সৌদি আরব ফুটবল টিম ২০২৩ – এবারের কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলাতে সৌদি আরব পড়েছে গ্রুপ – সি তে যেখানে আছে আর্জেন্টিনা ও মেক্সিকোর মতো শক্ত প্রতিপক্ষ, তবে আসরটা যে বিশ্বকাপ তাই সৌদি আরব ফুটবল দল নিয়েও হচ্ছে অনেক চর্চা সেই জন্য এই আর্টিকেলে ২০২২ সালে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের নাম গুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো । ফিফা ফুটবল টিম র্যাংকে সোদি আরব ফুটবল টিমের অবস্থান ৫১ তম সুতরাং তারা বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্য টিমের থেকে তুলনামূলক কম শক্তিশালী।কিন্ত ফুটবল বিশ্বকাপে কোন দলকে খাটো করে দেখার উপায় নেই সেটা ফুটবল ভক্তরা কম বেশি জানে, যদি দেখেন নর্থ মেসোডনিয়ার কাছে হেরে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ান ইতালি ২০২২ বিশ্বকাপে কোলিফাই করতে পারেনি, সুতরাং ফুটবলে কোন দলই ছোট না।
সৌদি আরব ফুটবল টিম ও প্লেয়ারদের নাম
সৌদি আরবের জাতীয় ফুটবল ফেডারেশনের সাথে এক ঝাক তারকা ফুটবলার চুক্তিবদ্ধ আছেন, আর এই টিমটা সৌদি আরবের অন্য সময়ের থেকে বেশি স্ট্রং । যারা সৌদি ফুটবলকে ভালো অবস্থানে নিয়ে এসছে, এই টিমে নতুন কিছু খেলোয়াড় আছে যারা এবারের বিশ্বকাপ স্কোয়ার্ডে জাইগা পেতে যাচ্ছেন।সৌদি আরব ফুটবল টিম ২০২৩
Mohammed Al-Rubaie – মোহম্মাদ আল-রুবাই ( গোলরক্ষক ) Mohammed Al-Owais – মোহম্মাদ আল-ওয়াইস ( গোলরক্ষক ) Amin Al-Bukhari – আমিন আল-বুখারী ( গোলরক্ষক ) নাওয়াফ আল-আকাইদি ( গোলরক্ষক) আব্দুলাহ আল-আমরি ( সেন্টার ব্যাক খেলোয়াড় ) আব্দুলাহ মাদু – ( সেন্টার ব্যাক খেলোয়াড় ) হাসান তাম্বাকতি ( সেন্টার ব্যাক খেলোয়াড় ) আলি আল বোলেহি ( সেন্টার ব্যাক খেলোয়াড় ) ইয়াসের আল-শাহরানী ( লেফট ব্যাক ফুটবলার ) আহমেদ বামসাউদ ( লেফট ব্যাক ফুটবলার ) নাসের আল-দাউসারি ( লেফট ব্যাক ফুটবলার ) জাকারিয়া আল-হাউসাভি ( লেফট ব্যাক ফুটবলার ) সুলতান আল-ঘানাম ( রাইট ব্যাক ফুটবলার ) মুহাম্মাদ আল-বুরাইক ( রাইট ব্যাক ফুটবলার ) সৌদ আব্দুল হামিদ ( রাইট ব্যাক ফুটবলার ) আলি আল-হাসান ( ডিফেন্সিভ মিডফিল্ডার ) আব্দুলাহ ওতাইফ ( ডিফেন্সিভ মিডফিল্ডার ) রিয়াদ শরহিলি ( ডিফেন্সিভ মিডফিল্ডার ) মোহাম্মদ কান্নহ ( সেন্ট্রাল মিডফিল্ডার ) আব্দুলাহ আল-মালকি ( সেন্ট্রাল মিডফিল্ডার ) সালমান আল-ফারাজ ( সেন্ট্রাল মিডফিল্ডার ) আরো পড়ুন: পর্তুগাল জাতীয় ফুটবল দলসৌদি আরব ফুটবল টিমের অ্যাটাকিং মিডফিল্ডারদের নাম
সৌদি আরব ফুটবল দলের এমন কিছু অ্যাটাকিং মিডফিল্ডা র আছে যারা বিশ্বমানের, মিডফিল্ডারা খেলার মধ্যেমাঠ নিয়ত্রন করে কিন্ত অ্যাটাকিং মিডফিল্ডাররা মধ্যমাঠ নিয়ত্রনের পাশাপাশি প্রতিপক্ষের জালে গোল দেওয়ার চেস্টা করে, এবং স্ট্রাইকারদের জন্য অনেক সুযোগ করে দিতে সহায়তা করে।- সামি আল নায়েজ ( অ্যাটাকিং মিডফিল্ডার )
- নাওয়াফ আল-আবেদ ( অ্যাটাকিং মিডফিল্ডার )
- সালেম আল সাউসারী ( লেফট উইংগার )
- আব্দুল রহমান আল ওবুদ ( রাইট উইঙ্গার )
- হানাত বাহেবরি ( রাইট উইংগার )
- আইয়ান ইয়াহিয়া ( রাইট উইংগার)
- ফাহাদ আল-মুওল্লাদ ( রাইট উইংগার)
সৌদি আরব ফুটবল টিমের ফরোয়ার্ড
- ফিরাস আল-বুরাইকান ( ফরোয়ার্ড ) সৌদি আরব
- সেলহ আল-সেহেরি ( ফরোয়ার্ড ) সৌদি আরব
- হাইথাম আসিরি ( ফরোয়ার্ড ) সৌদি আরব
- আব্দুলাহ আল হামদান ( ফরোয়ার্ড ) সৌদি আরব
- আব্দুলাহ রাদিফ ( ফরোয়ার্ড ) সৌদি আরব