ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স লাইভ ম্যাচ বিপিএল ২০২৩, আজ সন্ধ্যা ৭:০০টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স। ম্যাচটি খুলনা টাইগার্সের জন্য গুরুত্বপূর্ণ না হলেও ফরচুন বরিশালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা ফরচুন বরিশাল আজকের ম্যাচে জয়লাভ করলে পয়েন্ট তালিকায় দুই নম্বরে যাওয়ার সুযোগ থাকবে দলটির। যা নকআউট পূর্বে অনেক হেল্পফুল হবে ফাইনালে যাওয়ার জন্য। ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স লাইভ ম্যাচ আজকের ম্যাচে ফরচুন বরিশাল টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এখন ব্যাটিং করছে ফরচুন বরিশাল।
বরিশাল বনাম খুলনা লাইভ
→ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স
→ফরচুন বরিশাল : ১৬৯ / ৮ ( ২০ ওভার )
→খুলনা টাইগার্স : ১৭২ / ৪ ( ১৯.৩. ওভার
→ফলাফল : খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী
ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স আজকের ম্যাচের টস ফ্যাক্ট
ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করবে টস জয়।কেননা ম্যাচটি রাতে অনুষ্ঠিত হওয়ায় তখন প্রচুর শিশির পরে মাঠ থাকবে অনেকটা ভেজা। বিশেষ করে শেষের দিকে পিচ ও মাঠ অনেক বেশি ভেজা থাকে। ফলে পরে বোলিং করা দল শেষ ইনিংসে বল করতে অসুবিধায় পড়ে। কেননা পিচ ভেজা থাকায় বোলাররা বল ঠিক মতো গ্রিপ করতে পারে না। তাই এবার বিপিএলে বেশিরভাগ ম্যাচে টসে জয়ী দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছে। চলুন দেখে আসি ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স আজকের ম্যাচে দুই দলের খেলোয়ার তালিকা।
ফরচুন বরিশালের একাদশ আজকের ম্যাচে
বিপিএল ২০২৩ এ ফরচুন বরিশাল ইতিমধ্যে তাদের সেমিফাইনাল। খুলনা টাইগার এর বিপক্ষে লিগ পর্ব শেষ ম্যাচ জিতে মোমেন্টাম ধরে রেখে কোয়ালিফায়ার রাউন্ডে খেলতে চাই সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। তখন দেখে আসি খুলনার বিপক্ষে আজকের ম্যাচে ফরচুন বরিশালের একাদশ।
১. সাকিব আল হাসান ( C )
২. মাহমুদুল্লাহ রিয়াদ
৩. মেহেদী হাসান মিরাজ
৪. এনামুল হক বিজয় ( W )
৫. কামরুল ইসলাম রাব্বি
৬. খালেদ আহমেদ
৭. মোহাম্মাদ ওয়াসিম জুনিয়ার
৮. ইফতেখার আহমেদ
৯. করিম জানাত
১০. ইব্রাহিম জাদরান
১১. সাইফ হাসান
খুলনা টাইগার্সের একাদশ আজকের ম্যাচে
খুলনা টাইগার্সের বিপিএল ২০২৩ এ কোয়ালিফায়ার করতে ব্যর্থ হয়েছে আগেই। তারপরও ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটিতে জিততে চাই দলটি। চলুন দেখে আসি ফরচুন বরিশালের বিপক্ষে আজকের ম্যাচে খুলনা টাইগার্সের একাদশ।
১. তামিম ইকবাল ( C )
২. মাহমুদুল হাসান জয়
৩. মুনিম শাহরিয়ার
৪. নাসুম আহম্মেদ
৫. ওয়াহাব রিয়াজ
৬. আজম খান
৭. ইয়াসির আলী চৌধুরী রাব্বী
৮. আমাদ বাট
৯. মোহাম্মাদ সাইফুদ্দিন
১০. নাহিদুল ইসলাম
১১. পল ভ্যান মিকিরেন
আরো পড়ুন: বিপিএল ২০২৩ পয়েন্ট টেবিল
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)