সিলেট বনাম রংপুর লাইভ ম্যাচ বিপিএল ২০২৩, বিপিএলের এবারের আসরে সেমিফাইনালে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সিলেট বনাম রংপুর। ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে। সিলেট বনাম রংপুর আজকের ম্যাচে যে দল জয়লাভ করবে আগামী ১৬ই ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে ফাইনাল খেলবে সেই দল। সিলেট বনাম রংপুর আজকের ম্যাচে রংপুর রাইডার্স টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এখন ব্যাটিং করছে সিলেট সানরইজার্স। সিলেট বনাম রংপুর লাইভ ম্যাচটির স্কোর খেলা ১৮ এর পাতায় সরাসরি আপডেট দেয়া হচ্ছে।
সিলেট বনাম রংপুর লাইভ
→সিলেট সানরাইজার্স বনাম রংপুর রাইডার্স
→ সিলেট সানরাইজার্স : ১৮২ / ৭ ( ২০ ওভার )
→রংপুর রাইডার্স : ১৬৩ / ৮ ( ২০ ওভার )
→ফলাফল : সিলেট সানরাইজার্স ১৯ রানে জয়ী
সিলেট বনাম রংপুর আজকের ম্যাচের টস ফ্যাক্ট
গত দিন (১২ই ফেব্রুয়ারি) বিপিএল ২০২৩ এর প্রথম দুই কোয়ালিফায়ার ম্যাচেই (ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স এবং সিলেট সানরাইজার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ) পরে ব্যাটিং করা দল জয় লাভ করছে । এবং দুটি ম্যাচেই টসে জয়ী দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে যা ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করেছে। আসলে এবার বিপিএল ২০২৩ পুরোপুরি শীতকালে অনুষ্ঠিত হওয়ায় শিশির পড়ার বিষয়টি ভাবাচ্ছে অধিনায়কদের, কেননা বিশেষ করে রাতের খেলায় বেশি শিশির পড়ায় শেষের দিকে পিচ থাকে অনেকটা ভেজা। আর এমন ভেজা পিছে রাতে বোলিং করতে সমস্যায় পড়ে বোলাররা। কেননা মাঠ ও পিচ ভেজা থাকায় বোলাররা বল ঠিকমতো গ্রিপ করতে পারে না। ফলে বেশিরভাগ ম্যাচে টসে জয়ী দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছে।
সিলেট সানরাইজার্স এর একাদশ আজকের ম্যাচের
সিলেট সানরাইজার্স এবার বিপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কাছে ৪ উইকেটে পরাজিত হয়েছিল। ফলে সিলেট সানরাইজার্স কে ফাইনালে যেতে হলে রংপুর রাইডার্স এর বিপক্ষে জিততে হবে আজকের ম্যাচে। সিলেট সানরাইজার্স সেমিফাইনালের জন্য নতুন করে দলে অন্তর্ভুক্ত করেছে সাউথ আফ্রিকান অলরাউন্ডার জর্জ লেন্ড ও শ্রীলংকান ফার্স্ট বোলার ইসুরুউদানাকে। তবে এ দুই নতুন ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ অসীম এর অভাব কতটা পূরণ করতে পারবেন সেটা দেখার বিষয়। চলুন দেখে আসি আজকের ম্যাচে সিলেট সানরাইজার্সের একাদশ।
১. মাশরাফী বিন মোর্ত্তজা ( C )
২. নাজমুল হোসেন শান্ত
৩. জাকির হাসান
৪. তৌহিদ হৃদয়
৫. জর্জ লিন্ডে
৬. থিসারা পেরেরা
৭. লুক উড
৮. মুশফিকুর রহিম
৯. তানজিম হাসান সাকিব
১০. রুবেল হোসেন
১১. রায়ান বুর্ল
রংপুর রাইডার্স এর একাদশ আজকের ম্যাচের
রংপুর রাইডার্স কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশাল কে ৪ উইকেটে হারিয়ে অনেকটা আত্মবিশ্বাসী রূপে আজকের ম্যাচে মুখোমুখি হবে সিলেটের বিপক্ষে। রংপুর রাইডার্স বনাম সিলেট সানরাইজার্স আজকের ম্যাচ থেকে জযী দল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সাথে বিপিএল ২০২৩ এর ফাইনাল। রংপুর রাইডার্স শিবিরে আজকে ম্যাচে বিদেশি কোটায় দেখা যাবে নিকোলাস পুরান, দানুস শানাকা, ব্রাভো, মুজিবুর রহমানদের মত টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার চলুন দেখে আসি আজকের ম্যাচে রংপুর রাইডার্স এর খেলোয়াড় তালিকা।
১. নুরুল হাসান সোহান ( C )
২. রনি তালুকদার
৩. মাহেদী হাসান
৪. শামীম হোসেন
৫. হাসান মাহমুদ
৬. স্যাম বিলিংস
৭. নিকোলাস পুরান
৮. ডোইন ব্রাভো
৯. অ্যারন জোন্স
১০. রাকিবুল হাসান
১১. দানুস শানাকা
আরো পড়ুন: বিপিএলে সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট জানুন
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)