মুম্বই ইন্ডিয়ান্স খেলোয়াড় 2023 এবং মুম্বাই ইন্ডিয়ান্স প্লেয়ার লিস্ট আইপিএল ২০২৩ সহ আসন্ন আইপিএলের যাবতীয় আপডেট নিউজ পেতে নিয়মিত চোখ রাখুন খেলা ১৮ এর পাতায়। শচীন থেকে রোহিতদের মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের সবচেয়ে সফল দল। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের শুরু থেকে এখনো পর্যন্ত সবগুলো আসরে অংশগ্রহণ করে ৬ বার আইপিএলের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে ৫ বারই।আইপিএলের শুরুর আসর থেকে দলটি নামিদামি প্লেয়ারদের নিয়ে শক্তিশালী দল গঠন করে।
দলের নাম | মুম্বই ইন্ডিয়ান্স ~ Mumbai Indians ( MI ) |
মালিক | মুকেশ আম্বানি ( রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ) |
প্রধান কোচ | মার্ক বাউচার |
অধিনায়ক | রোহিত শর্মা |
প্রতিষ্ঠাত | ২৪ জানুয়ারি, ২০০৮ – ১৬ বছর আগে |
অংশগ্রহণ করেছে | ১৫ বার ( ২০২৩ পর্যন্ত ) |
সর্বোচ্চ সাফল্য | ৫বার চ্যাম্পিয়ান ( সর্বোচ্চ ) |
মুম্বই ইন্ডিয়ান্স খেলোয়াড় 2023 – Mumbai Indians Players 2023
এবার আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে অধিনায়ক করে শক্তিশালী দল গঠন করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াডে ব্যাটসম্যান হিসেবে রয়েছে রোহিত শর্মা, সুরিয়া কুমার যাদব, ঈশান কিষান, ডেওয়াল্ড ব্রেভিসদের মত টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান। দলটিতে আছে এবার আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দামি (১৭.৫ কটি রুপি) প্লেয়ার ক্যামেরুন গ্রীন। আছে টিম ডেভিড এর মত টি-টোয়েন্টির স্পেশাল অলরাউন্ডার। চলুন দেখে আসি আইপিএল ২০২৩ মুম্বই ইন্ডিয়ান্স খেলোয়াড় তালিকা।
Player name | Role | Price in INR | Country |
Rohit Sharma(C) | Batter | 16.00 Cr | India |
Tim David | Allrounder | 8.25 Cr | Australia |
Ramandeep Sing | Batter | 20.0 L | India |
Tilak Varma | Batter | 1.70 Cr | India |
Suryakumar Yadav | Batter | 8.00 Cr | India |
Ishan Kishan, | WK Batter | 15.25 Cr | India |
Tristan Stubbs | WK Batter | 20.0 L | South Africa |
Dewald Brevis | Batter | 3.00 Cr | South Africa |
Jofra Archer | Bowler | 8.00 Cr | England |
Jasprit Bumrah, | Bowler | 12.0 Cr | India |
Arjun Tendulkar | Allrounder | 30.0 L | India |
Arshad Khan | Bowler | 20.0 L | India |
Kumar Kartikeya | Allrounder | 20.0 L | India |
Hrithik Shokeen | Allrounder | 20.0 L | India |
Jason Behrendorff | Bowler | 75.0 L | Australia |
Akash Madhwal | Bowler | 20.0 L | India |
Raghav Goyal | Bowler | 20.0 L | India |
Nehal Wadhera | Allrounder | 20.0 L | India |
Shams Mulani | Allrounder | 20.0 L | India |
Vishnu Vinod | WK Batter | 20.0 L | India |
Duan Jansen | Allrounder | 20.0 L | South Africa |
Piyush Chawla | Bowler | 50.0 L | India |
Jhye Richardson | Bowler | 1.50 Cr | Australia |
Cameron Green | Allrounder | 17.50 Cr | Australia |
মুম্বই ইন্ডিয়ান্স দলের ইতিহাস ২০০৮ থেকে ২০২৩
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দলগুলির মধ্যে অন্যতম মুম্বাই ইন্ডিয়ান্স। শচীন, পোলার্ড থেকে শুরু করে রোহিত, বুমরাদের মুম্বাই ইন্ডিয়ান্স বরাবরই আইপিএলের অন্যতম বড় একটি দল। মুম্বাই ইন্ডিয়ান আইপিএল এর শুরুর আসর ২০০৮ থেকে এখনো পর্যন্ত সবগুলি আসরে অংশগ্রহণ করে ৬ বার(২০১০, ২০১৩ ,২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০) ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে সর্বোচ্চ পাঁচবার। মুম্বাই ইন্ডিয়ান্স একমাত্র ২০১০ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠে চেন্নাই সুপার কিংস এর কাছে পরাজিত হয়ে রানার আপ হয়।
তারপর থেকে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে পাঁচবার ফাইনালে ওঠে হারতে হয়নি একবারও। হয়েছে আইপিএলের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন। এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ২৫ সদস্যের যে পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে সেখানে রাখা হয়েছে ৮ বিদেশী ক্রিকেটারের সাথে ১৭ জন লোকাল ক্রিকেটার। এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রীন। ক্যামেরুন গ্রীন কে দলে পেতে মুম্বাই ইন্ডিয়ান্স এর ব্যয় করতে হয়েছে ১৭.৫ কটি রুপি।ক্যামেরুন গ্রিন মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার। এছাড়াও দলটিতে রয়েছে বিশ্বের অন্যতম দ্রুতগতির ফার্স্ট বোলার জোফরা আরচার ও জাসপ্রিত বুমরাহ।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ?
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে থাকছে সাউথ আফ্রিকার সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান মার্ক বাউচার। আইপিএলের এবারে আসলে তাদের ব্যাটিং কোচ হিসেবে নতুন নিয়োগ দেয়া হয়েছে আরুনাকুমার জাগদেশ।
মুম্বাই ইন্ডিয়ান্স এর মালিক কে?
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মুকেশ আম্বানি, চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)