বার্সেলোনার খেলার সময় সূচি ২০২৩ , বার্সেলোনার খেলা কবে, বার্সেলোনার পরবর্তী ম্যাচ কবে ? এমন সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের প্রতিবেদনটি। বার্সেলোনা খেলার সময় সূচি ২০২৩ জানতে সাথে থাকুন খেলা ১৮ এর পাতায়। ২০২৩ সালের বার্সেলোনার লা লিগার সমস্ত খেলা ও উয়েফা চ্যাম্পিয়ন লিগের খেলা সহ ৪ই জুন পর্যন্ত মোট ২৩ টি ম্যাচের সময়সূচী সঠিক ও সুন্দরভাবে দেওয়া হল। তাহলে চলুন দেখে আসি বার্সেলোনার খেলার সময় সূচি।
বার্সেলোনার খেলার সময় সূচি ২০২৩
তারিখ | বাংলাদেশ সময় ও দিন | ম্যাচ | প্রতিযোগিতা |
২০ জানু, ২৩ | শুক্রবার, রাত ১:০০ AM | বার্সেলোনা বনাম এডি সিউটা | কোপা দেল রেই |
২২ জানু, ২৩ | রবিবার, রাত ১১:৩০ PM | বার্সেলোনা বনাম গেটাফে | লা লিগা |
২৮ জানু, ২৩ | শনিবার, রাত ০৯:১৫ PM | বার্সেলোনা বনাম গিরোনা | লা লিগা |
০২ ফেব্রু, ২৩ | বৃহস্পতিবার, রাত ২:০০ AM | বার্সেলোনা বনাম রিয়েল বেটিস | লা লিগা |
০৫ ফেব্রু, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম সেভিয়া | লা লিগা |
১২ ফেব্রু, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম ভিলারিয়াল | লা লিগা |
১৬ ফেব্রু, ২৩ | বৃহস্পতিবার, রাত ১১:৪৫ PM | বার্সেলোনা বনাম ম্যান ইউ | ইউরোপা লীগ |
১৯ ফেব্রু, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম কাদিস | লা লিগা |
২৪ ফেব্রু, ২৩ | শুক্রবার, রাত ২:০০ AM | বার্সেলোনা বনাম ম্যান ইউ | ইউরোপা লীগ |
২৬ ফেব্রু, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম আলমেইরা | লা লিগা |
০৫ মার্চ, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম ভালেনসিয়া | লা লিগা |
১২ মার্চ, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম অ্যাথলেটিক | লা লিগা |
১৯ মার্চ, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ | লা লিগা |
০২ এপ্রিল, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম এলচে | লা লিগা |
০৯ এপ্রিল, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম গিরোনা | লা লিগা |
১৬ এপ্রিল, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম গেটাফে | লা লিগা |
২৩ এপ্রিল, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ | লা লিগা |
২৬ এপ্রিল, ২৩ | বুধবার, TBD | বার্সেলোনা বনাম রায়ো ভাল্লেকানো | লা লিগা |
৩০ এপ্রিল, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম রিয়েল বেটিস | লা লিগা |
০৩ মে, ২৩ | বুধবার, TBD | বার্সেলোনা বনাম ওসাসুনা | লা লিগা |
১৪ মে, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম এস্পানিওল | লা লিগা |
২১ মে, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম রিয়াল সোসিয়েদাদ | লা লিগা |
২৪ মে, ২৩ | বুধবার, TBD | বার্সেলোনা বনাম রিয়াল ভ্যালাদলিদ | লা লিগা |
২৮ মে, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম মালোর্কা | লা লিগা |
০৪ জুন, ২৩ | রবিবার, TBD | বার্সেলোনা বনাম সেল্টা দে ভিগো | লা লিগা |
বার্সেলোনা কোন দেশের ক্লাব
বার্সেলোনা ক্লাবটির স্পেনের একটি জনপ্রিয় ফুটবল ক্লাব। বার্সেলোনা ফুটবল ক্লাবটির প্রতিষ্ঠিত হয় ১৮৯৯ সালের ২৯ নভেম্বর। বার্সেলোনা ফুটবল ক্লাবটি ইউরোপের জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে অন্যতম কারণ বিভিন্ন সময়ে এই ক্লাবটিতে খেলেছে বিশ্বের নামিদামি ফুটবলাররা।আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা, ব্রাজিলের রোনালদিনহো থেকে শুরু করে হালের লিওনেল মেসি নেইমার জুনিয়র লুইস সুয়ারেজ এর মত বিশ্বসেরা ফুটবলাররা খেলেছেন এই ক্লাবটিতে। বার্সেলোনা ফুটবল ক্লাবটির বর্তমান মার্কেট ভ্যালু অনুযায়ী রয়েছে সপ্তম স্থানে যেটির পরিমাণ ৭৯৭ মিলিয়ন ইউরো। বার্সেলোনার বর্তমানে সবচেয়ে দামি ফুটবলার স্পেনের সেন্টার মিডফিল্ডার পেদ্রি। তাকে পেতে ক্লাবটির ব্যয় করতে হয়েছে ১০০ মিলিয়ন ইউরো। বার্সেলোনা ফুটবল ক্লাবের নিজেদের হোম হোম ভেন্যু হিসেবে রয়েছে ক্যাম্প ন্যু।
আরো পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড খেলার সময় সূচি ২০২৩
আশাকরি ২০২৩ সালে বার্সেলোনার সকল খেলার সময় সূচি সঠিক ভাবে পেয়েছেন আরো কিছু জানতে নিচে কমেন্ট করতে পারেন ধন্যবাদ।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)