কোপা আমেরিকার “ডি” গ্রুপ থেকে ৫ পয়েন্ট নিয়ে উঠে আসা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে মুখমুখি হবে “সি” গ্রুপ থেকে ৯ পয়েন্ট নিয়ে উঠে আসা উরুগুয়ের। বাংলাদেশ সময় খেলাটি শুরু হতে যাচ্ছে ৭ জুন রবিবার বাংলাদেশ সময় সকাল ৭ টায়। ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচটির স্কোর এবং সরাসরি আপডেট দেয়া হবে খেলা ১৮ এর আজকের এই নিবন্ধে।
ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচ
কোপা আমেরিকার গ্রুপ পর্বে মোট ১৬ টি দল ৪ টি গ্রুপে ভাগ হয়ে ৩টি করে ম্যাচ খেলে গ্রুপের প্রথম ও দ্বিতীয় হওয়া দল খেলছে কোয়ার্টার ফাইনালে। আজকের ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কারন পরাজিত হলেই ২০২৪ কোপা আমেরিকা থেকে বিদায়।
- ব্রাজিল: ০
- উরুগুয়ে: ০
- পানাল্টি: উরুগুয়ে: ৪ – ২ ব্রাজিল
- সময়: সম্পূর্ণ সময়
ব্রাজিলের খেলোয়াড় তালিকা আজকের ম্যাচ
নেইমার ছাড়া ব্রাজিলের একমাত্র হাল ধরা ভিনিসিয়াস জুনিয়র পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ার কারনে পরের ম্যাচ অর্থাৎ ৭ তারিখের ম্যাচ খেলতে না পারা ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদের।
ব্রাজিলের শুরুর লাইন আপ (৪-২-৩-১)
- গোলকিপার: অ্যালিসন।
- রক্ষণভাগ: দানিলো, মিলিতাও, মারকুইনহোস, আরানা।
- ডিফেন্সিভ মিডফিল্ড: গুইমারায়েস, গোমেস, রাফিনিয়া, পাকুয়েতা, রদ্রিগো।
- আক্রমণভাগ: এন্ড্রিক।
উরুগুয়ে খেলোয়াড় তালিকা আজকের ম্যাচ
ফিফা র্যাংকিং এ ১৬৬৩.৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৪ নাম্বারে অবস্থান করা উরুগুয়ে ফিফা কোপা আমেরিকার গ্রুপ পর্বে দেখিয়েছেন তাদের সেরা সাফল্য । আজকের ম্যাচে জয়লাভ করতে পারলেই খেলবে সেমি ফাইনাল। ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ের আজকের একাদশ।
উরুগুয়ের শুরুর একাদশ (৪-২-৩-১)
- গোলকিপার: রোশেত।
- রক্ষণভাগ: নান্দেজ, রোনাল্ড আরাউহো, ম্যাথিয়াস অলিভেরা, ভিনা।
- ডিফেন্সিভ মিডফিল্ড:: উগারতে, ভালভার্দে, পেল্লিস্ত্রি, ডি লা ক্রুজ, কার্লোস অলিভেরা।
- আক্রমণভাগ: নুনিয়েজ।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)