সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সময় সূচি ২০২২ , সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সময়সূচী ২০২২
সাফ অনূর্ধ্ব ২০ কবে শুরু হবে?
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সময় সূচি ২০২২ , সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সময়সূচী ২০২২ অনুযায়ী – আগামী জুলাই মাসের ২৫ তারিখ নেপাল ও মালদ্বীপের ম্যাচ দিয়ে ভারতের কলিঙ্গ স্টেডিয়ামে এর ২০২২ সালের আসরের পর্দা উঠবে। পাঁচটি দল নিজেদের শ্রেষ্ঠের লড়ায়ে একটি ট্রফির জন্য লড়বে।
সাফ ম্যাচ নং |
তারিখ |
ফিক্সচার (সাফ২০) 2022 |
সময় |
সাফ অনূর্ধ্ব ২০ ভেন্যু |
১ | জুলাই ২৫ | নেপাল vs মালদ্বীপ | ০৪ঃ০০ মিঃ | কলিঙ্গ স্টেডিয়াম |
২ | জুলাই ২৫ | শ্রীলঙ্কা vs বাংলাদেশ | ০৮ঃ০০ মিঃ | কলিঙ্গ স্টেডিয়াম |
৩ | জুলাই ২৭ | বাংলাদেশ vs ভারত | ০৪ঃ০০ মিঃ | কলিঙ্গ স্টেডিয়াম |
৪ | জুলাই ২৭ | নেপাল vs শ্রীলঙ্কা | ০৮ঃ০০ মিঃ | কলিঙ্গ স্টেডিয়াম |
৫ | জুলাই ২৯ | ভারত vs শ্রীলঙ্কা | ০৪ঃ০০ মিঃ | কলিঙ্গ স্টেডিয়াম |
৬ | জুলাই ২৯ | মালদ্বীপ vs বাংলাদেশ | ০৮ঃ০০ মিঃ | কলিঙ্গ স্টেডিয়াম |
৭ | জুলাই ৩১ | শ্রীলঙ্কা vs মালদ্বীপ | ০৪ঃ০০ মিঃ | কলিঙ্গ স্টেডিয়াম |
৮ | জুলাই ৩১ | নেপাল vs ভারত | ০৮ঃ০০ মিঃ | কলিঙ্গ স্টেডিয়াম |
৯ | আগস্ট ২ | নেপাল vs বাংলাদেশ | ০৪ঃ০০ মিঃ | কলিঙ্গ স্টেডিয়াম |
১০ | আগস্ট ২ | ভারত vs মালদ্বীপ | ০৮ঃ০০ মিঃ | কলিঙ্গ স্টেডিয়াম |
সাফ অনূর্ধ্ব ২০ | ফাইনাল | |||
১১ | আগস্ট ৫ | চ্যাম্পিয়ন১ vs চ্যাম্পিয়ন২ | TBD | কলিঙ্গ স্টেডিয়াম |
কাতার বিশ্বকাপের সময়সূচি ২০২২
সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নশিপ ২০২২ কয়টি দল খেলবে?
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মোট পাঁচটি (৫) দল খেলবে। এর আগে আরো বেশি দল সাফ চ্যাম্পিয়নচীপ মাতালেও এবারের আসরে পাঁচটি দলি খেলবে। পাঁচটি দল হলোঃ ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ। আফগানিস্তান ও ভুটান খেলার কথা থাকলেও এই আসরে তারা সুযোগ পাচ্ছে না। ফিফার নিশ্চিত না করার সাফের অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপে খেলতে পারবে না পাকিস্তান।
সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ কোন ভেন্যু তে খেলা হবে?
সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের সময়সূচি ২০২২ অনুযায়ী এশিয়ার দেশ ভারতে আয়োজন করা হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ২০২২ সালের আসরের ভেন্যু হবে ভারতের কলিঙ্গ স্টেডিয়াম। সাফের এই টুনামেন্টের জন্য এই মাঠ নিধারিত করা হয়েছে, কিন্তু মাঠটি ভারতের অন্যতম প্রধান হকি স্টেডিয়াম এর কারনে বেশি পরিচিত। সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচ এই স্টেডিয়ামে আয়োজন করা হবে।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সময় সূচি ২০২২ , সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সময়সূচী ২০২২
সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ ২০২২ কোথায় লাইভ দেখা যাবে?
সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখার জন্য কোনো টিভি চ্যালেনকে Broadcast partner করেনি। অর্থাৎ সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপি ফেসবুকে লাইভ দেখা যাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে।