বাংলাদেশে হবে ২০২৪ সালের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। এতে অংশ নেবে মোট ১০টি দল। আসরে ম্যাচ হবে ২৩টি।
পুরুষ ক্রিকেটাদের পাশাপাশি নারী ক্রিকেটারদের ও ব্যস্ত সময় ম্যাচের মধ্যে পার করতে হবে। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আয়োজন করবে বাংলাদেশ। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ইংল্যান্ডের বার্মিংহামে চলমান বার্ষিক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানায়। – ২০২৪ সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। 2024 women’s T20 world cup host in Bangladesh
ইতিমধ্যে শুরু বাংলাদেশ না। ২০২৫ সালে নারী ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ২০২৬ সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে ও শ্রীলঙ্কা নারী দল যদি বাছাই পর্ব শেষ করে উঠতে পারে তাহলে ২০২৭ সালে চ্যাম্পিয়ান ট্রফি আয়োজন করবে শ্রীলঙ্কা।
বাংলাদেশে অনেক দিন ধরে কোন ধরনের টুনামেন্টে আয়োজন করতে পারছিল না। র্বোড সভাপতি নাজমুল হাসান পাপনের বহুল পরি চেষ্টায় অবশেষে ক্রিকেটের সর্ব্বোচ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিদের্শনায় নারী বিশ্বকাপের সময়সূচি অনুযায়ী চলতি বছরে ২০২৪ সালে সেপ্টেম্বর থেকে অক্টোবরে নারী টি২০ বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। – ২০২৪ সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। 2024 women’s T20 world cup host in Bangladesh
আরো পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি
এর আগে শেষবার বাংলাদেশ আয়োজন করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ সালে। বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার সুভাগের বিষয়। বাংলাদেশের ক্রিকেট র্বোড (বিসিবির) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছে,
অনেক দিন ধরেই চেষ্টা করা হচ্ছিল বাংলাদেশে কোন বিশ্বকাপ টুনামেন্টে আয়োজন করার। কিন্তু কোন ভাবেই এটা সফল করা যাচ্ছি না। এখন আমরা খুশি আগামী ২০২৪ সালে টি টুয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশে আয়োজন করবো। কিন্তু আমাদের জন্য টুনামেন্টেটা একটু দেরিতে হলে ভালোই হতো তাহলে শেখ হাসিনা স্টেডিয়ামে খেলা যেতো।
বাংলাদেশের নারী ক্রিকেট দল এই সংবাদে খুশি। এই প্রসঙ্গে বাংলাদেশর নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন,
” খবরটা শোনার পরে আমি রোমাঞ্চিত। কারন নিজ দেশে বিশ্বকাপ খেলার মতো সবার সৌভাগ্য হয় না। নিজের দেশে একটি বারতি সুবিধা তাকে, যা দলকে বুষ্ট আপ করতে সাহায্য করে। “