বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে ২০২৪, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকা এবং তাদের সম্পর্কে দারুন সব ইন্টারেস্টিং তথ্য নিয়ে থাকছে খেলা ১৮ এর আজকের প্রতিবেদনটি। ফুটবল বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা একই সাথে এই খেলাটি থেকে ফুটবলাররা ইনকাম করে থাকেন কোটি কোটি ইউরো। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার জুনিয়ররা নিজ দেশের পাশাপাশি ইউরোপের বিভিন্ন লিগগুলোতে খেলে হয়েছেন বিশ্বের সেরা ধনী ক্রীড়াবিদদের একজন। চলুন দেখে আসি বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকা।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের ২০২৪ তালিকা
বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের এই তালিকায় সবার আগে রয়েছে জুড বেলিংহাম রেকর্ড ১৮০ মিলিয়ন ইউরো চুক্তিতে খেলেন রিয়াল মাদ্রিদে। চলুন দেখে আসি ২০২৪ বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকা। ১. জুড বেলিংহাম (Jude Bellingham) €১৮০.০মি., ২. আর্লিং হলান্ড ( Erling Haaland ) €১৮০.০মি., ৩.ভিনিসিয়াস জুনিয়র ( Vinicius Junior ) €১৮০.০মি., কিলিয়ান এমবাপ্পে ( Kylian Mbappe ) €১৮০.০মি., ৫.ফিল ফোডেন ( Phil Foden ) €১৫০.০মি., ৬. বুকায়ো সাকা (Bukayo Saka) €১৪০.০মি., ৭. ফ্লোরিয়ান উইর্টজ ( Florian Wirtz ) €১৩০.০মি., ৮. জামাল মুসিয়ালা ( Jamal Musiala ) €১২০.০মি., ৯. ফেদেরিকো ভালভার্দে ( Federico Valverde ) €১২০.০মি., ১০. ডেক্লান রাইস ( Declan Rice ) €১২০.০মি.।
১. জুড বেলিংহাম (Jude Bellingham)
২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকার প্রথমে রয়েছে ইংল্যান্ডের জাতীয় দলের খেলোয়াড় জুড বেলিংহাম। ১৩ই অক্টোবর ২০২৩ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড বাজার মূল্য ১৫০ মিলিয়ন ইউরোতে মাদ্রিদের ক্লাব রিয়াল মাদ্রিদে ৩০ জুন ২০২৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়। পরের মৌসুমে যার বাজার মূল্য বেড়ে দাড়াই ১৮০ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদে জুড বেলিংহাম এখনও পর্যন্ত ৪২ ম্যাচ খেলে ২৩ গোল ও ১৩ এসিস্ট ক্লাবকে উপহার দিয়েছেন। মধ্যমাঠের আক্রমণ অবস্থানে জাতীয় দল ইংল্যান্ডের হয়েও তিনি ৩৩ ম্যাচ খেলে ৫ গোল ও ৫ এসিস্ট করেছেন।
২.আর্লিং হলান্ড ( Erling Haaland )
২১ জুলাই, ২০০০ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করা এই নরজীয়ান স্ট্রাইকার খেলেন নরওয়ের জাতীয় দলে। নরওয়ের হয়ে জাতীয় দলের খুব বেশি খেলা হয় না এই স্ট্রাইকারের। জাতীয় দলের হয়ে হলান্ড এখনো পর্যন্ত খেলেছেন মাত্র ৩৩ টি ম্যাচ, তাতেই করেছেন ৩১ টি গোল সাথে ৩টি এসিস্ট। আর্লিং হলান্ড বর্তমান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন। ১লা জুলাই, ২০২২ সালে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমন্ডু থেকে রেকর্ড ১৭০ মিলিয়ন ইউরোতে চুক্তিবদ্ধ হন ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে। এর পর ২০ জুন ২০২৩ এ তার বাজার মূল্য বেড়ে দাড়াই ১৮০ মিলিয়ন ইউরো। ৩০ জুন ২০২৭ সাল পর্যন্ত খেলতে চুক্তিবদ্ধ রয়েছেন ম্যানচেস্টার সিটিতে। ২০২৪ সালে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোলদাতা ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। আর্লিং হলান্ড ২০২২-২৩ মৌসুম প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে গোল করেছেন ২৭ টি পাশাপাশি এসিস্ট রয়েছে ৬টি। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকার দ্বিতীয় নাম্বারে থাকছে আর্লিং হলান্ড।
৩.ভিনিসিয়াস জুনিয়র ( Vinicius Junior )
বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় তৃতীয় নাম্বারে রয়েছে ব্রাজিলের উঠতি সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়রের বর্তমানে ক্লাব স্পেনের রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র ৩০ জুন ২০২৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে ১৫০ মিলিয়ন ইউরোতে। তবে চলতি মৌসুমে তার বাজার মূল্য বেড়ে দাড়াই ১৮০ মিলিয়ন ইউরো। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হয়ে এখনো পর্যন্ত ম্যাচ খেলেছে মাত্র ৩৩ টি করেছে ৫ গোল ও ৫ এসিস্ট। ২০২৩-২৪ মৌসুমে লা-লিগা তে এখনো পর্যন্ত ২৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৫টি সাথে আসিস্ট রয়েছে ৬টি। ভিনিসিয়াস জুনিয়র ১৮০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে খেলা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলার।
৪. কিলিয়ান এমবাপ্পে ( Kylian Mbappe )
কিলিয়ান এমবাপ্পে, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় চতুর্থ নাম্বারে অবস্থান করছে । এমবাপ্পে ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেন ফ্রান্সে। ইউরোপের অন্যতম ক্ষুদ্র দেশ মোনাকো ক্লাবে খেলে সর্বপ্রথম পরিচিতি বর্তমান পিএসজি তারকা। ফরওয়ার্ড হিসেবে খেলা এই ফুটবলারের সবচেয়ে বড় দক্ষতা তার স্পিড, বল দখলের ক্ষমতা ও গোল বারে নিখুত শট।
কিলিয়ান এমবাপ্পে ২০১৮ সালে মোনাকো থেকে ফ্রান্সের ক্লাব পিএসজিতে আসে রেকর্ড ১৮০ মিলিয়ন ইউরো চুক্তিতে। পিএসজির সাথে কিলিয়ান কিলিয়ান এমবাপ্পে চুক্তি ৩০ জুন ২০২৫ পর্যন্ত থাকলেও পহেলা জুলাই ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে ১৮০ মিলিয়ন ইউরোতে যাগ দেয় এবং রিয়াল মাদ্রিদে ৩০ জুন ২০২৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়। ১৮০ মিলিয়ন ইউরো চুক্তিতে রিয়াল মাদ্রিদে খেলা কিলিয়ান এমবাপ্পেই বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকার চতুর্থ নাম্বারে অবস্থান করছে। কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে জাতীয় দলে এখনো পর্যন্ত ৮২ ম্যাচ খেলে ৪৮ টি গোল ও ৩৪ টি এসিস্ট করেছেন। তবে ফ্রান্সের এই ফরওয়ার্ড সবচেয়ে বেশি পছন্দ করেন বিশ্বকাপের মঞ্চে গোল করতে কেননা তিনি এখনো পর্যন্ত দুটি বিশ্বকাপ খেলে ১৪টি ম্যাচে ১২ টি গোল করেছেন। কিলিয়ান এমবাপ্পের খেলা দুটি বিশ্বকাপেই ফ্রান্স খেলেছে ফাইনালে, হয়েছে একবার চ্যাম্পিয়নও।
৫.ফিল ফোডেন ( Phil Foden )
বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের এই তালিকায় পঞ্চম নাম্বারে অবস্থান করছে ইংলিশ আর এক মধ্যমাঠের খেলোয়াড় ফিল ফোডেন। ২০১৭ সাল থেকে ম্যানচেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বর্তমান বাজার মুল্য ১৫০ মিলিয়ন ইউরো। ফিল ফোডেন একজন মিডফিল্ডার হয়েও প্রিমিয়ার লিগে ২০২৩-২৪ মৌসুমে এখনো পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন। জাতীয় দল ইংল্যান্ডের হয়েও ৩৮ ম্যাচে ৪ গোল ও ৮ এসিস্ট করেছেন তিনি। বর্তমান তার বাজার মূল্য ১৫০ মিলিয়ন ইউরো হওয়াই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকার পঞ্চম নাম্বারে অবস্থান করছে ফিল ফোডেন।
আরো পড়ুন: বিশ্বের সেরা ফুটবলার কে ২০২৪
৬. বুকায়ো সাকা (Bukayo Saka)
ক্যারিয়ারের শুরু থেকে ইংল্যান্ডের ক্লাব আর্সেনালের হয়ে খেলা বুকায়ো সাকা পহেলা জুলাই ২০১৯ সালে আর্সেনাল যোগ দেয় মাত্র ৭ মিলিয়ন ইউরোতে। ফুটবলের নৈপুণ্যকে কাজে লাগিয়ে মাত্র পাঁচ বছরের ব্যবধানে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকার ষষ্ট নাম্বারে। বুকায়ো সাকার বর্তমান বাজার মুল্য ১৪০ মিলিয়ন ইউরো এবং আর্সেনালের চুক্তিবদ্ধ আছেন ৩০ জুন ২০২৭ সাল পর্যন্ত। আর্সেনালের হয়ে এখনও পর্যন্ত ২২৬ ম্যাচ খেলে ৫৮ গোল ২৩ এসিস্ট করেছেন। ক্লাবকে জিতিয়েছেন দুই বার ( ২০২০/২১, ২০২৩/২৪ ) ইংলিশ সুপার কাপ। জাতীয় দলের হয়ে ৩৭ ম্যাচ খেলে ১১ গোল ও ৬ এসিস্ট করেছেন তিনি।
৭. ফ্লোরিয়ান উইর্টজ ( Florian Wirtz )
ক্যারিয়ারের শুরু থেকে জার্মানির ক্লাব বায়ার ০৪ লেভারকুজেনে খেলেন ফ্লোরিয়ান উইর্টজ শুরুতে ২০২০ সালে মাত্র ১০ মিলিয়ন ইউরোতে যোগ দিলেও এখন তা বেড়ে দাড়িয়েছে ১৩০ মিলিয়ন ইউরোতে, যার কারনে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকার সপ্তম নাম্বারে আছেন তিনি। বায়ার ০৪ লেভারকুজেনে বয়স ভিত্তিক ক্লাব ও মূল ক্লাবের হয়ে এখনও পর্যন্ত ১৮০ ম্যাচ খেলে ৫৫ গোল ও ৫৬ এসিস্ট করেছেন ফ্লোরিয়ান উইর্টজ। ব্যাক্তিগতভাবে অরজন করেছেন ২০২৪ সালে দলের সেরা খেলোয়াড়, ২০২৩/২৪ জার্মান কাপ জয়ী, ২০২৩/২৪ জার্মান চ্যাম্পিয়ান। ২ সেপ্টেম্বর ২০২১ সালে জাতীয় দলে যাত্রা শুরু করা ফ্লোরিয়ান উইর্টজ জাতীয় দলে ২২ ম্যাচ খেলে ২ গোল ও ৪ এসিস্ট করেছেন।
৮. জামাল মুসিয়ালা ( Jamal Musiala )
২৬ ফেব্রুয়ারী ২০০৩ সালে জন্ম নেওয়া জামাল মিসিয়ালা মাত্র ২১ বছর বয়সে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকার অষ্টম নাম্বারে অবস্থান করছেন। জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের মূল দলের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ১৬৩ ম্যাচ করেছে ৪৩ গোল ৩১ এসিস্ট। জাতীয় দল জার্মানির হয়ে ৩৩ ম্যাচ খেলে ৫ গোল ও ৫ এসিস্ট করেছেন। জামাল মুসিয়ালার বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখে বাজার মুল্য ১২০ মিলিয়ন ইউরো।
৯. ফেদেরিকো ভালভার্দে ( Federico Valverde )
ফেদেরিকো ভালভার্দে পহেলা জুলাই ২০২১ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয় মাত্র ৬ মিলিয়ন ইউরোতে এর ৩ বছর পর উরুগুয়ের সেই সেন্টার মিডফিল্ডার এখন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকার নবম স্থানে অবস্থান করছে ১২০ মিলিয়ন ইউরো মার্কেট ভ্যালু নিয়ে। জাতীয় দল উরুগুয়ের হয়ে ৫৯ ম্যাচ খেলে ৭ গোল ও ২ এসিস্ট করেছেন তিনি। ক্লাব রিয়াল মাদ্রিদে খেলেছেন ২৫৮ ম্যাচ করেছেন ২১ গোল, ২৩ এসিস্ট। ফেদেরিকো ভালভার্দে রিয়াল মাদ্রিদে চুক্তিবদ্ধ হয়েছেন ৩০ জুন ২০২৯ সাল পর্যন্ত।
১০. ডেক্লান রাইস ( Declan Rice )
ইংল্যান্ডের মধ্যমাঠের খেলোয়াড় ডেক্লান রাইস আর্সেনালে ৯ অক্টোবর২০১৯ সালে প্রথম ১০০ মিলিয়ন ইউরোতে যোগ দেয় এবং ২০২৪ সালে তা বেড়ে দাড়াই ১২০ মিলিয়ন ইউরো। মধ্যমাঠের খেলোয়াড় হয়েও ডেক্লান রাইস আর্সেনালের হয়ে ৫১ ম্যাচ খেলে ৭ গোল ও ১০ এসিস্ট করেছেন হয়েছেন ২০২৩/২৪ সালে ইংলিশ সুপার কাপ জয়ী। ডেক্লান রাইস জাতীয় দল ইংল্যান্ডের হয়ে ৫৩ ম্যাচ খেলে গোল করেছেন ৩ টি। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকার দশন নাম্বারে অবস্থান করছেন তিনি।
সর্বশেষ আপডেট: ০৫/০৭/২০২৪
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)