আজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে দলের হয়ে মুশফিকের সর্বোচ্চ রানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৪৫ রান। ওপেনার জুটি হিসেবে তানজিদ হাসান ও লিটন দাসের ব্যর্থতায় বাংলাদেশের ওপেনার সংকট কাটল না বাংলাদেশের। লিটন প্রথম বলে আউট এবং তানজিদ হাসান ১৭ বলে ১৬ রান করেই হাপসে যায়। ক্রিজে এলো মেহেদী হাসান মিরাজ ৩০ রান করতে না করতেই সেও ফিরলো সাঁজ ঘরে। প্রথম ম্যাচে আলো ছড়ানো শান্ত আজ ৭ রান করেই আউট।
বিশ্বকাপে সাকিবের ব্যাট প্রথমবার হাসলেও সেই হাসি বেশি সময় ধগরে রাখা সম্ভভ হল না ৫১ বলে সাকিব করেন ৪০ রান। দলের সর্বোচ্চ রান আজ মুশফিকের। ৭৫ বলে ৬৬ রান করেন এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার। তৌহিদ হৃদয় ও ব্যর্থ আজ। ৩৭.৫ ওয়ারের মাথায় ২৫ বলে ১৩ রান করেই আউট হন হৃদয়। তবে বোলার হিসেবে তাসকিন আজ ১৯ বলে ১৭ রান করেন এবং কাটার মাস্টার করেন ৪ রান। অন্যদিকে দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মাহামুদুল্লা ৪৯ বলে ৪১ রান করেন। সবার শেষে ব্যাট করতে নামে শরিফুল ৩ বলে করেন ২ রান।
(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)