সিলেট বনাম রংপুর লাইভ ম্যাচ বিপিএল ২০২৩, সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রেঞ্জার্স লাইভ আজকের ম্যাচটি এবার বিপিএলের লিগ পর্বের ৩৬ তম ম্যাচ। সিলেট বনাম রংপুর লাইভ ম্যাচটি শুরু হচ্ছে আজ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে। সিলেট বনাম রংপুর আজকের ম্যাচে রংপুর রেঞ্জার্স টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এখন ব্যাট করছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট বনাম রংপুর লাইভ ম্যাচটি খেলা ১৮ এর পাতায় বল বাই বল স্কোর আপডেট করা হচ্ছে। বিপিএল ২০২৩ যাবতীয় নিউজ পেতে থাকুন খেলা ১৮ এর পাতায়।
সিলেট বনাম রংপুর লাইভ
→ সিলেট স্ট্রাইকার্স : ১৭০ / ২ ( ২০ ওভার )
→রংপুর রেঞ্জার্স : ১৭৬ / ২ ( ১৮ ওভার )
→ফলাফল : রংপুর রেঞ্জার্স ৮ উইকেটে জয়ী
সিলেট বনাম রংপুর আজকের ম্যাচের টস ফ্যাক্ট
সিলেট বনাম রংপুর আজকের ম্যাচটি বিপিএল ২০২৩ এর লিগ পর্বে অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। এবার বিপিএলে শুরু থেকেই সিলেট স্ট্রাইকার্স যেন উড়তে থাকা একটি দল অন্যদিকে রংপুর রাইডার্সও রয়েছে তাদের কক্ষপথে। বিপিএল ২০২৩ পুরোটাই শীতকালে অনুষ্ঠিত হচ্ছে যার কারণে রাতের বেলায় প্রচুর শিশির পড়ায় মাঠ ও পিচ থাকছে অনেকটা ভেজা। এমন ভেজা মাঠে পরে বোলিং করা দল পড়ছে অসুবিধায়।কেননা মাঠ ও পিস ভেজা থাকায় বোলাররা বল ঠিক মত গ্রিপ করতে পারছে না। যার কারণে বিশেষ করে দিনের দ্বিতীয় খেলায় বেশিরভাগ ক্ষেত্রে টস জয়ী দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছে। চলুন জেনে আসি সিলেট বনাম রংপুর আজকের ম্যাচের দুইদলের একাদশ।
সিলেট স্ট্রাইকার্স এর একাদশ আজকের ম্যাচে
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্ব গুণ ও পারফরম্যান্স দুইটার মিশ্রণে সিলেট স্ট্রাইকার্স যেন এবার বিপিএলে উড়তে থাকা একটি দল। সিলেট স্ট্রাইকার্স এরই মধ্যে নিশ্চিত করেছে সেমিফাইনালে কোয়ালিফায়ার। দলটি লীগ পর্বে এখনো পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ৮টি ম্যাচেই জয় লাভ করে পয়েন্ট তালিকায় এক নম্বরে অবস্থান করছে। চলুন দেখে আসি রংপুর রাইডার্স এর বিপক্ষে সিলেট স্ট্রাইকার্স এর আজকের একাদশ।
১. মুশফিকুর রহিম( C )
২. নাজমুল হোসেন শান্ত
৩. জাকির হাসান
৪. তৌহিদ হৃদয়
৫. নাবিল সামাদ
৬. থিসারা পেরেরা
৭. টম মুরেজ
৮. মোহাম্মদ ইরফান
৯. রেজাউর রহমান রাজা
১০. রুবেল হোসেন
১১. রায়ান বুর্ল
রংপুর রাইডার্সের এর একাদশ আজকের ম্যাচে
রংপুর রাইডার্স এবার বিপিএলে শুরুতে খুব বেশি ভালো না খেললেও পরবর্তীতে ফিরে এসেছে প্রতিযোগিতায়। দলটির তরুণ অধিনায়ক নুরুল হাসান সোহান এর নেতৃত্বে এবার বিপিএলে এখনো পর্যন্ত নয়টি ম্যাচ খেলে ছয়টি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় ঠিক ৪ নম্বর অবস্থান করছে। সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে আজকের ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আগে যাওয়ার সুযোগ রয়েছে দলটির। চলুন দেখে আসি সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে আজকের ম্যাচে রংপুর রাইডার্স এর একাদশ।
১. নুরুল হাসান সোহান ( C )
২. নাইম শেখ
৩. মেহেদী হাসান
৪. শামীম হোসেন
৫. হাসান মাহমুদ
৬. রনি তালুকদার
৭. রবিউল হক
৮. শোয়েব মালিক
৯. অ্যারন জোন্স
১০. হারিস রউফ
১১. আসমাতুল্লাহ ওমরজাই
আরো পড়ুন: বিপিএল ২০২৩ সময়সূচী
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)