সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ বিপিএল ২০২৩ ম্যাচটি শুরু হবে আজ(৯ জানুয়ারি) দুপুর ১:৩০ মিনিটে।আজকের ম্যাচে সিলেট স্ট্রাইকার টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান বনাম সিলেট স্ট্রাইকার্স এর যাবতীয় ম্যাচ রিপোর্ট পেতে চোখ রাখুন খেলা ১৮ এর পাতায়।
আজ বিপিএল শুরুর চতুর্থ দিনে পঞ্চম ম্যাচে দুপুর ১ টা ৩০ মিনিটে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান বনাম সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার আজ নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে। মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বে সিলেট স্ট্রাইকার নিজেদের প্রথম দুটি ম্যাচেই জয় পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ অবস্থান করছে। সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আট উইকেটের বড় ব্যবধানে জয় লাভ করেছিল এরপরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের সাথে ১৯৫ রানের টার্গেটে ব্যাটিং করে ছয় উইকেটের ব্যবধানে জয় লাভ করে। ফলে সিলেট স্ট্রাইকার পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে।অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান নিজেদের প্রথম ম্যাচের রংপুর রেঞ্জার্স এর কাছে ৩৪ রানে হেরে পয়েন্ট তালিকার নিচের দিক অবস্থান করছে। ফলে আজকের ম্যাচে সিলেটের সাথে জয়ের জন্য গতবারের চ্যাম্পিয়নরা চেষ্টা করবে সর্বোচ্চ।
সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স টস ফ্যাক্ট
আজকে সিলেট বনাম কুমিল্লা ম্যাচে টসে জয় লাভ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আজকের ম্যাচে টসে জয়লাভকারী দল পিচ সুবিধা নিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে। কারণ শিশির ভেজা পিছে প্রথম পাঁচ ওভার ফাস্ট বোলাররা সুবিধা পাবে এ কারণে আজকের ম্যাচে যে দলই টসে জয়লাভ করবে সেদল ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে।
আজকের ম্যাচে সিলেট স্ট্রাইকারসের একাদশ
১.মোহাম্মাদ হারিস
২.নাজমুল হোসেন শান্ত
৩.তৌহিদ হৃদয়
৪.জাকির হাসান
৫.মুশফিকুর রহিম
৬.থিসারা পেরেরা
৭.আকবর আলি
৮.ইমাদ অসীম
৯.মোহাম্মদ আমির
১০রেজাউর রহমান রাজা
১১.মাশরাফি বিন মর্তুজা
আরো পড়ুন: বিপিএল ২০২৩ সময়সূচী
আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ
১.সৈকত আলী
২.লিটন দাস
৩.দাউদ মালান
৪.ইমরুল কায়েস
৫.মোসাদ্দেক হোসেন সৈকত
৬.মুহাম্মদ নবী
৭.জাকের আলি
৮.খুশদিল শাহ
৯.মুস্তাফিজুর রহমান
১০. আবু হাইদার রনি
১১.ফজল হক ফারুকী
সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ
সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ খেলা দেখতে দারাজ অ্যাপ অথবা নাগরিক টেলিভিশনের পর্দায় চোখ রাখুন। এবারের বিপিএল নবম আসরের লাইভ টেলিকাস্ট সত্তা তারাই কিনেছে।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)