খুলনা টাইগার্স খেলোয়াড় ২০২৩ তালিকা বিপিএল ২০২৩ সহ চলমান বিপিএলের যাবতীয় আপডেট নিউজ পেতে সব সময় থাকুন খেলা ১৮ এর পাতায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসর শুরু হবে আগামী ৬ জানুয়ারি থেকে দলগুলো ইতিমধ্যেই প্রকাশ করেছে তাদের পূর্ণ সদস্যের খেলোয়ার তালিকা। এবার বিপিএলে অংশগ্রহণ করছে সর্বমোট ৭টি দল, যার মধ্যে অন্যতম খুলনা টাইগার।
দলের নাম | খুলনা টাইগার্স ~ Khulna Tigers |
মালিক | MindTree Limited |
হেড কোচ | খালেদ মাহমুদ সুজন |
আইকন প্লেয়ার | তামিম ইকবাল |
প্রতিষ্ঠিত | ২০১২~ ১১ বছর আগে |
অধিনায়ক | ইয়াসির আলী চৌধুরী রাব্বী |
বাংলাদেশের ওডিআই অধিনায়ক আইকন তামিম ইকবাল কে অধিনায়ক করে পূর্ণ সদস্যের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স এবার বিপিএলে অন্যান্য আসরের তুলনায় শক্তিশালী দল গঠন করেছে বলাই যায়। দলটির ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক তামিম ইকবাল ছাড়াও রয়েছে মুনিম শাহরিয়ার, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়,সাব্বির রহমান। খুলনা টাইগার্স এর বোলিং ডিপার্টমেন্টের মূল দায়িত্ব থাকবেন পাকিস্তানের দুই দ্রুতগতির ফার্স্ট বোলার ওহাব রিয়াজ ও নাসিম শাহের কাঁধে ।
খুলনা টাইগার্স খেলোয়াড় ২০২৩
বিপিএল ২০২৩ খুলনা টাইগার্স এবার বিপিএলে যে পূর্ণাঙ্গ সদস্যের বল ঘোষণা করেছে সেখানে লক্ষ্য করলে বোঝা যায় যে দলটির মূল শক্তির জায়গা দেশীয় ক্রিকেটার কারণ খুলনা টাইগার্স এ অধিনায়ক তামিম ইকবাল ছাড়াও দেশীয় তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছে সাব্বির রহমান, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, মুনিম শাহরিয়ার ইয়াসির আলী রাব্বি, হাবিবুর রহমান। চলুন দেখে আসি এবার বিপিএল ২০২৩ খুলনা টাইগার্সের খেলোয়ার তালিকা।
খেলোয়াড় নাম | ভূমিকা |
তামিম ইকবাল | ব্যাটসম্যান |
ইয়াসির আলী চৌধুরী রাব্বী ( অধিনায়ক ) | ব্যাটসম্যান |
মাহমুদুল হাসান জয় | ব্যাটসম্যান |
সাব্বির রহমান | ব্যাটসম্যান |
মুনিম শাহরিয়ার | ব্যাটসম্যান |
হাবিবুর রহমান | অলরাউন্ডার |
শরিফুল ইসলাম | অলরাউন্ডার |
মোহাম্মাদ সাইফুদ্দিন | অলরাউন্ডার |
প্রিতম কুমার | ব্যাটসম্যান ( WK ) |
নাহিদুল ইসলাম | অলরাউন্ডার |
নাসুম আহমেদ | বোলার |
খুলনা টাইগার্সের বিদেশী খেলোয়াড় ২০২৩
খেলোয়াড় নাম | ভূমিকা | দেশ |
ওয়াহাব রিয়াজ | বোলার | পাকিস্থান |
নাসিম শাহ | বোলার | পাকিস্থান |
আজম খান | ব্যাটসম্যান ( WK ) | পাকিস্থান |
আভিস্কা ফার্নান্দো | ব্যাটসম্যান | শ্রীলঙ্কা |
দাসুন শানাকা | অলরাউন্ডার | শ্রীলঙ্কা |
পল ভ্যান মিকিরেন | বোলার |
নেদারল্যান্ডস |
খুলনা টাইগার্স বিপিএল এর শুরুর আসর( ২০১২) থেকে এখনো পর্যন্ত সাতটি আসরে অংশগ্রহণ করে সর্বোচ্চ সাফল্য রানারআপ হয়েছে একবার। দলটি বিভিন্ন সময়ে শক্তিশালী দল গঠন করেও ব্যর্থ হয়েছে চ্যাম্পিয়ন হতে। তাই খুলনা টাইগার এবার তাদের শিরোপা খরা কাটাতে দলটির অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। খুলনা টাইগার বিপিএল এর প্রথম আসরে সেমিফাইনাল খেললেও পরবর্তী আসরগুলোতে ধরে রাখতে পারেনি সেই সাফল্য। এবার আসরে তামিম ইকবালের নেতৃত্বে বিপিএল চ্যাম্পিয়ন হতে চাই খুলনা টাইগার।
খুলনা টাইগার্সের কোচ
খুলনা টাইগার্সের কোচ হিসেবে থাকছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজন।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)