সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় 2023। এবারের আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ এর ১৬ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছর মার্চের দিকে। আইপিএলের এবারের আসরে অংশগ্রহণ করছে মোট ১০টি দল, তারমধ্যে সানরাইজার হায়দ্রাবাদ অন্যতম।
দলের নাম | Sunrisers Hyderabad – সানরাইজার্স হায়দ্রাবাদ |
মালিক | কাশিবিশ্বনাথন শানমুগাম ( সান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ) |
প্রধান কোচ | ব্রায়ান লারা |
সহ: কোচ | সাইমন হেলমট |
অধিনায়ক | TBA |
অংশগ্রহণ করেছে | ১০ বার |
সর্বোচ্চ সাফল্য | ১ বার চ্যাম্পিয়ান ( ২০১৬ ) ১ বার রানার আপ ( ২০১৮) |
সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় 2023
সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির আইপিএলে অভিষেক ঘটে ২০১৩ সালে। তারপর থেকে এখনো পর্যন্ত (২০২২ সাল ) মোট ১০টি আসরে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে একবার (২০১৬) ও রানার আপ হয়েছে একবার ( ২০১৮)।
ফলে সানরাইজার্স হায়দ্রাবাদকে আইপিএলের অন্যতম সফল দলও বলা যায়। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের গত দুটি আসরে লিগ পর্ব থেকে বাদ যাওয়াই এবার শক্তিশালী দল গঠন করেছে। দলটিতে রয়েছে হ্যারি ব্রুক, হেন্ড্রিক্স ক্লাসিন, আইডেন মার্কারাম, রাহুল ত্রিপাঠীদের মত টি-টোয়েন্টির স্পেশালিস্ট ব্যাটসম্যান। আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের মূল শক্তি তাদের বোলিং লাইন আপ। দলটির বোলিং ডিপার্টমেন্টে আছেন ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, মার্কো জানসেন, থাংগারাসু নটরজন, ফারুকীদের মতো টি-টোয়েন্টির স্পেশালিস্ট বোলার। চলুন দেখে আসি এবার আইপিএলে ২০২৩ সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় তালিকা।
খেলোয়াড় | ভূমিকা | মূল্য ( রুপি ) | দেশ |
ভুবনেশ্বর কুমার | বলার | ৪ কোটি | ইন্ডিয়া |
আব্দুল সামাদ | অলরাউন্ডার | ৪ কোটি | ইন্ডিয়া |
রাহুল ত্রিপাঠি | ব্যাটসম্যান | ৮.৫ কোটি | ইন্ডিয়া |
অভিষেক শর্মা | অলরাউন্ডার | ৬.৫ কোটি | ইন্ডিয়া |
কার্তিক ত্যাগী | বলার | ৪ কোটি | ইন্ডিয়া |
থাংগারাসু নটরজন | বলার | ৪ কোটি | ইন্ডিয়া |
উমরান মালিক | বলার | ৪ কোটি | ইন্ডিয়া |
অনমোলপ্রীত সিং | ব্যাটসম্যান | ২০ লাখ | ইন্ডিয়া |
নিতিশ কুমার রেড্ডি | ব্যাটসম্যান ( WK ) | ২০ লাখ | ইন্ডিয়া |
মায়াঙ্ক দাগার | অলরাউন্ডার | ১.৮ কোটি | ইন্ডিয়া |
উপেন্দ্র যাদব | ব্যাটসম্যান ( WK ) | ২৫ লাখ | ইন্ডিয়া |
সানবীর সিং | অলরাউন্ডার | ২০ লাখ | ইন্ডিয়া |
সমর্থ ব্যাস | অলরাউন্ডার | ২০ লাখ | ইন্ডিয়া |
ভিভ্রান্ত শর্মা | অলরাউন্ডার | ২.৬ কোটি | ইন্ডিয়া |
মায়াঙ্ক মার্কান্ডে | বলার | ৫০ লাখ | ইন্ডিয়া |
মায়াঙ্ক আগরওয়াল | ব্যাটসম্যান | ৮.২৫ কোটি | ইন্ডিয়া |
অনমোলপ্রীত সিং | ব্যাটসম্যান | ২০ লাখ | ইন্ডিয়া |
গ্লেন ফিলিপস | ব্যাটসম্যান ( WK ) | ১.৫ কোটি | নিউজিল্যান্ড |
মার্কো জানসেন | অলরাউন্ডার | ৪.২ কোটি | সাউথ আফ্রিকা |
ফজলহক ফারুকী | বলার | ৫০ লাখ | আফগানিস্তান |
আকিয়াল হোসেন | বলার | ১ কোটি | ওয়েস্ট ইন্ডিজ |
আদিল রশিদ | বলার | ২ কোটি | ইংল্যান্ড |
হেইনরিচ ক্লাসেন | ব্যাটসম্যান ( WK ) | ৫.২৫ কোটি | সাউথ আফ্রিকা |
হ্যারি ব্রুক | ব্যাটসম্যান | ১৩.২৫ কোটি | ইংল্যান্ড |
এইডেন মারক্রাম | ব্যাটসম্যান | ২.৬ কোটি | সাউথ আফ্রিকা |
সানরাইজার্স হায়দ্রাবাদ দলের পরিসংখ্যান
আইপিএলের শুরুর আসরের দিকে সানরাইজের হায়দ্রাবাদ দলটি ছিল না। ২০১৩ সালে আইপিএলের ষষ্ঠ আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক ঘটে। তারপর থেকে দলটি এখনো পর্যন্ত ১০টি আসরে অংশগ্রহণ করে হয়েছে একবার চ্যাম্পিয়নও। আইপিএল ২০২৩ এর ১৬ তম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ বেশ শক্তিশালী দল গঠন করেছে বলা যায়। দলটিতে আছে ৮ বিদেশি ক্রিকেটারের সাথে ১৭ জন লোকাল ক্রিকেটার। সানরাইজার্স হায়দ্রাবাদের এবারের আসরের সবচেয়ে দামি ক্রিকেটার ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক ।
হ্যারি ব্রুককে দলে পেতে সানরাইজার্স হায়দ্রাবাদ খরচ করেছে ১৩.২৫ কোটি রুপি। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের এবারের আসরের ৫ ব্যাটসম্যানের সাথে রেখেছে ৪ উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়াও দলটি ৮ জন অলরাউন্ডার ও ৮ জন বোলার নিয়ে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রধান কোচ হিসেবে আছে ব্রায়ান লারা এবং সহকারী কোচ হিসেবে আছেন সাইমন হেলমট।
সানরাইজার্স হায়দ্রাবাদের নিলামের বিবরণী
আইপিএল ২০২৩ এ সানরাইজার্স হায়দ্রাবাদ সর্বমোট ২৫ জন খেলোয়াড় দলে নিয়েছে ৮৮.৪৫ কোটি রুপি ব্যয় করে। যেখানে রিটেনশন খেলোয়াড়ের জন্য ব্যয় করেছে ৫২.৭৫ কোটি রুপি। এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদ মিনি নিলামে খেলোয়াড়ের জন্য ব্যয় করেছেন ৩৫.৭০ কোটি রুপি।
রিটেনশন ব্যয় | ৫২.৭৫ কোটি |
নিলামে খরচ | ৩৫.৭০ কোটি |
হাতে আছে | ৬.৫৫ কোটি |
দেশী প্লেয়ার | ১৭ জন |
বিদেশী প্লেয়ার | ৮ জন |
সর্বমোট প্লেয়ার | ২৫ জন |
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)