পিএসজি বনাম মার্সেই লাইভ, পিএসজি বনাম মার্সেই প্লেয়ার রেটিং। ফ্রান্সের পেশাদার লিগ-১ কাপের এবারের মৌসুমে ১৬ তম রাউন্ডে মুখোমুখি হচ্ছে পিএসজি বনাম মার্সেই। পিএসজি বনাম মার্সেই লাইভ আজকের ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ২:১০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে ফ্রান্সের মার্সেই স্টেডিয়াম থেকে। পিএসজি বনাম মার্সেই লাইভ আজকের ম্যাচটি বাংলাদেশ থেকে কোন কোন চ্যানেল দেখাবে তা নিচে টেবিলে জানানো হবে। এছাড়াও খেলা ১৮ এর পাতায় পিএসজি বনাম মার্সেই লাইভ ম্যাচটির সরাসরি আপডেট করা হবে।
পিএসজি বনাম মার্সেই লাইভ ম্যাচ
ফ্রান্সের ২০ টি ক্লাব নিয়ে শুরু হয় অন্যতম পেশাদার লীগ, লিগ-১ কাপ। লিগ-১ কাপের এবারের মৌসুমে আজকের ম্যাচে মুখোমুখি হবে পিএসজি বনাম মার্সেই। গতবার চ্যাম্পিয়ন পিএসজি লিগ-১ কাপের এবারের আসরে পয়েন্ট তালিকায় এখনো পর্যন্ত প্রথমে রয়েছে। অন্যদিকে পিএসজির আজকের প্রতিপক্ষ মার্সেই রয়েছে পয়েন্ট তালিকার দুই নাম্বারে।
পিএসজি- ১
মার্সেই- ২
পিএসজি বনাম মার্সেই লাইভ আজকের ম্যাচটি শুরু হবে রাত ২:১০ মিনিটে। ম্যাচটি বাংলাদেশ টপি অ্যাপস ডাউনলোড করে দেখতে পারেন। এছাড়াও বিভিন্ন দেশ থেকে দেখার উপায় জানতে দেখুন সম্পূর্ণ আর্টিকেলটি। এখন চলুন দেখে আসি পিএসজি বনাম মার্সেই আজকের ম্যাচে দুইদলের খেলোয়াড় তালিকা।
পিএসজির খেলোয়াড় তালিকা, পিএসজি বনাম মার্সেই প্লেয়ার রেটিং
লিগ-১ কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি আজ বাংলাদেশ সময় রাত ২:১০ মিনিটে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় দুই নম্বর থাকা দল মার্সেই এর বিপক্ষে। এবারের মৌসুমে পিএসজি এখনো পর্যন্ত ২২ টি ম্যাচ খেলে ১৭ টি মেসেই জয়লাভ করে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এক নাম্বারে অবস্থান করছে। আজকের ম্যাচে মার্সেই এর বিপক্ষে পিএসজির একাদশে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে লিওনেল মেসি কিলিয়ান, এমবাপে ও নেইমার জুনিয়রকে। চলুন দেখে আসি মার্সেই এর বিপক্ষে আজকের ম্যাচে পিএসজির খেলোয়ার তালিকা।
Lineup: (4-3-1-2): Donnarumma; Hakimi, Marquinhos, Danilo, Bernat; Zaire-Emery, Verratti, Fabian; Vitinha; L. Messi, Ekitike.
মার্সেই খেলোয়াড় তালিকা, পিএসজি বনাম মার্সেই প্লেয়ার রেটিং
লিগ-১ কাপের এবার মৌসুমে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা দল মার্সেই আজকের ম্যাচে মুখোমুখি হবে এবার আসরের ডিফেনডিং চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে। সবচেয়ে বড় কথা মার্সেইকে আজ খেলতে হবে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র দের মত বিশ্বসেরা আক্রমনাত্মক ফরওয়ার্ড দের বিপক্ষে। তাই আজকের ম্যাচে পিএসজির বিপক্ষে জিততে গেলে সর্বোচ্চ ভালো ফুটবল খেলতে হবে দলটিকে। চলুন দেখে আসি পিএসজি বনাম মার্সেই লাইভ আজকের ম্যাচে মার্সেই এর খেলোয়ার তালিকা।
Lineup: (3-4-2-1): Mbemba, Gigot, Kolasinac; Clauss, Guendouzi, Rongier, Malinovskyi, Payet; Tavares; Vitinha.
আরো পড়ুন: পিএসজি খেলা লাইভ দেখার উপায়
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)