আইপিএল ২০২৩ সাকিব আল হাসান কোন দলে খেলবেন? সাকিব আল হাসান আইপিএলে কত টাকায় বিক্রি হয়েছে? এমন সব প্রশ্নসহ আইপিএলের যাবতীয় আপডেট নিউজ পেতে নিয়মিত চোখ রাখুন খেলা ১৮ এর পাতায়। আইপিএলে সাকিব আল হাসান, আবারো কলকাতা নাইট রাইডার্সের। ঘরের ছেলে ফিরেছেন ঘরে, সাকিব আল হাসানকে আবারো দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল ২০২৩ এর এবারের আসরে দলগুলোর প্লেয়ার গোছাতে ২৩ ডিসেম্বর (গতকাল) আইপিএলের মিনি নিলাম অ অনুষ্ঠিত হয়। নিলামে বাংলাদেশের চার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান,লিটন দাস ও তাসকিন আহমেদের নাম থাকলেও নিলামের প্রথম ডাকে সাকিব ও লিটন দুজনে অবিকৃত থাকে পরবর্তীতে দ্বিতীয় ডাকে দল দুজনেই(সাকিব, লিটন) দল পাই কলকাতা নাইট রাইডার্সে। নিলামের দ্বিতীয় ডাকে প্রথমে লিটন দাসকে তার ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। পরবর্তীতে আবারো নিজের দ্বিতীয় ডাকে সাকিব আল হাসানকে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়াই কলকাতা নাইট রাইডার্স। লিটন দাস এবারে প্রথম আইপিএল নিলামে দল পেলেন।
এছাড়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজুর রহমান রয়েছে তার পূর্বের দল দিল্লি ক্যাপিটালসে। মুস্তাফিজুর রহমানকে ৩ কোটি রুপিতে রিটেইন করেছিল দিল্লি ক্যাপিটালস। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার খেলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ আইপিএলে। এখনো পর্যন্ত সাকিব আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার হায়দারাবাদ হয়েছে খেলেছেন। বাংলাদেশের সুপারস্টার আইপিএলের গত আসরে( ২০২২) অবিক্রিত থাকলেও এবার দল পেয়েছেন তিনি।
বাংলাদেশি প্লেয়ারদের মধ্যেও সর্বপ্রথম আইপিএল খেলে মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের এই ফাস্ট বোলিং অলরাউন্ডার কেউ দলে নিয়েছিল তখনকার কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মোঃ আশরাফুল, আব্দুর রাজ্জাক, তামিম ইকবালরা খেলেছে আইপিএলের মঞ্চে। আইপিএলের আজকের(২৩ ডিসেম্বর) নিলামে রেকর্ড পরিমান মূল্য ১৮.৫ কোটি রুপিতে ইংলিশ অলরাউন্ডার সাম কুরানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)