বিপিএল 2023 খেলোয়ার তালিকা বা বিপিএল ২০২৩ কে কোন দলে? বিপিএলে সব দলের স্কোয়াড জানতে চোখ রাখুন খেলা ১৮ আজকের প্রতিবেদনে। বিপিএলে নবম আসর ২০২৩ শুরু হতে যাচ্ছে ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে। বিপিএলের এবারে আসরে অংশগ্রহণ করছে মোট ৭টি দল।
বিপিএল 2023 খেলোয়ার তালিকা
এই ৭টি দলের অংশগ্রহণে প্রথমে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ পর্বে প্রত্যেকটি দল একে অন্যের মুখোমুখিতে খেলবে ১২টি করে ম্যাচ এক্ষেত্রে গ্রুপ পর্বে মোট ম্যাচের সংখ্যা ৪২ টি। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের সেমি ফাইনাল। বিপিএল ২০২৩ এর সেমিফাইনালে অনুষ্ঠিত হবে মোট তিনটি ম্যাচ যেখানে সেমিফাইনালের প্রথম এলিমেনটারী ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল।
অন্যদিকে সেমিফাইনালের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় তিন ও চার নম্বরে থাকা দুটি দল এক্ষেত্রে এলিমেনেটারি ম্যাচে জয় দল খেলবে সরাসরি বিপিএল এর ফাইনালে তবে এলিমিনেটরি ম্যাচে পরাজিত দল সেমিফাইনালের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জয় দলের বিপক্ষে। এক্ষেত্রে সেমিফাইনালের তিন নম্বর ম্যাচ দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল খেলবে ফাইনালে।আসন্ন এ বিপিএলকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে উন্মাদনা।
দলগুলোও গুছিয়ে নিয়েছে তাদের পছন্দের প্লেয়ার। চলুন দেখে আসি এবার বিপিএল ২০২৩ কে কোন দলে? বিপিএল ২০২৩ এর সব দলের স্কোয়াড।
বিপিএল ২০২৩ ঢাকা ডমিনেটরের খেলোয়ার তালিকা
বিপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে সফল দলটি ঢাকা ডমিনেটর। ঢাকা বিপিএলের প্রথম আসর থেকে অংশগ্রহণ করে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে মোট ৩ বার এছাড়াও রানার আপ হয়েছে ২ বার।আসন্ন বিপিএল ২০২৩ এর জন্য শক্তিশালী দল গড়েছে ঢাকা ডমিনিনেটর চলুন দেখে আসি এবার বিপিএলে ঢাকার খেলোয়ার তালিকা।
→ঢাকা ডমিনেটরের দেশি প্লেয়ার
১.সৌম্য সরকার
২.মোহাম্মদ মিঠুন
৩.আরিফুল হক
৪.নাসির হোসাইন
৫.তাসকিন আহমেদ
৬.অলক কাপালি
৭.মিজানুর রহমান
৮.মুক্তার আলি
৯.আল আমিন হোসাইন
১০জুবায়ের হোসেন
১১.আরাফাত সানি
১২.শরিফুল ইসলাম
১৩.দেলোয়ার হোসেন
১৪.মনির হোসাইন
→ঢাকা-ডোমিনেটরের বিদেশি প্লেয়ার
১.দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা )
২.ওসমান গণি ( আফগানিস্তান )
৩.শান মাসুদ (পাকিস্থান )
৪.চামিকা করুনারত্নে ( শ্রীলঙ্কা )
৫.আহমেদ শেহজাদ ( পাকিস্থান )
৬.সালমান ইরশাদ (পাকিস্থান )
বিপিএল ২০২৩ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়ার তালিকা
ঢাকা ডমিনেটরের পরে বিপিএলে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কুমিল্লা ভিক্টোরিয়ান এখনো পর্যন্ত বিপিএলে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল ইতিহাসের একমাত্র দল যে, বিপিএলে এখনো পর্যন্ত তিনবার ফাইনালে উঠে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে। বিপিএলের সর্বশেষ আসর (২০২২) এর চ্যাম্পিয়ন দল দল কুমিল্লা ভিক্টোরিয়ান। আসন্ন বিপিএলের নবম আসর এর জন্যেও অত্যন্ত শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চলুন দেখে আসি এবারে আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়ার তালিকা।
→কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেশি প্লেয়ার
১.ইমরুল কায়েস
২.লিটন কুমার দাস
৩.মুস্তাফিজুর রহমান
৪.মোসাদ্দেক হোসেন সৈকত
৫.তানভীর ইসলাম
৬.আশিকুজ্জামান
৭.জাকের আলী অনিক
৮.মাহিদুল ইসলাম অঙ্কন
৯.নাইম হাসান
১০.সৈকত আলী
১১.আবু হায়দার রনি
১২. মুকিদুল ইসলাম
→কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি প্লেয়ার
১.শন উইলিয়ামস ( জিম্বাবুয়ে )
২.চ্যাডউইক ওয়ালটন ( ওয়েস্ট ইন্ডিস )
৩.জস কেবি ( ইংল্যান্ড )
৪.মোহাম্মদ রিজওয়ান (পাকিস্থান )
৫.ব্র্যান্ডন কিং ( ওয়েস্ট ইন্ডিস )
৬.শাহীন শাহ আফ্রিদি (পাকিস্থান )
৭.খুশদিল শাহ (পাকিস্থান )
৮.হাসান আলী (পাকিস্থান )
৯.মোহাম্মদ নবী ( আফগানিস্তান)।
১০. আবরার আহমেদ (পাকিস্থান )
বিপিএল ২০২৩ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলোয়ার তালিকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম আসর (২০১২)থেকে শুরু করে এখনো পর্যন্ত সবগুলো আসলে অংশগ্রহণ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখনো পর্যন্ত একবার(২০১৩) মাত্র বিপিএলের ফাইনালে উঠতে পেরেছে। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার এবারের বিপিএলে অনেক শক্তিশালী দল গঠন করেছে চলুন দেখে আসি বিপিএল ২০২৩ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর খেলোয়ার তালিকা।
→ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেশি প্লেয়ার
১. আফিফ হোসেন,
২. শুভাগত হোম
৩. মেহেদী হাসান রানা
৪. ইরফান শুক্কুর
৫. মৃত্যুঞ্জয় চৌধুরী
৬. জিয়াউর রহমান
৭. মেহেদী মারুফ
৮. ফরহাদ রেজা
৯. আবু জায়েদ রাহি
১০.তৌফিক খান তুষার
১১. তাইজুল ইসলাম
→ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদেশি প্লেয়ার
১.বিশ্ব ফার্নান্দো ( শ্রীলঙ্কা )
২. আশান প্রিয়ঞ্জন ( শ্রীলঙ্কা )
৩.কার্টিস ক্যাম্পার ( সাউথ আফ্রিকা )
৪.ম্যাক্স ও’ডাউড ( নেদারল্যান্ডাস )
৫.উন্মুক্ত চাঁদ ( ইউএসএ )
বিপিএল ২০২৩ সিলেট স্ট্রাইকারসের খেলোয়ার তালিকা
সিলেট স্ট্রাইকার বিপিএলে এখনো পর্যন্ত হয়ে যাওয়া ৮টি আসরের মধ্যে পাঁচটি আসরে অংশগ্রহণ করেছে। পাঁচটি আসরে অংশগ্রহণ করেও দলটি এখন একবারও বিপিএল এর ফাইনালে উঠতে পারেনি। তবে সিলেট স্ট্রাইকার এবার বিপিএলে বাংলাদেশের সবচেয়ে সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা কে দলে ভিড়িয়ে অত্যন্ত শক্তিশালী দল গঠন করেছ। চলুন দেখে আসি বিপিএল ২০২৩ সিলেট স্ট্রাইকারসের খেলোয়ার তালিকা।
→সিলেট স্ট্রাইকারসের দেশি প্লেয়ার
১.মাশরাফী বিন মোর্ত্তজা
২.নাজমুল হোসেন শান্ত
৩.মুশফিকুর রহিম
৪.রেজাউর রহমান রাজা
৫.নাবিল সামাদ
৬.তৌহিদ হৃদয়
৭.রুবেল হোসেন
সিলেট স্ট্রাইকারসের বিদেশি প্লেয়ার
১.টম মুরেজ ( ইংল্যান্ড )
২.কামিন্ডু মেন্ডিস ( শ্রীলঙ্কা )
৩.গুলবাদিন নায়েব ( আফগানিস্থান )
৪.রায়ান বার্ল ( জিম্বাবুয়ে )
৫.মোহাম্মদ আমির ( পাকিস্থান )
৬.মোহাম্মদ হারিস ( পাকিস্থান )
৭.ধনাঞ্জয়া ডি সিলভা ( শ্রীলঙ্কা )
৮.থিসারা পেরেরা ( শ্রীলঙ্কা )
৯.কলিন অ্যাকারম্যান( নেদারল্যান্ডস )
বিপিএল ২০২৩ ফরচুন বরিশালের খেলোয়ার তালিকা
বিপিএল ২০২২ এর (গত আসর) রানারআপ দল ফরচুন বরিশাল। গত আসরে ফরচুন বরিশাল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কাছে মাত্র এক রানে হেরে রানারআপ হয়।ফরচুন বরিশাল এবারও তাদের দলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রেখে শক্তিশালী দল গঠন করেছে চলুন দেখে আসি
বিপিএল ২০২৩ ফরচুন বরিশালের খেলোয়ার তালিকা।
→ ফরচুন বরিশালের দেশি প্লেয়ার
২.সাকিব আল হাসান
২.মেহেদী হাসান মিরাজ
৩.এবাদত হোসেন
৪.এনামুল হক বিজয়
৫.কামরুল ইসলাম রাব্বি
৬.ফজলে মাহমুদ রাব্বি
৭.মাহমুদুল্লাহ রিয়াদ
৮.খালেদ আহমেদ
৯.সাইফ হাসান
১০.কাজী অনিক
→ ফরচুন বরিশালের বিদেশি প্লেয়ার
১.হায়দার আলী(পাকিস্থান)
২.চতুরঙ্গ ডি সিলভা ( শ্রীলঙ্কা )
৩.মোহাম্মদ ওয়াসিম(পাকিস্থান)
৪.উসমান কাদির (পাকিস্থান)
৫.ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)
৬.রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
৭.ক্রিস গেইল( ওয়েস্ট ইন্ডিজ)
৮.রাকিম কর্নওয়া ( ওয়েস্ট ইন্ডিজ)
৯.করিম জানাত (আফগানিস্তান)
১০.নাভিন উল হক (আফগানিস্তান)
১১ কুশল পেরেরা ( শ্রীলঙ্কা )
বিপিএল ২০২৩ রংপুর রাইডার্সের খেলোয়ার তালিকা
রংপুর রাইডার্স এখনো পর্যন্ত বিপিএলের মোট ৭টি আসরে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে একবার দলটি এপর্যন্ত ওই একবারই বিপিএলের ফাইনালে ওঠে। তবে রংপুর রাইডার্স প্রতিবারই বিপিএলে শক্তিশালী দল গঠন করে তাই ধারাবাহিকতায় বিপিএল ২০২৩ রংপুর রাইডার্স শক্তিশালী দল গঠন করেছে চলুন দেখে আসি বিপিএল ২০২৩ রংপুর রাইডার্সের খেলোয়ার তালিকা।
→রংপুর রাইডার্স এর দেশি প্লেয়ার
১.নুরুল হাসান সোহান
২.হাসান মাহমুদ
৩.শেখ মাহেদী হাসান
৪.শামীম হোসেন পাটোয়ারী
৫.রিপন মন্ডল
৬.নাইম শেখ
৭. রনি তালুকদার
৮.রকিবুল হাসান জুনিয়র
৯. পারভেজ হোসেন ইমন
১০. ববিউল হক
১১. আলাউদ্দিন বাবু
→রংপুর রাইডার্স এর বিদেশি প্লেয়ার
১.আজমাতুল্লাহ ওমরজাই ( আফগানিস্থান )
২.সিকান্দার রাজা (জিম্বাবুয়ে )
৩.মোহাম্মদ নাওয়াজ (পাকিস্থান)
৪.হারিস রউফ (পাকিস্থান )
৫.শোয়েব মালিক (পাকিস্থান )
৬.পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা )
৭.জেফ্রি ভ্যান্ডারসাই (শ্রীলঙ্কা )
৮. অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র )
বিপিএল ২০২৩ খুলনা টাইগার্সের খেলোয়ার তালিকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের হয়ে যাওয়া এখনো পর্যন্ত সবগুলি আসরে অংশগ্রহণ করা দল খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স বিপিএল এর বিভিন্ন আসরে শক্তিশালী দল গঠন করেও চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও সর্বোচ্চ সাফল্য রানার আপ। তবে এবার বিপিএলে তামিম ইকবালকে ক্যাপ্টেন করে অন্যতম শক্তিশালী দল গঠন করেছে খুলনা স্ট্রাইকার্সের। চলুন দেখে আসি বিপিএল ২০২৩ খুলনা টাইগার্সের খেলোয়ার তালিকা।
→খুলনা টাইগার্সের দেশি প্লেয়ার
১.তামিম ইকবাল
২.ইয়াসির আলী চৌধুরী রাব্বী
৩.নাসুম আহমেদ
৪.মোহাম্মাদ সাইফুদ্দিন
৫.প্রিতম কুমার
৬.মুনিম শাহরিয়ার
৭.সাব্বির রহমান
৮.হাবিবুর রহমান
৯.শরিফুল ইসলাম।
১০.নাহিদুল ইসলাম
→খুলনা টাইগার্সের বিদেশি প্লেয়ার
১.দাসুন শানাকা ( শ্রীলঙ্কা )
২.ওয়াহাব রিয়াজ ( পাকিস্থান )
৩.নাসিম শাহ (পাকিস্থান )
৫.আভিস্কা ফার্নান্দো ( শ্রীলঙ্কা )
৬.আজম খান ( পাকিস্থান )
আরো পড়ুন: বিপিএল ২০২৩ সময়সূচী
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Tag: বিপিএল 2023 খেলোয়ার তালিকা _ বিপিএল ২০২৩ কে কোন দলে_ বিপিএল প্লেয়ার লিস্ট ২০২৩