সিলেট বনাম রংপুর লাইভ, সিলেট সানরাইজার্স বনাম রংপুর রাইডার্স লাইভ ম্যাচ বিপিএল ২০২৩,ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২.০০ টা থেকে। বিপিএল ২০২৩ এ ঢাকা ও চট্টগ্রাম পর্ব ঘুরে এবার এসেছে সিলেট পর্ব। সিলেট পর্বে আজকে(শুক্রবার) প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্স মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এর বিপক্ষে। সিলেট সানরাইজার্স বনাম রংপুর রাইডার্স আজকের ম্যাচে রংপুর রাইডার্স টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ব্যাট করছে সিলেট সানরাইজার্স। রংপুর রাইডার্স বনাম সিলেট সানরাইজার্স লাইভ ম্যাচটি খেলা ১৮ এর পাতায় সরাসরি স্কোর দেখানো হচ্ছে।
সিলেট বনাম রংপুর লাইভ
→সিলেট সানরাইজার্স বনাম রংপুর রাইডার্স
→ সিলেট সানরাইজার্স : ৯২ / ৯ ( ২০ ওভার )
→রংপুর রাইডার্স : ( ৯৩ / ৪ ( ১৫.৪ ওভার )
→ফলাফল : রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়ী
সিলেট সানরাইজার্স বনাম রংপুর রাইডার্স আজকের ম্যাচের টস ফ্যাক্ট
বিপিএল ২০২৩ ঢাকা ও চট্টগ্রাম পর্ব ঘুরে শুরু হয়েছে সিলেট পর্ব। কিন্তু শীতকালে রাতে প্রচুর শিশির পড়ার ধারা অব্যাহত রয়েছে। এ সময় রাতে প্রচুর শিশির পড়ায় পিচ থাকে অনেকটা ভেজা। ভেজা পিছে দিনের প্রথম খেলায় প্রথমে বোলিং করা দল পিস থেকে প্রথমদিকে কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে থাকে। পিচ থেকে পাওয়া এই অ্যাডভান্টেজ কাজে লাগাতে টসে জেতা দল বেশিরভাগ ক্ষেত্রে আগে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছে। এ কারণে সিলেট সানরাইজার্স বনাম রংপুর রাইডার্স লাইভ আজকের ম্যাচে টস হতে পারে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। চলুন জেনে আসি সিলেট সানরাইজার্স বনাম রংপুর রাইডার্স দু’দলের আজকের একাদশ।
সিলেট সানরাইজার্সের একাদশ আজকের ম্যাচে
সিলেট সানরাইজার্স এবার বিপিএলে যেন লাগামহীন ঘোড়া। কোনভাবেই থামানো যাচ্ছে না সিলেট সানরাইজার্স কে। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সিলেট সানরাইজার্স এবার বিপিএলে এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬টিতেই জয়লাভ করে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে অবস্থান করছে। চলুন দেখে আসি আজকের ম্যাচে সিলেট সানরাইজার্সের একাদশ।
১. মাশরাফি বিন মর্তুজা ( C )
২. টম মরিস
৩. নাজমুল হোসেন শান্ত
৪.জাকির হাসান
৫.মুশফিকুর রহিম
৬. তৌহিদ হৃদয়
৭. তানজিম হাসান সাকিব
৮. থিসারা পেরেরা
৯. ইমাদ অসীম
১০. মোহাম্মদ আমির
১১. রেজাউর রহমান রাজা
আরো পড়ুন: বিপিএলে কে কতবার কাপ নিয়েছে জানুন
রংপুর রাইডার্স এর একাদশ আজকের ম্যাচে
এবার বিপিএলের রংপুর রাইডার্স তরুণ ক্রিকেটার নুরুল হাসান সমান কে দিয়ে অধিনায়কত্ব শুরু করলেও পরবর্তীতে রংপুর রাইডার্সের অধিনায়ক মালিক। রংপুর রাইডার্স এবার বিপিএলে এখনো পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে তিনটি জয় ও তিনটি পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার ঠিক চার নম্বর অবস্থান করছে। চলুন দেখে আসি আজকের ম্যাচের রংপুর রাইডার্স এর সেরা একাদশ।
১. নুরুল হাসান সোহান ( C )
২. নাইম শেখ
৩. মেহেদী হাসান
৪. শামীম হোসেন
৫. হাসান মাহমুদ
৬. রনি তালুকদার
৭. রবিউল হক
৮. শোয়েব মালিক
৯. মোহাম্মাদ নেওয়াজ
১০. হারিস রউফ
১১. আসমাতুল্লাহ ওমরজাই
আরো পড়ুন: বিপিএল ২০২৩ সময়সূচী
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ )