টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ (সোমবার) নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস লাইভ ম্যাচটি অস্ট্রেলিয়ার হোবার্টে ব্ল্যানডস্টোন এরিনা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকাল দশটায় মুখোমুখি হবে বাংলাদেশ নেদারল্যান্ডস। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা নিয়ে হয়েছে অনেক এক্সপেরিমেন্ট। দলের নতুন কোচ শ্রীরাম শ্রীধরণ এসে বদলে দিয়েছে বাংলাদেশের স্কোয়াড।
তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ওপেনার সিলেকশন নিয়ে হয়েছে সবচেয়ে বেশি এক্সপ্রিমেন্ট। কখনো লিটন কখনো সাব্বির, কখনো মিরাজ, কখনো বা শান্ত সর্বশেষ সৌম্য সরকারকেউ বাজিয়ে দেখা হয়েছে ওপেনিংয়ে। তবে আগামী কালকের ম্যাচের নেদারল্যান্ডসের সাথে সম্ভাব্য একাদশে ওপেনার হিসেবে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত প্রায় নিশ্চিত বলা যায়। লন্ডনে ব্যাট করতে নামেন লিটন দাস। তারপরে আফিফ হোসেন, সাকিব আল হাসান, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক সৈকতরা থাকবেন ব্যাটিংয়ে।
নেদারল্যান্ডসের সাথে আজকের ম্যাচে বাংলাদেশ খেলাতে পারে তিন পেসার মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদকে। আগামীকাল ম্যাচে দলে একমাত্র স্পেশাল স্পিনার হিসেবে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। চলুন দেখে আসি আজকের ম্যাচে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের স্কোয়াড
১.সাকিব আল হাসান (অধিনায়ক)
২.সৌম্য সরকার
৩.নাজমুল হোসেন শান্ত
৪.লিটন কুমার দাস
৫.আফিফ হোসেন ধ্রুব
৬.ইয়াসির আলী রাব্বি
৭.নুরুল হাসান সোহান
৮.নাসুম আহমেদ
৯.তাস্কিন আহমেদ
১০.হাসান মাহমুদ
১১.মোস্তাফিজুর রহমান
নেদারল্যান্ড দলটি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে “এ” গ্রুপ থেকে সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়াকে হটিয়ে শ্রীলংকার সাথে রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। নেদারল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ম্যাক্স ওডট গ্রুপ পর্বে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি তিন ম্যাচ খেলে রান করেছেন ১২৯। চলুন দেখে আসি আগামীকাল ম্যাচে নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের স্কোয়াড
১.ম্যাক্স ওডট
২.ভিক্রম জিৎ সিং
৩.ব্যাস ডে লেডি
৪.কলিন একেরমান
৫.টম কুপার
৬.এস্কর্ট এডওয়ার্ডস
৭.টিম প্রিনগেল
৮.টিমিন ভান্ডার গুগটিন
৯.ফ্রেড ক্লাসেন
১০.পল ভ্যান মেকারর্ন
১১.রয়েলোফ ভ্যান ডার মেরই
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস লাইভ
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের লাইভ ম্যাচের সকল আপডেট দেখতে নিচে চোখ রাখুন। যেখানে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সহ সকল খেলা লাইভ দেখতে পারবেন।