ ম্যাচটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে খুব সহজে দেখার উপায় জানানো হলো।
- পিএসজি: ২ ( এমবাপ্পে ) ( ভিটিনহা )
- ট্রয়েস: ১ ( জাভিয়ের চাভালেরিন )
পিএসজি ট্রয়েস হেড টু হেড
পিএসজি ট্রয়েসের মধ্যকার সর্বমোট ২০ বার হেড টু হেড দেখা হয়েছে যেখানে পিএসজি জয়লাভ করেছে ১৪ ম্যাচে। পিএসজির জয়ের পরিমাণ ৭০%। অন্যদিকে ট্রয়েস জয়লাভ করেছে মাত্র ২টি ম্যাচে। ট্রয়েস জয়ের পরিমাণ ১০%। দুই দলের মধ্যকার ২০টি ম্যাচে ৪টি ম্যাচ ড্রা হয়েছে ড্রার পরিমাণ ২০%।
পিএসজি বনাম ট্রয়েস লাইভ ম্যাচটি দেখার উপায়
পিএসজি ট্র্যেস সহ লিগ ১ এর সকল খেলা Sports18 SD and HD তে লাইভ দেখতে পারবেন। এছাড়া PSG Official apps থেকেও আপনারা লিগ ১ এর সকল খেলা দেখতে পারবেন।
পিএসজি বনাম ট্রয়েস লাইভ আজকের খেলার ম্যাচ প্রেডিকশন
ফ্রান্সের লীগ-১ কাপে ২০২২-২৩ এবারের মৌসুমে আজকের ম্যাচটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। পিএসজি এখনো পর্যন্ত লীগ-১ কাপে এবারের মৌসুমে পয়েন্ট তালিকায় ১ নম্বরে রয়েছে। পিএসজি লীগ-১ কাপে ২০২২-২৩ মৌসুমে এখনো পর্যন্ত ৩৩ টি ম্যাচ খেলে ২৪ টি ম্যাচেই জয়লাভ করে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১ নম্বরে অবস্থান করছে। অন্যদিকে পিএসজির আজকের ম্যাচের প্রতিপক্ষ ট্রয়েস লীগ-১ কাপে ২০২২-২৩ এবারের মৌসুমে এখনো পর্যন্ত ৩৩ টি ম্যাচ খেলে জয় লাভ করেছে মাত্র ৩ টি ম্যাচে। ফ্রান্সের লীগ-১ কাপে ২০২২-২৩ এবারের মৌসুমে পয়েন্ট তালিকায় ১৯ নাম্বারে অবস্থান করছে দলটি। তাই বলাই যায় পিএসজি বনাম ট্রয়েস লাইভ আজকের ম্যাচটিতে পিএসজি জয়ের দৌড়ে অনেকখানি এগিয়ে থাকবে। চলুন জেনে আসি পিএসজি বনাম ট্রয়েস লাইভ আজকের ম্যাচটিতে দুইদলের খেলোয়াড় লিস্ট।
পিএসজির খেলোয়াড় লিস্ট আজকের ম্যাচে
পিএসজির খেলা মানেই লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র ৩ বিশ্বসেরা স্ট্রাইকারের চোখ ধাঁধানো আক্রমন। তবে আজকের ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। পিএসজি শিবিরে তার থেকে বড় নিউজ আজকের ম্যাচে মাঠে দেখা যাবে না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। লিওনেল মেসি পিএসজির অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়াই পিএসজি কর্তৃপক্ষ লিওনেল মেসিকে আগামী দুই সপ্তাহ দলের বাইরে রেখেছেন । তবে পিএসজির খেলোয়াড় লিস্টে প্রথম থেকেই মাঠে দেখা যাবে কিলিয়ার এমবাপ্পিকে । চলুন দেখে আসি আজকের ম্যাচে পিএসজির খেলোয়াড় লিস্ট
PSG XI (4-3-3): Donnarumma; Pereira, Marquinhos, Ramos; Zaire-Emery, Vitinha, Verratti, Ruiz, Bernat; Ekitike, Mbappe.
আরো পড়ুন: পিএসজি খেলার সময় সূচি ২০২৩
ট্রয়েস খেলোয়াড় লিস্ট আজকের ম্যাচে
ট্রয়েস আজকের ম্যাচে পিএসজির সাথে জিততে হলে খেলতে হবে নিজেদের সর্বোচ্চ দিয়ে। কেননা পিএসজির আক্রমণ ভাগে নেতৃত্ব দিবেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার কিলিয়ার এমবাপ্পি। তবে আজকের একাদশে যেহেতু লিওনেল মেসি ও নেইমার জুনিয়র থাকবেন না সেজন্যে পিএসজিকেও খেলতে হবে নিজেদের সর্বোচ্চ খেলা। চলুন দেখে আসি আজকের ম্যাচে ট্রয়েস খেলোয়াড় লিস্ট।
Troyes XI (5-4-1): Gallon; Zoukrou, Palmer-Brown, Rami, Balde, Agoume, Kouame, Larouci, Chavalerin, Odobert; Balde
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)