সিলেট বনাম খুলনা লাইভ , সিলেট সানরাইজার্স বনাম খুলনা টাইগার্সের লাইভ ম্যাচ বিপিএল ২০২৩, ম্যাচটি শুরু হচ্ছে আজ (সোমবার) সন্ধ্যা ৬:৩০ মিনিট। বিপিএলের আজ এটি ৩০ তম ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। সিলেট সানরাইজার্স বনাম খুলনা টাইগার্স আজকের ম্যাচে খুলনা টাইগার্স টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, টসে হেরে এখন ব্যাট করছে সিলেট সানরাইজার্স। সিলেট সানরাইজার্স বনাম খুলনা টাইগার্স লাইভ ম্যাচ টির স্কোর বল বাই বল আপডেট করা হচ্ছে খেলা ১৮ এর পাতায়।
সিলেট বনাম খুলনা লাইভ
→খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স
→ সিলেট সানরাইজার্স : ১৯২ / ৪ ( ২০ ওভার )
→খুলনা টাইগার্স : ১৬১ / ৯ ( ২০ ওভার )
→ফলাফল : সিলেট সানরাইজার্স ৩১ রানে জয়ী
সিলেট সানরাইজার্স বনাম খুলনা টাইগার আজকের ম্যাচের টস ফ্যাক্ট
বিপিএল ২০২৩ এ সর্বমোট ৪৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে তার মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ থাকবে ৪২ টি। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের ৩০ তম ম্যাচে আজকে মুখোমুখি হচ্ছে সিলেট সানরাইজার্স বনাম খুলনা টাইগার্স। বিপিএল ২০২৩ শীতের মধ্যে চলতে থাকায় রাতের বেলায় প্রচুর শিশির পরে ফলে পিচ থাকে অনেকটা ভেজা। এমন ভেজা পিছে দিনের দ্বিতীয় খেলায় শেষে বোলিং করা দলের বল করতে অসুবিধা হয়। কারণ বাট ও পিস ভেজা থাকায় বোলাররা বল ঠিকমতো গ্রিপ করতে পারে না সে কারণে আজকের ম্যাচে টসে জয়ী দল নিঃসন্দেহে আগে বোলিং করার সিদ্ধান্ত নিবেন সেক্ষেত্রে টসে পরাজিত দলকে আগে ব্যাট করতে হবে চলুন দেখে আসি আজকের ম্যাচে সিলেট সানরাইজার্স বনাম খুলনা টাইগার্স দুইদলের একাদশ।
সিলেট সানরাইজার্স এর সেরা একাদশ আজকের ম্যাচে
সিলেট সানরাইজার্স এবার বিপিএলে ক্যাপ্টেন ফ্যান্টাসি মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে উড়তে থাকা একটি দল। সিলেট সানরাইজ ইতিমধ্যে কোয়ালিফাইয়ের করেছে সেমিফাইনালে। তাই খুলনা টাইগার্সের বিপক্ষে সিলেট সানরাইজার আজকের ম্যাচে খেলবে অনেকটা নির্ভর হয়ে। চলুন দেখে আসি খুলনা টাইগার্সের বিপক্ষে সিলেট সানরাইজার্সের আজকের একাদশ।
১. মাশরাফি বিন মর্তুজা ( C )
২. নাজমুল হোসেন শান্ত
৩. জাকির হাসান
৪. তৌহিদ হৃদয়
৫.মুশফিকুর রহিম
৬. থিসারা পেরেরা
৭. ইমাদ অসীম
৮. মোহাম্মদ আমির
৯. রেজাউর রহমান রাজা
১০. রুবেল হোসেন
১১. রায়ান বুর্ল
খুলনা টাইগারসের সেরা একাদশ আজকের ম্যাচে
খুলনা টাইগার্স এবার বিপিএলে প্রথম থেকেই যেন পথ হারিয়ে ফেলেছে। দলের বেশিরভাগ খেলোয়াড়ই নেই তাদের সেরা ছন্দে,তাইতো খুলনা টাইগার্স এখনো পর্যন্ত এবার বিপিএলে গ্রুপ পর্বে সাতটি ম্যাচ খেলে জয় মাত্র দুটিতে। পরবর্তী রাউন্ডে যেতে খুলনার যে সামান্য আশা বেঁচে আছে তা ধরে রাখতে জিততে হবে বাকি সবগুলো ম্যাচে। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে চলুন দেখে আসি খুলনা টাইগার্সের আজকের ম্যাচের সেরা একাদশ।
১. ইয়াসির আলী চৌধুরী রাব্বী ( C )
২. তামিম ইকবাল
৩. অ্যান্ড্রু বালবির্নি
৪. শাই হোপ
৫. মাহমুদুল হাসান জয়
৬. আজম খান
৭. মোহাম্মাদ সাইফুদ্দিন
৮. নাহিদুল ইসলাম
৯. মার্ক দেয়াল
১০. নাসুম আহমেদ
১১. নাহিদ রানা
আরো পড়ুন: বিপিএল চ্যাম্পিয়ান তালিকা ২০১২ থেকে ২০২২
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)