চেন্নাই সুপার কিংস খেলোয়াড় 2023 সহ আইপিএলের যাবতীয় আপডেট নিউজ পেতে নিয়মিত চোখ রাখুন খেলা ১৮ এর পাতায়। আইপিএল ২০২৩ এর এবারের আসর শুরু হতে যাচ্ছে মার্চ থেকে দলগুলো নিলাম থেকে ইতিমধ্যে গুছিয়ে নিয়েছে তাদের দল। চেন্নাই সুপার কিংস, আইপিএল ইতিহাসে অন্যতম সফল এই দলটি আইপিএলের শুরু থেকে ২০০৮ এ পর্যন্ত ২০২২, ১৪ টি আসরে অংশগ্রহণ করে ফাইনাল খেলেছে সর্বোচ্চ ৯ বার এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ৪ বার ও রানার আপ হয়েছে ৫ বার।
দলের নাম | চেন্নাই সুপার কিংস ~ Chennai Super Kings |
মালিক | India Cements ( Chennai Super Kings Cricket Ltd ) |
প্রধান কোচ | স্টিফেন ফ্লেমিং |
ম্যানেজার | রাসেল রাধাকৃষ্ণন |
অধিনায়ক | মহেন্দ্র সিং ধনী |
অংশগ্রহণ করেছে | ১৪ বার |
সর্বোচ্চ সাফল্য | ৪ বার চ্যাম্পিয়ান ( ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ) সাল |
চেন্নাই সুপার কিংস খেলোয়াড় 2023 Chennai Super Kings Players
চেন্নাই সুপার কিংস বরাবরি আইপিএলে শক্তিশালী দল গঠন করে আইপিএলের এবারের আসরেও অত্যন্ত শক্তিশালী দল গঠন করেছে চেন্নাই সুপার কিংস। দলটির ব্যাটিং ডিপার্টমেন্টে আছে এমএস ধোনি, আজিংকা রাহানে,আম্বাতি রাইডু, ডেভিড কনওয়েরা।আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংস এর সবচেয়ে বড় শক্তিশালী দিক অলরাউন্ডার। ২৫ সদস্যের পূর্ণাঙ্গ দলটিতে রাখা হয়েছে ১০ জন অলরাউন্ডার।
তাদের মধ্যে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোক, নিউজিল্যান্ডের কাইল যেমিসন, মঈন আলী, রাবিন্দ্রা যাদেজা, শিভাম ডুবেরা এক এক জন টি-টোয়েন্টির স্পেশালিস্ট অলরাউন্ডার। তবে সানরাইজের হায়দ্রাবাদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ দলটিতে বোলিং ডিপার্টমেন্টে নেই তেমন কোন বড় নাম। দলটির বলেন ডিপার্টমেন্টে নেতৃত্বে থাকবেন দীপক চাহার সাথে থাকবেন শ্রীলংকার মাহেশ থাকিসনা ও মাথিশা পথিরিনা।
Player Name | Role | Price in INR | Country |
MS Dhoni ( C ) | WK Batsman | 12 Cr | India |
David Conway | Batter | 1.00 Cr | New Zealand |
Ruturaj Gaikwad | Batter | 6.00Cr | India |
Ambati Rayudu | WK Batsman | 6.75 Cr | India |
Subhranshu Senapati | Batter | 20.0 L | india |
Moeen Ali | Allrounder | 8.00 Cr | England |
Shivam Dube | Allrounder | 4.00 Cr | India |
Rajvardhan Hangargekar | Bowler | 1.50 Cr | India |
Dwaine Pretorius | Allrounder | 16.25 Cr | England |
Mitchell Santner | Allrounder | 1.90 Cr | New Zealand |
Ravindra Jadeja | Allrounder | 16.00 Cr | India |
Tushar Deshpande | Bowler | 20.0 L | India |
Mukesh Chowdhary | Bowler | 20.0 L | India |
Matheesha Pathirana | Bowler | 20.0 L | Sri Lanka |
Simarjeet Singh | Bowler | 20.0 L | India |
Deepak Chahar | Bowler | 14.00 Cr | India |
Prashant Solanki | Bowler | 1.20 Cr | India |
Maheesh Theekshana | Bowler | 70.0 L | Sri Lanka |
Bhagath Varma | Allrounder | 20.0 L | India |
Ajay Jadav Mandal | Allrounder | 20.0 L | India |
Kyle Jamieson | Allrounder | 16.25 Cr | England |
Nishant Sindhu | Allrounder | 60.0 L | India |
Shaik Rasheed | Batter | 20.0 L | India |
Ben Stokes | Allrounder | 16.25 Cr | England |
Ajinkya Rahane | Batter | 50.0 L | India |
চেন্নাই সুপার কিংস এর আইপিএল ইতিহাস
চেন্নাই সুপার কিংস, আইপিএলের সবচেয়ে সফল দলটির নাম। দলটি আইপিএলের প্রথম আসরের ফাইনালিস্ট। চেন্নাই সুপার কিংস এর সবচেয়ে বড় শক্তির দিকটি ক্যাপ্টেন এমএস ধোনি। আইপিএল ইতিহাসে এখনো পর্যন্ত চেন্নাই সুপার কিংসই একমাত্র দল যাদের প্রথম আসর থেকে এখনো পর্যন্ত নেতৃত্ব রয়েছে একজনের হাতেই (এমএস ধোনি)। দলটি ফিক্সিং কেলেঙ্কারিতে মাঝের দুটি আসরে (২০১৬ , ২০১৭) বহিষ্কার হলেও এখনো পর্যন্ত মোট ১৪ টি আসরে অংশগ্রহণ করে ফাইনাল খেলেছে সর্বোচ্চ ৯ বার।
এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ৪ বার। আইপিএলের এবার আসরে চেন্নাই সুপার কিংস ৮ বিদেশি ক্রিকেটার ও ১৭ লোকাল ক্রিকেটার নিয়ে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। চেন্নাই সুপার কিংস এর এবারের আসরে সবচেয়ে দামি ক্রিকেটার ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোক। এই অলরাউন্ডার কেপেতে চেন্নাই সুপার কিংস ব্যয় করেছে ১৬.২৫ কোটি রুপি।
চেন্নাই সুপার কিংস এর কোচ
চেন্নাই সুপার কিংস এর প্রধান কোচ নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্টিফেন ফ্লেমিং। এছাড়াও ভারতের সাবেক ফার্স্ট বোলিং লক্ষ্মী প্রতি বালাজি চেন্নাই সুপার কিংস এর বোলিং কোচ। চেন্নাই সুপার কিংস এর ফিল্ডিং কোচের দায়িত্বে আছে রাজিব কুমার।
চেন্নাই সুপার কিংস দলের মালিক
চেন্নাই সুপার কিংস দলটির মালিকানা ইন্ডিয়ান সিমেন্ট যার ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণন।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)