পিএসজি বনাম মন্টপেলিয়ার লাইভ, পিএসজি লাইভ ম্যাচ। পিএসজি বনাম মন্টপেলিয়ার আজকের লাইভ ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ২:০০ মিনিটে। পিএসজি বনাম মন্টপেলিয়ার আজকের লাইভ ম্যাচ টি মূলত ফ্রান্সের লিগ-১ কাপের লিগ পর্বের খেলা। লিগ-১ এর গত আসরের চ্যাম্পিয়ন পিএসজির লিগ-১ কাপের আজকের ম্যাচটি ২০২-২৩ সিজনের তাদের ২১ তম ম্যাচ। অন্যদিকে মন্টপেলিয়ের আজকের ম্যাচটিও আসরের নিজেদের ২১ তম ম্যাচ। পিএসজি বনাম মন্টপেলিয়ার লাইভ ম্যাচটি বাংলাদেশ থেকে কোন, কোন চ্যানেলে দেখা যাবে তা জানতে দেখুন সম্পূর্ণ আর্টিকেলটি।
পিএসজি বনাম মন্টপেলিয়ার লাইভ
স্কোরঃ পূর্ণ সময়
পিএসজি ০৩ ( F.Ruiz 55′ + L. messi 72′ + W. Zaire Emery 90+2″ )
মন্টপেলিয়ের ০১ ( A. NorDin 89” )
পিএসজি বনাম মন্টপেলিয়ার লইভ টিভি চ্যানেল
ফ্রান্সের শীর্ষস্থানীয় ক্লাবগুলি নিয়ে আয়োজিত লিগ-১ কাপের আজকের ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি বনাম মন্টপেলিয়ার । ম্যাচটি আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ২:০০টাই শুরু হবে। ম্যাচটি মন্টপেলিয়ের হোম ভেনু স্ট্যাডে দে লা মসন স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হবে। পিএসজি বনাম মন্টপেলিয়ার লাইভ আজকের ম্যাচটি সরাসরি স্কোর খেলা ১৮ এর পাতায় আপডেট দেখানো হবে। এছাড়াও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পিএসজি বনাম মন্টপেলিয়ের লাইভ ম্যাচ দেখার উপায় নিচের টেবিলে দেয়া হবে।
Sports 18 – 1 SD/HD, Toffee Apps
আশাকরি উপয়ের ৩ টি চ্যানেলের মাধ্যমে পিএসজি বনাম মন্টপেলিয়ার লাইভ খেলাটি বাংলাদেশ থেকে ফ্রিতে দেখতে পারবেন। Sports 18 – 1 SD/HD চ্যানেলটি আপনারা Toffee Apps এ পেয়ে যাবেন।
পিএসজির খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে
ফ্রান্সের শীর্ষস্থানীয় ক্লাবগুলো নিয়ে আয়োজিত লিগ-১ কাপের গতবারের চ্যাম্পিয়ন পিএসজি এবারের আসরে ৪৮ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার সবার উপরে । পিএসজি এখনো পর্যন্ত লিগ-১ এর এবারের মৌসুমে ২০টি ম্যাচ খেলে ১৫ টিতেই জয় লাভ করেছে ।যেখানে লিগ-১ এর পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা ক্লাবের (লস) পয়েন্ট ৪৫। ফলে পিএসজি আজকের ম্যাচে মাঠে নামবে অনেকটা নির্ভর হয়ে। চলুন দেখে আসি বর্তমান বিশ্বের সেরা তিন ফরওয়ার্ড মেসি, নেইমার ও এমবাপ্পেকে নিয়ে পিএসসির আজকে বেস্ট ইলেভেন।
- Goalkeepers: Rico, Navas, Donnarumma, Letellier
- Defenders: Hakimi, Ramos, Marquinhos, Bernat, Mendes, Pembele
- Midfielders: Ruiz, Danilo Pereira, Vitinha, Sanches, Soler.
- Forwards: Mbappe, Neymar, Messi, Ekitike
মন্টপেলিয়ার খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে
মন্টপেলিয়ের লিগ-১ এর এবারের সিজনে নিজেদের ২১ তম ম্যাচে আজ মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল পিএসজির বিপক্ষে। মন্টপেলিয়ের লিগ-১ এর এবারের সিজনে এখনো পর্যন্ত ২০ টি ম্যাচ খেলে মাত্র ৬টিতে, জিতে পয়েন্ট তালিকায় ১৪ নম্বরে অবস্থান করছে। চলুন দেখে আসি পিএসজির বিপক্ষে আজকের ম্যাচে মন্টপেলিয়ার খেলোয়াড় তালিকা।
- Goalkeepers: Lecomte, Bertaud, Carvalho, Kamara
- Defenders: Esteve, Kouyate, Jullien, Sakho, Mendes, Tchato, Maouassa, Sainte-Luce, Tamas, Sakho, Suarez. Midfielders: Savanier, Ferri, Chotard, Leroy, Fayad.
- Forwards: Nordin, Germain, Mavididi, Makouana, Guermouche.
আরো পড়ুন: বিশ্বের সেরা ফুটবলার কে ২০২৩
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)