বিপিএল ফাইনাল 2023, সিলেট সানরাইজার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ। বিপিএল ফাইনাল 2023 মাঠে গড়াবে আর কিছুক্ষণ পরেই। ফাইনালে মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার সিলেট সানরাইজার্স বনাম ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান। আজকের ফাইনালে কে হবে চ্যাম্পিয়ন? কুমিল্লা ভিক্টোরিয়ান কি তাদের আধিপত্য বজায় রেখে চতুর্থবারের মতো বিপিএল শিরোপা জয় করবে নাকি সিলেট সানরাইজার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ম্যাজিকাল নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জয় করবে জানতে চোখ রাখতে হবে আজ সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে শুরু হওয়া মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ফাইনাল 2023 এ।চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।
বিপিএল ফাইনাল 2023 কোন দলে এগিয়ে
আজ ১৬ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর নবম আসরের বিপিএল ফাইনাল 2023 মাঠে গড়াবে আর কিছুক্ষণ পরেই। ফাইনালে মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান বনাম প্রথমবার ফাইনালে উঠা সিলেট সানরাইজার্স। ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের মনে উত্তেজনা কাজ করছে বিপিএল ফাইনাল 2023 কে হবে চ্যাম্পিয়ন। বিপিএল ফাইনাল 2023 এ কোন দল রয়েছে এগিয়ে। চলুন দেখে আসি বিপিএল ফাইনাল 2023 দুই দলের শক্তিমত্তা ও দুর্বলতা। দেখে আসি বিপিএল ২০২৩ ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান সিলেট সানরাইজার্সের পরিসংখ্যান।
বিপিএল ফাইনাল 2023 কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর শক্তিমত্তা ও দুর্বলতা
এবার বিপিএলের কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল গড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান। তাইতো কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবার আগেই বিপিএল ২০২৩ এর ফাইনাল নিশ্চিত করতে পেরেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াডের দিকে লক্ষ্য করলে বোঝা যায় বিপিএল এবারের শিরোপা জিততে কতটা ক্ষুধার্ত দলটি।
মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহরা চলে যাওয়ার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের অভাব মেটাতে দলে ভিড়িয়েছে বর্তমান বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ তারকা সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলকে। এছাড়াও দলটি বিদেশি ক্রিকেটারের কোটায় দলে ভিড়িয়েছে মঈন আলি, জনসন চার্লস দের মত টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সবচেয়ে শক্তিমত্তার জায়গা তাদের বোলিং লাইন আপ।কেননা দলটিতে রয়েছে মুস্তাফিজুর রহমান, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম দের মত টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটিং পরিসংখ্যান শক্তিশালী হলেও এবার বিপিএলের সেরা রান সংগ্রহের তালিকায় নেই কেউ। এ থেকে বোঝা যায় দলটির ব্যাটিংয়ে একটু দুর্বলতা থাকতে পারে।
বিপিএল ফাইনাল 2023 সিলেট সানরাইজার্স এর শক্তিমত্তা ও দুর্বলতা
এবার বিপিএলে সিলেট সানরাইজার্স কাগজে-কলমে অতটা শক্তিশালী দল না হলেও তাদের টিম স্প্রিট ও মাশরাফি বিন মর্তুজার অসাধারণ নেতৃত্বে দলটি সবার থেকে এগিয়ে। ফাইনালে সিলেট সানরাইজার্স যে দল নিয়ে মাঠে নামবে সেখানে লক্ষ্য করলে দেখা যায় যে দলটি ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। লোকাল ক্রিকেটারদের নিয়ে গড়া সিলেট সানরাইজার্সের ব্যাটিং গভীরতা কতটা তা বোঝা যায় এবার বিপিএল ২০২৩ এর সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকা দেখলে যেখানে পাঁচজন সর্বোচ্চ রান সংগ্রহকারীর মধ্যে তিনজনেই সিলেট সানরাইজার্সের। তবে সিলেট সানরাইজার্সের বোলিং লাইনআপ যেন কিছুটা হলেও দুর্বল। আজকের ম্যাচে সিলেট সানরাইজার্স তাদের বোলিং লাইন আপ নিয়ন্ত্রণ রাখতে পারলে ম্যাচে প্রভাব বিস্তার করতে পারবে।
আরো পড়ুন: বিপিএল ফাইনাল টিকেট ২০২৩
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)