দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা ২০২৪ শুরু হয়ে গেছে ইতিমধ্যে (২১ জুন)। শুধু দক্ষিণ আমেরিকা না, সারা পৃথিবীর ফুটবল ভক্তরা অপেক্ষায় থাকে কবে শুরু হবে কোপা আমেরিকা। কেননা দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত জনপ্রিয় এই টুর্নামেন্টটি তে অংশগ্রহণ করে ব্রাজিল, আর্জেন্টিনা প্যারাগুয়ে, উরুগুয়ের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলগুলি। কোপা আমেরিকা ২০২৪ এবারের আসরে অংশগ্রহণ করেছে সর্বমোট ১৬ টি দল। কোপা আমেরিকার এবারের আসরটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ১৪ টি ভেনুতে। কোপা আমেরিকা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চলুন জেনে আসি কোপা আমেরিকা ২০২৪ পূর্ণাঙ্গ সময় সূচি।
কোপা আমেরিকা ২০২৪ গ্রুপ
কোপা আমেরিকায় অংশগ্রহণকারী ১৬ টি দল চারটে গ্রুপ ( এ,বি, সি, ডি) ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্বের ম্যাচ।
গ্রুপের নাম | দল |
---|---|
এ” গ্রুপ | আর্জেন্টিনা, চিলি, কানাডা, পেরু |
বি” গ্রুপ | ভেনিজুয়েলা, ইকুয়েডর, মেক্সিকো, জামাইকা |
সি” গ্রুপ | বলিভিয়া, উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, পানামা |
ডি” গ্রুপ | ব্রাজিল, কোস্টারিকা, কলম্বিয়া, প্যারাগুয়ে |
★ কোপা আমেরিকা সময় সূচি ২০২৪ গ্রুপ পর্ব
২১শে জুন, শুক্রবার | |||
---|---|---|---|
আর্জেন্টিনা | ২-০ | কানাডা | |
২২শে জুন, শনিবার | |||
পেরু | ০-০ | চিলি | |
২৩শে জুন, রবিবার | |||
ইকুয়েডর | ১-২ | জ্যামাইকা | |
মেক্সিকো | ১-০ | ভেনেজুয়েলা | |
২৪শে জুন, সোমবার | |||
যুক্তরাষ্ট্র | ২-০ | বলিভিয়া | |
উরুগুয়ে | ৩-১ | পানামা | |
২৫শে জুন, মঙ্গলবার | |||
কলম্বিয়া | ২-১ | প্যারাগুয়ে | |
ব্রাজিল | ০-০ | কোস্টারিকা | |
২৬শে জুন, বুধবার | |||
পেরু | ০-১ | কানাডা | |
আর্জেন্টিনা | ১-০ | চিলি | |
২৭শে জুন, বৃহস্পতিবার | |||
ইকুয়েডর | ৩-১ | জ্যামাইকা | |
মেক্সিকো | ০-১ | ভেনেজুয়েলা | |
২৮শে জুন, শুক্রবার | |||
যুক্তরাষ্ট্র | ১-২ | পানামা | |
উরুগুয়ে | ৫-০ | বলিভিয়া | |
২৯শে জুন, শনিবার | |||
কলম্বিয়া | ৩-১ | কোস্টারিকা | |
ব্রাজিল | ৪-১ | প্যারাগুয়ে | |
৩০শে জুন, রবিবার | |||
আর্জেন্টিনা | ২-০ | পেরু | |
কানাডা | ০-০ | চিলি | |
পহেলা জুলাই, সোমবার | |||
মেক্সিকো | ০-০ | ইকুয়েডর | |
জ্যামাইকা | ০-৩ | ভেনেজুয়েলা | |
২রা জুলাই, মঙ্গলবার | |||
বলিভিয়া | ১-৩ | পানামা | |
যুক্তরাষ্ট্র | ০-১ | উরুগুয়ে | |
৩রা জুলাই, বুধবার | |||
ব্রাজিল | ০-০ | কলম্বিয়া | |
কোস্টারিকা | ২-১ | প্যারাগুয়ে |
১৬ টি দলের মুখোমুখি লড়াইয়ে ২১ জুন থেকে শুরু হয়ে ৩ জুলাই পর্যন্ত চলতে থাকবে কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচগুলি। চারটি গ্রুপ থেকে পয়েন্টের শীর্ষে থাকা দুটি করে দল নিয়ে ৮ টি দলের সমন্বয়ে আগামী ৫ জুলাই থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল কোপা আমেরিকা ২০২৪।
★কোপা আমেরিকা সময় সূচি ২০২৪ কোয়াটার ফাইনাল
৫ই জুলাই, শুক্রবার | |||
---|---|---|---|
আর্জেন্টিনা | ১ (৪)- ১ (২) | ইকুয়েডর | |
৬ই জুলাই, শনিবার | |||
ভেনেজুয়েলা | ১ (৩)- ১ (৪) | কানাডা | |
০৭ই জুলাই, রবিবার | |||
কলম্বিয়া | ৫-০ | পানামা | |
উরুগুয়ে | ০ (৪)- ০ (২) | ব্রাজিল |
নক আউট পর্ব ( কোয়ার্টার ফাইনাল) থেকে ৪টি দল নিয়ে আগামী ১০ জুলাই থেকে শুরু হবে কোপা আমেরিকা সেমিফাইনাল ২০২৪।
★কোপা আমেরিকা সময় সূচি ২০২৪ সেমিফাইনাল
১০ই জুলাই, বুধবার | |||
---|---|---|---|
আর্জেন্টিনা | ২-০ | ||
১১ই জুলাই, বৃহস্পতিবার | |||
উরুগুয়ে | ০-১ | কলম্বিয়া | |
১৪ই জুলাই, রবিবার ( তৃতীয় পক্ষ নির্ধারণ ) | |||
কানাডা | সকাল ৬ টায় | উরুগুয়ে |
আগামী মাসের ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরে শুরু হবে কোপা আমেরিকার ৪৮ তম আসরের ফাইনাল ম্যাচ। ইতিমধ্যে অপারাজিত আর্জেন্টিনাকে কোন ভাবেই থামানো যাচ্ছে না। এবারে গ্রুপ পর্বে আসরে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে কোয়াটার ফাইনালে ইকুয়েডোরের সাথে ড্রা করে টাইব্রেকারে ৪-২ গোল ব্যাবধানে জয়ী হয়ে সেমি ফাইনালে কানাডাকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে আসে আর্জেন্টিনা। চলুন দেখে আসি ২০২৪ কোপা আমেরিকার ফাইনালের সময় সূচি।
★কোপা আমেরিকা ২০২৪ ফাইনাল
১৫ই জুলাই, সোমবার | |||
---|---|---|---|
আর্জেন্টিনা | সকাল ৬ টায় | কলম্বিয়া |
★কোপা আমেরিকা ২০২৪ আর্জেন্টিনা ম্যাচের সময় সূচি
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কোপা আমেরিকা মানেই বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচগুলোর দিকে থাকে সবচেয়ে বেশি আকর্ষণ এজন্য খেলা ১৮ এর পক্ষ থেকে আমেরিকায় আর্জেন্টিনার খেলার সময় সূচি দেওয়া হলো।
গ্রুপ পর্বে প্রতিটি দল ৩ টি করে ম্যাচ খেলবে। ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২১ জুন, দ্বিতীয় ম্যাচ ২৬ জুন ও তৃতীয় ম্যাচ ৩০ জুন।
★কোপা আমেরিকা ব্রাজিল ম্যাচের সময় সূচি
গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন, দ্বিতীয় ম্যাচ ২৯ জুন ও তৃতীয় ম্যাচ ৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়ার সাথে ১-১ গোলে ড্রা করে কোয়াটার ফাইনালে গোল শূন্য ড্রা করে টাইব্রেকারে ৪-২ গোল ব্যাবধানে পরাজিত হয়ে ২০২৪ কোপা আমেরিকা জয়ের স্বপ্ন এখানেই থেকে যাই।