ক্রিকেট ইতিহাসের শুরু থেকে ভারত পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা! সুপার ফোর থেকে ইতিমধ্যে বাংলাদেশের অবস্থান শেষ। এখন আর মাত্র তিনটি দল রয়েছে ভারত, পাকিস্থান এবং শ্রীলঙ্কা। ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচ বাংলাদেশ সময় শুরু হবে ৩ টা ৩০ মিনিটে। এশিয়া কাপের আজকের ম্যাচে পাকিস্তান টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ব্যাটিং করছে ভারত। ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচটির স্কোর খেলা ১৮ ওয়েবসাইটে বল বাই বল আপডেট দেওয়া হচ্ছে।
ভারত বনাম পাকিস্তান লাইভ
→ভারত : ৩৫৬ / ২ ( ৫০ ওভার )
→পাকিস্তান : ১২৮ / ১০ ( ৩২ ওভার )
→ফলাফল : ভারত ২২৮ রানে জয়ী
আজকের ম্যাচে পাকিস্থানের স্কোয়াড
১৯৮৪ সাল থেকে এশিয়া কাপে ১১ বার অংশগ্রহন করে চ্যাম্পিয়নহয়েছে মাত্র দুই দার যা পাকিস্তান দল হিসেবে মতেও পাকিস্তানের জন্য ভাল কিছু না। পাকিস্তান ২০২৩ এশিয়া কাপে ভারতকে পরাজিত করে এশিয়া কাপের শিরোপা নিতে সেরা একাদশ নিয়ে মাঠে নামতে ইতিমধ্যে সেরা একাদশ প্রকাশ করেছে অধিনায়ক বাবর আজম। চলুন দেখে আসি ভারতের সাথে পাকিস্তানের এশিয়া কাপের আজকের একাদশ।
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ইমাম উল হক, ফখর জমান, সলমন আলি আঘা, মহম্মদ রিজ়ওয়ান, ইফতিকার আহমেদ, ফাহিম আশরফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রউফ।
আজকের ম্যাচে ভারতের স্কোয়াড
এশিয়া কাপের ৭ বারের চ্যাম্পিয়ন ভারত ২০২৩ সালের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে সর্বোচ্চ দিয়ে আজকের সেরা একাদশ সাজাবে রোহিত শর্মা। ইতিমধ্যে আগে ভাগে পাকিস্তানের স্কোয়াড প্রকাশ করছে দলটি। বাড়তি বোলার রেখে প্রকাশ করা পাকিস্তান একাদশের সাথে সমঞ্জস রেখে এশিয়া কাপের আজকের ম্যাচে একদশ নিয়ে হাজির হয়েছে। চলুন দেখে আসি ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতের সেরা একাদশ।
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া ( সহ অধিনায়ক ), ইশান কিষাণ ( উইকেট কিপার ),শুভমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব ও প্রাসিধ কৃষ্ণা।
আরো পড়ুন: এশিয়া কাপ কে কতবার নিয়েছে জানুন
ভারত পাকিস্তান ক্রিকেট পরিসংখ্যান ওয়ানডে
০১ অক্টবর, ১৯৭৮ সালে ভারত পাকিস্তান সর্বপ্রথম ওয়ানডে ম্যাচ খেলে, তার পর থেকে এখনও পর্যন্ত ১৩৩ ম্যাচ খেলেছে ভারত পাকিস্তান। এই ১৩৩ ম্যাচ পরিসংখ্যানে পাকিস্তান জয়লাভ করেছে ৭৩ ম্যাচে এবং ভারত জয়লাভ করেছে ৫৫ ম্যাচে। ৫ ম্যাচ অবশ্যই ড্রা / ফলাফল হয়নি। ভারত পাকিস্তান ক্রিকেট পরিসংখ্যান ওয়ানডে তে পাকিস্তান এগিয়া আছে।
ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ পরিসংখ্যানে ভারত সর্বোচ্চ ৭ বার চ্যাম্পিয়ন এবং ৩ বার রানার আপ হয়েছে অন্যদিকে পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ন এবং একবার রানার আপ হয়েছে। এশিয়া কাপ পরিসংখ্যান বিবেচনায় ভারত অনেকটাই এগিয়ে থাকবে পাকিস্তানের থেকে।
ভারত বনাম পাকিস্তান লাইভ টিভি
এশিয়া কাপের সকল ম্যাচ সহ ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচ বাংলাদেশ থেকে G-TV, T-Sports টিভি চ্যানেলে দেখতে পারবেন। এছাড়া এশিয়া কাপ আজকের খেলায় ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচটির স্কোর সহ সকল আপডেট এখানে পাবেন।
(সবচেয়ে আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)