বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি ২০২২ [Ban Vs Zim 2022] Fixtures
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ এইমাত্র শেষ হলো, ইতিমধ্যে আবার বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের সিরিজের সময় সূচি প্রকাশ হলো। এই সিরিজে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের তিন ওয়ানডে ম্যাচ ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে । বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি ২০২২ Ban Vs Zim 2022 Fixtures
২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে নিজেদের প্রস্তুতি নিতে জিম্বাবুয়ে সাথে সিরিজ আয়োজন করলেন বাংলাদেশের ক্রিকেট র্বোড (বিসিবি)। এবারের সিরিজে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে মোট ছয়টি (৬) ম্যাচ খেলবে। জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের সিরিজটি শুরু হবে জুলাই মাসের শেষ দিকে অর্থাৎ (৩০) তারিখে হারার স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ হবে ২০২২।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে কবে?
জিম্বাবুয়ের সাথে তিন টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ৩০ জুলাই থেকে আগস্ট মাসে ২ তারিখ পর্যন্ত। এরমাঝে হয়ে যাওয়া তিনটি টি টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হয়েছে অস্ট্রেলিয়াতে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে কবে?
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের অল্প অল্প করে নিজেদের মিলিয়ে নিতে জিম্বাবুয়ে সাথে ওয়ানডে খেলা বাংলাদেশের আগস্টের ০৫ তারিখ হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে খেলা পরে শেষ হবে ১০ তারিখে।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজ সময়সূচি ২০২২ [ BAN vs ZIM T20 Series 2022 Schedule ]
প্রথম টি টোয়েন্টি ম্যাচ জুলাই ৩০ তারিখ হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়াম
দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আগস্ট ০১ তারিখ হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়াম
তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আগস্ট ০২ তারিখ হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়াম
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ সময়সূচি 2022 [ BAN vs ZIM ODI Series 2022 Fixture ]
প্রথম ওয়ানডে ম্যাচ আগস্ট ০৫ তারিখ হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আগস্ট ০৭ তারিখ হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে ম্যাচ আগস্ট ১০ তারিখ হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়াম
একনজরে দেখে নিন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডঃ
জিম্বাবুয়ে সিরিজে খেলবে নতুন মুখ কারন ওয়েস্ট ইন্ডিজ সিরেজের পরপরই সিন্ধান্ত গ্রহণ করে যে স্কোয়াড অধিনায়কের পরিবর্তন আসবে ঠিক তাই হলো বিসিবি উল্লেখ করলো মাহমুদউল্লাহ অধিনায়কত্ব হারলে সাকিব আল হাসান টি টুয়েন্টি অধিনায়কের জায়গা পাবে আর নূরুল হাসান সুহান করবে সহ অধিনায়ক।