ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ আইপিএল ২০০৮ সাল থেকে শুরু হয় এখন পর্যন্ত ১৭ টি আসর সম্পূর্ণ হয়েছে যেখানে মুম্বাই ইন্ডিয়ানস মোট ৫ বার ( ২০১৩,২০১৫,২০১৭,২০১৯,২০২০ সালে ) । চেন্নাই সুপার কিংস মোট ৫ বার ( ২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩ সালে )। কলকাতা নাইট রাইডার্স মোট ৩ বার ( ২০১২,২০১৪, ২০২৪ সালে ) সর্বশেষ। সানরাইজার্স হায়দ্রাবাদ মোট ১ বার ( ২০১৬ সালে )। ডেকান চার্জার্স মোট ১ বার ( ২০০৯ সালে )। রাজস্থান রয়্যালস মোট ১ বার ২০০৮ সালে ) এবং গুজরাট টাইটান্স ১ বার ( ২০২২ সালে ) সালে আইপিএল চ্যাম্পিয়ন ট্রফি নিয়েছে। সর্বশেষ আইপিএল চ্যাম্পিয়ন ট্রফি নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (২০২৪ সালে ) । আইপিএল কে কতবার কাপ নিয়েছে আরো বিস্তারিত জানতে নিচে পড়ুন…
আইপিএল কে কতবার কাপ নিয়েছে ২০০৮ থেকে ২০২৪
আইপিএলের ১৬ টি আসর সম্পূর্ণ হয়েছে তবে কে কতবার কাপ নিয়েছে তার সকল আপডেট দেখে নিন।
আইপিএলের ১৭ তম আসরে চ্যাম্পিয়ন ট্রফি নিয়েছে ২০২৪
ফাইনালে মুখোমুখি: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ
স্কোরঃ সানরাইজার্স হায়দ্রাবাদ ১১৩ রান ( ১৮.৩ ওভারে )
স্কোরঃ কলকাতা নাইট রাইডার্স ১১৪ রান ( ১০.২ ওভারে ) ২ উইকেটে
ফলাফলঃ কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে জয়ী
চ্যাম্পিয়নঃ কলকাতা নাইট রাইডার্স
রানার্সআপঃ সানরাইজার্স হায়দ্রাবাদ
সেরা খেলোয়াড়ঃ সুনীল নারাইন
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ঃ মিচেল স্টার্ক
আইপিএলের ১৬ তম আসরে চ্যাম্পিয়ন ট্রফি নিয়েছে ২০২৩
ফাইনালে মুখোমুখি: গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস
স্কোরঃ গুজরাট টাইটান্স ২১৪ রান ( ১৫ ওভারে ১৭১ )
স্কোরঃ চেন্নাই সুপার কিংস ১৭১ রান
ফলাফলঃ চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে জয়ী
চ্যাম্পিয়নঃ চেন্নাই সুপার কিংস
রানার্সআপঃ গুজরাট টাইটান্স
সেরা খেলোয়াড়ঃ
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ঃ
বিঃদ্রঃ বৃষ্টির কারনে ১৫ ওভারে ১৭০ টার্গেট দেয় গুজরাট টাইটান্স।
আইপিএলের ১৫ তম আসরে চ্যাম্পিয়ন ট্রফি নিয়েছে 2022
ফাইনালে মুখোমুখি: গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়েলস
স্কোরঃ রাজস্থান রয়েলস ১৩০ রান
স্কোরঃ গুজরাট টাইটান্স
ফলাফলঃ গুজরাট টাইটান্স ৭ উইকেটে জয়ী
চ্যাম্পিয়নঃ গুজরাট টাইটান্স
রানার্সআপঃ রাজস্থান রয়েলস ফাইনালে
সেরা খেলোয়াড়ঃ হার্দিক পান্ডিয়া
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ঃ জস বাটলার
আইপিএলে ১৪ তম আসরে কাপ নিয়েছে ২০২১
ফাইনালে মুখোমুখি:চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স।
স্কোর : চেন্নাই সুপার কিংস ১৯২ রান
কলকাতা নাইট রাইডার্স:১৬৫/৯
ফলাফল : চেন্নাই সুপার কিংস ২৭ রানে জয়ী
চ্যাম্পিয়ন : চেন্নাই সুপার কিংস
রানার্সআপ : কলকাতা নাইট রাইডার্স।
ফাইনালে সেরা খেলোয়াড় :ফাফ ডু প্লেসিস ৮৬(৫৯)রান
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় :হার্শল প্যাটেল ৩২ উইকেট।
আইপিএলে ১৩ তম আসরে কাপ নিয়েছে ২০২০
ফাইনালে মুখোমুখি :দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
স্কোর : দিল্লি ক্যাপিটালস১৫৬/৭
মুম্বাই ইন্ডিয়ান্স :১৫৭/৫
ফলাফল :মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী।
চ্যাম্পিয়ন :মুম্বাই ইন্ডিয়ান্স
রানার্সআপ :দিল্লি ক্যাপিটালস
ফাইনালে সেরা খেলোয়াড় :ট্রেন্ট বোল্ট ৩/৩০উইকেট
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়:জোফরা আর্চার ২০উইকেট+১১৩ রান।
আইপিএলে ১২ তম আসরে কাপ নিয়েছে ২০১৯
ফাইনালে মুখোমুখি :মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস
স্কোর :মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৯/৮
চেন্নাই সুপার কিংস ১৪৮/৭
ফলাফল :মুম্বাই ইন্ডিয়ান্স ১ রানে জয়ী
চ্যাম্পিয়ন :মুম্বাই ইন্ডিয়ান্স
রানার্সআপ :চেন্নাই সুপার কিংস
ফাইনালে সেরা খেলোয়াড় :জাসপ্রিত বুমরা ২/১৪
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়:অ্যান্দ্রে রাসেল ৫১০ রান +১১ উইকেট।
আইপিএলে ১১ তম আসরে কাপ নিয়েছে ২০১৮
ফাইনালে মুখোমুখি : সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস
স্কোর :সানরাইজার্স হায়দ্রাবাদ১৭৮/৬
চেন্নাই সুপার কিংস ১৮১/২
ফলাফল :চেন্নাই সুপার কিংস ৮উইকেটে জয়ী।
চ্যাম্পিয়ন :চেন্নাই সুপার কিংস
রানার্সআপ :সানরাইজার্স হায়দ্রাবাদ
ফাইনালে সেরা খেলোয়াড় :শেন ওয়াটসন ১১৭(১১৭)রান
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: সুনীল নারিন (৩৫৭ রান+১৭ উইকেট)
আইপিএলে দশম তম আসরে কাপ নিয়েছে ২০১৭
ফাইনালে মুখোমুখি :মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাইজিং পুনে জয়েন্ট।
স্কোর :মুম্বাই ইন্ডিয়ান্স ১২৯/৮
পুনে ১২৮/৬
ফলাফল :মুম্বাই ইন্ডিয়ান্স ১ রানে জয়ী
চ্যাম্পিয়ন :মুম্বাই ইন্ডিয়ান্স
রানার্সআপ :মুম্বাই ইন্ডিয়ান্স
ফাইনালে সেরা খেলোয়াড় :কেভিন পিটারসেন ৪৭(৩৮)রান
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়:বেন স্টোক (৩১৬ রান+১২ উইকেট)
আইপিএলে নবম তম আসরে কাপ নিয়েছে ২০১৬
ফাইনালে মুখোমুখি :সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
স্কোর :সানরাইজার হায়দারাবাদ২০৮/৭
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর২০০/৭
ফলাফল :সানরাইজার হায়দারাবাদ ৮ রানে জয়ী
চ্যাম্পিয়ন :সানরাইজার্স হায়দ্রাবাদ
রানার্সআপ :রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর
ফাইনালে সেরা খেলোয়াড় :বেন কাটিং৩৯(১৫)রান+২/১৫
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: বিরাট কোহলি ৯৭৩ রান।
আইপিএলে অষ্টম তম আসরে কাপ নিয়েছে ২০১৫
ফাইনালে মুখোমুখি :মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস
স্কোর :মুম্বাই ইন্ডিয়ান্স ২০২/৫
চেন্নাই সুপার কিংস ১৬১/৮
ফলাফল :মুম্বাই ইন্ডিয়ান্স ৪১ রানে জয়ী
চ্যাম্পিয়ন :মুম্বাই ইন্ডিয়ান্স
রানার্সআপ :চেন্নাই সুপার কিংস
ফাইনালে সেরা খেলোয়াড় :রোহিত শর্মা ৫০(২৬)রান
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়:আন্দ্রে রাসেল (৩২৬ রান + ১৪ উইকেট)
আইপিএলে সপ্তম তম আসরে চ্যাম্পিয়ন ২০১৪
ফাইনালে মুখোমুখি :কিংস ইলেভেন পাঞ্জাব বনাম কলকাতা নাইট রাইডার্স
স্কোর :কিংস ইলেভেন পাঞ্জাব ১৯৯/৪
কলকাতা নাইট রাইডার্স ২০০/৭
ফলাফল :কলকাতা নাইট রাইডার্স ৩ উইকেটে জয়ী
চ্যাম্পিয়ন :কলকাতা নাইট রাইডার্স
রানার্সআপ :কিংস ইলেভেন পাঞ্জাব
ফাইনালে সেরা খেলোয়াড় :মনেষ পাণ্ডে ৯৪ রান
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়:গ্লেন ম্যাক্সওয়েল ৫৫২ রান
আইপিএলে ষষ্ঠ তম আসরে কাপ নিয়েছে ২০১৩
ফাইনালে মুখোমুখি :মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস
স্কোর :মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৮/৯
চেন্নাই সুপার কিংস ১২৫/৯
ফলাফল :মুম্বাই ইন্ডিয়ান্স ২৩ রানে জয়ী
চ্যাম্পিয়ন :মুম্বাই ইন্ডিয়ান্স
রানার্সআপ :চেন্নাই সুপার কিংস
ফাইনালে সেরা খেলোয়াড় :কুনাল পাণ্ডে ৬০(৩২)রান
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়:শেন ওয়াটসন (৫৪৩ রান+১৩ উইকেট)
আইপিএলে পঞ্চম তম আসরে চ্যাম্পিয়ন ২০১২
ফাইনালে মুখোমুখি :চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স।
স্কোর :চেন্নাই সুপার কিংস ১৯০
কলকাতা নাইট রাইডার্স ১৯২/৫
ফলাফল :কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে জয়ী।
চ্যাম্পিয়ন :কলকাতা নাইট রাইডার্স
রানার্সআপ :চেন্নাই সুপার কিংস
ফাইনালে সেরা খেলোয়াড় : বিসলা ৮৯ রান
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: সুনিল নারিন ২৪ উইকেট।
আইপিএলে চতুর্থ তম আসরে চ্যাম্পিয়ন ২০১১
ফাইনালে মুখোমুখি :চেন্নাই সুপার কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
স্কোর :চেন্নাই সুপার কিংস ২০৫/৫
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর১৪৭/৮
ফলাফল :চেন্নাই সুপার কিংস ৫৮ রানে জয়ী
চ্যাম্পিয়ন :চেন্নাই সুপার কিংস
রানার্সআপ :চেন্নাই সুপার কিংস
ফাইনালে সেরা খেলোয়াড় :মুরলি বিজয় ৯৫ রান
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: গেইল(৬০৮ রান+৮ উইকেট
আইপিএলে তৃতীয় তম আসরে চ্যাম্পিয়ন ২০১০
ফাইনালে মুখোমুখি :মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস।
স্কোর :চেন্নাই সুপার কিংস ১৬৮/৫
মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৬/৯
ফলাফল :চেন্নাই সুপার কিংস ২২ রানে জয়ী
চ্যাম্পিয়ন :চেন্নাই সুপার কিংস।
রানার্সআপ :মুম্বাই ইন্ডিয়ান্স
ফাইনালে সেরা খেলোয়াড় :সুরেশ রায়না ৫৭(৩৫)রান
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়:শচিন টেন্ডুলকার ৬১৮ রান
আইপিএলে দ্বিতীয় তম আসরে চ্যাম্পিয়ন ২০০৯
ফাইনালে মুখোমুখি :হায়দ্রাবাদ ডেকান চার্জার্স বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর
স্কোর :হায়দ্রাবাদ ডেকান চার্জার্স ১৪৩/৬
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ১৩৭/৯
ফলাফল :হায়দ্রাবাদ ডেকান চার্জার্স ৬ রানে জয়ী
চ্যাম্পিয়ন :হায়দ্রাবাদ ডেকান চার্জার্স
রানার্সআপঃ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর
ফাইনালে সেরা খেলোয়াড় :অনিল কুমলে ৪/১৬
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়:শচিন টেন্ডুলকার ৬১৮ রান
আইপিএলে প্রথম আসরে চ্যাম্পিয়ন ২০০৮
ফাইনালে মুখোমুখি :রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস।
স্কোর :চেন্নাই সুপার কিংস১৬৩ রান
রাজস্থান রয়েলস ১৬৪/৭
ফলাফল : রাজস্থান রয়্যালস ৩ উইকেটে জয়ী।
চ্যাম্পিয়ন : রাজস্থান রয়্যালস
রানার্সআপ : চেন্নাই সুপার কিংস।
ফাইনালে সেরা খেলোয়াড় : উইসুফ পাঠান(৫৬ রান+৩/২২)
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় : শেন ওয়াটসন(৪৭২ রান +১৭ উইকেট)
আশাকরি আইপিএল কে কতবার কাপ নিয়েছে বিস্তারিত ভালভাবে বুঝতে পেরেছেন আরো কিছু জানার থাকলে নিচে কপমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ।