মেক্সিকো জাতীয় ফুটবল দল ২০২৪, মেক্সিকো জাতীয় ফুটবল দল কেমন ফুটবল খেলেন, তাদের বিশ্বকাপে পরিসংখ্যান কেমন ইতিহাসে কেমন পারফর্ম করেছে সকল পরিসংখ্যান এবং মেক্সিকোর খেলোয়াড় তালিকা সহ মেক্সিকো জাতীয় ফুটবল দলে বিশ্বমানের কত গুলো খেলোয়াড় আছেন সে গুলো এই আর্টিকেলের মধ্যে তুলে ধরবো।
মেক্সিকো জাতীয় ফুটবল দল
মেক্সিকো জাতীয় ফুটবল নিয়ে বাংলাদেশে বেশ কথা বার্তা হচ্ছে, এর কারণ হলো এই দলটার সাথে টিম আর্জেন্টিনার খেলেছিলো কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে। বাংলাদেশে থাকা আর্জেন্টাইন ভক্তরা এটা দেখে চাই যে মেক্সিকো ফুটবল দল আসলে আর্জেন্টিনা থেকে বেশি ভালো দল কিনা যেটা আর্জেন্টিনার মাথা ব্যাথার কারণ হয়েছিলো , আর একটা ব্যাপার হলো মেক্সিকো ফুটবল ফ্যান যারা বর্তমান মেক্সিকো দলটা নিয়ে আরো বেশি জানাশোনা করতে চাই, কোন খেলোয়াড় নতুন, কোন খেলোয়াড় ২০২৬ বিশ্বকাপ দলে থাকবে ইত্যাদি ।
বলে রাখা ভালো ফিফা র্যাংকিং ২০২৪ মেক্সিকো ১৬৫২.৩৩ পয়েন্ট নিয়ে ১৫ নাম্বার অবস্থানে আছেন, ফিফার ভাষায় মেক্সিকো বিশ্ব ফুটবলের ১৫ তম সেরা ফুটবল দল। সুতরাং একটা ব্যাপার পরিস্কার যে মেক্সিকো টপ লেভেলের ফুটবল খেলে। মেক্সিকো কখনো ফিফা বিশ্বকাপের ফাইনাল না খেললেও ১৯৭০ এবং ১৯৮৬ ফুটবল বিশ্বকাপে কোর্টার-ফাইনাল খেলেছেন, তারা এই দুই বিশ্বকাপে ৬ নাম্বার পজিশন অর্জন করেন।
মেক্সিকো জাতীয় ফুটবল খেলোয়াড়দের নামের তালিকা
মেক্সিকো জাতীয় ফুটবল দল ২০২৪, বর্তমানে মেক্সিকো দলে যে ফুটবলার গুলো খেলছেন তাদের নাম বাংলাতে তুলে ধরবো এবং এই দলটা ২০২৪ সালে কোপা আমেরিকাই ম্যাচ খেলছে মানে এখন থেকেই ২০২৬ বিশ্বকাপের মূল স্কোয়ার্ডে থাকবেন তারা।
মেক্সিকো দলের গোলকিপার
- Alfredo Talavera ( আলফ্রেডো তালাভেরা )
- Rodolfo Cota ( রোডলফো কোটা )
- Guillermo Ochoa ( গুইলারমো ওচোয়া )
বর্তমান মেক্সিকো ফুটবল দলে এই তিন জন গোলকিপার এক্টিভ আছেন যারা ২০২৬ বিশ্বকাপে থাকবেন এবং মেক্সিকোর আন্তর্জাতিক ম্যাচ গুলোতে এই তিন গোলকিপার থেকে মূল স্কোয়ার্ডে রাখা হয়।
মেক্সিকো দলের সেন্টার ব্যাক ডিফেন্ডার
- Casar Montes ( সিজার মন্টেস )
- জোহান ভাসকুয়েজ
- নেস্টর আরাউজো
- হেক্টর মোরেনো
মেক্সিকো দলের লেফট ব্যাক ডিফেন্ডার
- জেসুস এংগুলো
- জেয়ার্ডো আর্টেগা
- জেসুস গ্যালার্দো
মেক্সিকো ফুটবল দলের রাইট ব্যাক ডিফেন্ডার
- কেভিন আলভারেজ
- জর্জ সানচেজ
মেক্সিকো ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার
- এডসন আলভারেজ
- লুইস শ্যাভেজ
- কার্লোস রদ্রিগেজ ( সেন্ট্রাল মিডফিল্ডার )
- এরিক সানচেজ ( সেন্ট্রাল মিডফিল্ডার )
- এরিক গুতেরেস ( সেন্ট্রাল মিডফিল্ডার )
- লুইস রোমো ( সেন্ট্রাল মিডফিল্ডার )
- ফার্নাদো বেল্টরান ( সেন্ট্রাল মিডফিল্ডার )
- অরবেলিন পিনেদা( সেন্ট্রাল মিডফিল্ডার )
- হেক্টোর হেরেরা ( সেন্ট্রাল মিডফিল্ডার )
- আন্দ্রেস গার্দাদো ( সেন্ট্রাল মিডফিল্ডার )
মেক্সিকো ফুটবল দলের উইঙ্গার
- অ্যালেক্সিস ভেগা ( লেফট ইউংগার )
- হিরভিং লোজানো ( রাইট উইঙ্গার )
- রর্বাতো আলভারাডো ( রাইট উইঙ্গার )
- উরিয়েল আন্টুনা ( রাইট উইঙ্গার )
- দিয়েগো লাইনেজ ( রাইট উইঙ্গার )
- রাউল জিমেনেজ ( সেন্টার ফরোয়ার্ড )
- হেনরি মার্টিন ( সেন্টার ফরোয়ার্ড )
- রোজেলিও ফানেস মরি ( সেন্টার ফরোয়ার্ড )
- সান্তিয়াগো জিমেনেজ ( সেন্টার ফরোয়ার্ড )
২০২৪ সালে মেক্সিকো খেলোয়াড়দের অফিশিয়াল চুক্তিবদ্ধ প্লেয়ার তালিকাতে রেখেছেন, এই দলে অনেক ভালো মানের খেলোয়াড় রয়েছে যারা মেক্সিকোকে ভালো খেলা উপহার দিতে পারে।
মেক্সিকো কতবার বিশ্বকাপ জিতেছে ?
মেক্সিকো কখনো ফিফা বিশ্বকাপের ফাইনাল না খেললেও ১৯৭০ এবং ১৯৮৬ ফুটবল বিশ্বকাপে কোর্টার-ফাইনাল খেলেছেন, তারা এই দুই বিশ্বকাপে ৬ নাম্বার পজিশন অর্জন করেন।
আরো পড়ুন: ইন্টার মায়ামি খেলা কবে জানুন
(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)