ঢাকা ডমিনেটরসের স্কোয়াড বিপিএল ২০২৩ সম্পর্কে জানতে দেখুন খেলা ১৮ এর আজকের প্রতিবেদনটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৩ শুরু হতে যাচ্ছে কিছুদিন(৫ জানুয়ারি) পরেই। এবারের বিপিএলে অংশগ্রহণ করছে মোট ৭টি দল। এই ৭টি দলের মধ্যে অন্যতম দল ঢাকা-ডমিনেটরস তাদের আইকন প্লেয়ার হিসেবে দলে রেখেছে বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের স্পিড স্টার তাসকিন আহমেদকে এছাড়াও দলটিতে আছে সৌম্য সরকার, শরিফুল ইসলাম দের মত তরুণ ক্রিকেটার। চলুন দেখে আসি এবার বিপিএল (২০২৩) এ কেমন হলো ঢাকা ডমিনেটরসের স্কোয়াড।
বিপিএল ২০২৩ ঢাকা ডমিনেটরস স্কোয়াড
→ঢাকা ডমিনেটরসের দেশীয় ক্রিকেটার
১.সৌম্য সরকার
২.তাসকিন আহমেদ (আইকন প্লেয়ার)
৩.আরিফুল হক
৪.নাসির হোসেন
৫.শরিফুল ইসলাম
৬.মোহাম্মদ মিঠুন
৭.আরাফাত সানি
৮.আল আমিন হোসেন
৯.মনির হোসেন
১০.দেলোয়ার হোসেন
১১.মুক্তার আলী
১২.অলোক কাপালি
১৩.মিজানুর রহমান
→ঢাকা ডমিনেটরসের বিদেশীয় ক্রিকেটার
১.দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা )
২.সালমান ইরশাদ (পাকিস্থান )
৩.শান মাসুদ (পাকিস্থান )
৪.চামিকা করুনারত্নে ( শ্রীলঙ্কা )
৫.আহমেদ শেহজাদ ( পাকিস্থান )
৬.ওসমান গণি ( আফগানিস্তান )
ঢাকা-ডমিনেটরস এখনো পর্যন্ত বিপিএলের সবকটি আসরে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে সর্বোচ্চ ৩ বার। এছাড়া দলটি রানার আপ হয়েছে। অর্থাৎ ঢাকা ডমিনেটরস এখনো পর্যন্ত বিপিএলে ৮ টি আসরে অংশগ্রহণ করেছে ফাইনাল খেলেছে পাঁচটিতেই। তাই বিপিএলে সবচাইতে সফল দল হিসেবে ঢাকাতেই বিবেচনা করা হয়। তবে বিপিএল এর সর্বশেষ আসরে (২০২২) ঢাকা সেমি ফাইনালে উঠতে ব্যর্থ হয়।
ঢাকা ডমিনেটরস দলের কোচ
এবার বিপিএলে (২০২৩) ঢাকা ডমিনেটরসের কোচ হিসাবে থাকছে শ্রীলঙ্কার লিজেন্ডারি ফাস্ট বোলার চামিন্ডা ভাস।
ঢাকা ডমিনেটরসের দলের মালিক
ঢাকা ডমিনেটরস দলের বর্তমান মালিক রুপা ফেব্রিক লিমিটেড।