সিলেট সানরাইজার্সের খেলোয়াড় 2023 সহ বিপিএলের যাবতীয় আপডেট নিউজ পেতে নিয়মিত চোখ রাখুন খেলা ১৮ এর পাতায়। ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসর। এবার বিপিএলে অংশগ্রহণ করতে মোট ৭ টি দল যার মধ্যে সিলেট স্ট্রাইকার্স অন্যতম। সিলেট স্ট্রাইকার্স বিপিএলে এখনো পর্যন্ত ৭টি আসরে অংশগ্রহণ করলেও চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল।
তবে বিপিএলের এবারে আসরে(২০২৩) সিলেট স্ট্রাইকার্স মাশরাফি বিন মর্তুজা কে দলের ক্যাপ্টেন করে শক্তিশালী দল গঠন করেছে। দলটির বিদেশি কোটায় রয়েছে পাকিস্তানের চ্যাম্পিয়ন বোলার মোহাম্মদ আমির, ব্যাটসম্যান মোহাম্মদ হারিস, ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান টম মরিচ,শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, জিম্বাবুয়ের মারকাটার ব্যাটসম্যান রায়ান বার্ল, পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ অসীমসহ আরো অনেকে এছাড়াও সিলেটের দেশীয় তারকাদের ভিতরে রয়েছে স্পিড স্টার রুবেল হোসাইন, ট্যালেন্টেড ব্যাটসম্যান মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত। চলুন দেখে আসি বিপিএল ২০২৩ সিলেট স্ট্রাইকার্স খেলোয়াড় তালিকা।
দলের নাম | সিলেট স্ট্রাইকার্স ~ Sylhet Strikers |
মালিক | ফিউচার স্পোর্টস বাংলাদেশ |
হেড কোচ | মোহাম্মদ রাজিন সালে |
আইকন প্লেয়ার | মাশরাফী বিন মোর্ত্তজা |
প্রতিষ্ঠিত | ২০১২~ ১১ বছর আগে |
অধিনায়ক | মাশরাফী বিন মোর্ত্তজা |
সিলেট স্ট্রাইকার্স খেলোয়াড় 2023 Sylhet Strikers Squad BPL 2023
সিলেট স্ট্রাইকার্স বিপিএলের প্রথম আসর (২০১২) থেকে খেলে আসলেও ফাইনালে উঠতে পারিনি একবারো দলটির সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল।সিলেটি স্ট্রাইকার্স এবারে আসরে দেশ সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা কে আইকন প্লেয়ার করে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করেছে। দলটির পূর্ণ সদস্যের স্কোয়াড দেখলেই বোঝা যায় কতটা ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে। দলটির বোলিং ডিপার্টমেন্টে নেতৃত্ব দিবেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেই সাথে থাকবেন দেশের আরেক অভিজ্ঞ ফাস্ট বোলার রুবেল হোসাইন ও পাকিস্তানের তারকা বোলার মোহাম্মদ আমির।
সিলেটি স্ট্রাইকারস ব্যাটসম্যান হিসেবে দলে রেখেছে দেশীয় তারকা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়দের মতো ক্রিকেটার। সাথে আছে জিম্বাবুয়ান মারকাটারি ব্যাটসম্যান রায়ান বার্ল,পাকিস্তানের মোহাম্মদ হারিস, নেদারল্যান্ডসের কলিন একেরম্যান। সিলেট স্ট্রাইকার এর সবচেয়ে শক্তিশালী দিক হলো অলরাউন্ডার, কারণ এই দলটিতে আছে থিসারা পেরেরা,কামিন্দু মেন্ডিস ,গুলবাদিন নাইব,ধনানঞ্জয়া ডি সিলভাদের মতো নাম।
সিলেট স্ট্রাইকার্সের দেশী খেলোয়াড় 2023
খেলোয়াড় নাম | ভূমিকা |
মাশরাফী বিন মোর্ত্তজা | বোলার |
মুশফিকুর রহিম | ব্যাটসম্যান ( WK ) |
নাজমুল হোসেন শান্ত | ব্যাটসম্যান |
রুবেল হোসেন | বোলার |
তৌহিদ হৃদয় | ব্যাটসম্যান |
রেজাউর রহমান রাজা | বোলার |
শামসুর রহমান | ব্যাটসম্যান |
জাকির হাসান | ব্যাটসম্যান |
আকবর আলী | ব্যাটসম্যান |
মোহাম্মদ শরিফুল্লাহ | অলরাউন্ডার |
রেজাউর রহমান রাজা | বোলার |
নাবিল সামাদ | বোলার |
নাজমুল হোসেন অপু | বোলার |
তানজিম হাসান সাকিব | বোলার |
আরো পড়ুন: বিপিএল ২০২৩ সময়সূচী
সিলেট স্ট্রাইকার্সের বিদেশী খেলোয়াড় তালিকা 2023
খেলোয়াড় নাম | ভূমিকা | দেশ |
মোহাম্মদ আমির | বোলার | পাকিস্থান |
মোহাম্মদ হারিস | ব্যাটসম্যান | পাকিস্থান |
ইমাদ ওয়াসিম | অলরাউন্ডার | পাকিস্থান |
ধনাঞ্জয়া ডি সিলভা | অলরাউন্ডার | শ্রীলঙ্কা |
থিসারা পেরেরা | অলরাউন্ডার | শ্রীলঙ্কা |
কামিন্ডু মেন্ডিস | অলরাউন্ডার | শ্রীলঙ্কা |
টম মুরেজ | ব্যাটসম্যান ( WK ) | ইংল্যান্ড |
গুলবাদিন নায়েব | ব্যাটসম্যান | আফগানিস্থান |
রায়ান বার্ল | ব্যাটসম্যান | জিম্বাবুয়ে |
কলিন অ্যাকারম্যান | ব্যাটসম্যান | নেদারল্যান্ডস |
★সিলেট স্ট্রাইকার্স কোচ বিপিএলের এবারে আসরে সিলেট স্ট্রাইকার্স এর কোচ হিসেবে থাকছে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রাজিন সালে।
★সিলেট স্ট্রাইকার্স দলের মালিক সিলেট স্ট্রাইকার্স দলের মালিক ফিউচার স্পোর্টস বাংলাদেশ।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)