বাংলাদেশ বনাম আফগানিস্তান পরিসংখ্যান হেড টু হেড কেমন হতে পারে জানতে হলে আগে উভয় দলের শক্তিমত্তার দিকটা দেখতে হবে। আফগানিস্তান বিশ্বক্রিকেটের একদম নবীনতম দল হলেও টি-টোয়েন্টিতে তাদের অবস্থান বেশ শক্তিশালী। ক্রিকেটের তিন টি ফরম্যাটে মধ্যে আফগানিস্তানের প্রিয় ফরমাট টি-টোয়েন্টি। রাশিদ, নবী, মুজিদেরর মতো বিশ্বসেরা টি-টোয়েন্টি বোলিং লাইন আছে দলটিতে। আছে হজরতুল্লাহ জাজাই রহমানুউল্লাহ গুরু বাজ , নাজিবুল্লাহ জাদরানদের মত হার্ডহিটার ব্যাটসম্যান। যারা নিয়মিত পারফরম্যান্স করে আসছে বিশ্বের সব নামিদামি ফ্র্যাঞ্চাইজিগুলোতে। চলুন দেখে আসি বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই, টি২০, টেস্ট পরিসংখ্যান।
এসব কারণে টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে অনেক এগিয়ে রাখা যায়।এসব দিক বিবেচনায় বাংলাদেশের টি-টোয়েন্টি স্পেশাল প্লেয়ার হিসেবে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম ছাড়া অন্য কোন নাম নেই বললেই চলে। তারপর আবার সম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানের ফর্ম ভাবাচ্ছে দলটিকে। এছাড়াও ক্রিকেটের যে তিনটি ফরমাট আছে তার মধ্যে বাংলাদেশ টি-টোয়েন্টিতে প্রথম থেকেই দুর্বল। অধিনায়ক সাকিব আল হাসান তো বলেই দিয়েছে, বাংলাদেশ এখনো পর্যন্ত টি-টোয়েন্টিতে একটি দল হয়ে উঠতে পারেনি।
বাংলাদেশ আফগানিস্তান t20 পরিসংখ্যান
বাংলাদেশ বনাম আফগানিস্থান হেড টু হেড টি২০ ফরম্যাটে সর্বপ্রথম ম্যাচ খেলে ১৬ই মার্চ, ২০১৪ সালে। টি২০ ফরম্যাটে সর্বমোট ১১ ম্যাচ খেলেছে যেখানে আফগানিস্থান জয়লাভ করেছে ৬ ম্যাচে। আফগানিস্থানের জয়ের পরিমাণ ৫৪.৫৪%। অন্যদিকে বাংলাদেশ জয়লাভ করেছে ৫ ম্যাচে । বাংলাদেশের জয়ের পরিমাণ ৪৫.৪৬%। দুই দল সর্বশেষ টি২০ ম্যাচ ১৬ই জুলাই, ২০২৩ খেলে সালে।
মোট ম্যাচ | ১১ |
বাংলাদেশের জয় | ৫ |
আফগানিস্তানের জয় | ৬ |
বাংলাদেশের জয়% | ৪৫.৪৬ |
আফগানিস্তানের জয়% | ৫৪.৫৪ |
প্রথম খেলেছিল | ১৬ই মার্চ, ২০১৪ |
সর্বশেষ খেলেছিল | ১৬ই জুলাই, ২০২৩ |
আরো পড়ুনঃ বাংলাদেশ বনাম পাকিস্তান পরিসংখ্যান
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই পরিসংখ্যান
ওডিআই ফরম্যাট পরিসংখ্যানে বাংলাদেশ বনাম আফগানিস্থান সরবপ্রথম ম্যাচ খেলে পহেলা মার্চ, ২০১৪ সালে। ওডিআই ফরম্যাটে বাংলাদেশ বনাম আফগানিস্থান হেড টু হেড পরিসংখ্যানে মোট ১৬ ম্যাচ খেলেছে। এই ১৬ ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে ১০ ম্যাচে। বাংলাদেশের জয়ের পরিমাণ ৬২.৫%। অন্যদিকে আফগানিস্থান জয়লাভ করেছে ৬ ম্যাচে। আফগানিস্থানের জয়ের পরিমাণ ৩৭.৫%। বাংলাদেশ আফগানিস্থান সর্বশেষ ম্যাচ খেলে ০৭ অক্টবর, ২০২৩ সালে।
মোট ম্যাচ | ১৬ |
বাংলাদেশের জয় | ১০ |
আফগানিস্থানের জয় | ৬ |
বাংলাদেশের জয়% | ৬২.৫% |
আফগানিস্থানের জয়% | ৩৭.৫% |
প্রথম খেলেছিল | পহেলা মার্চ, ২০১৪ |
সর্বশেষ খেলেছিল | ০৭ অক্টবর, ২০২৩ |
বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট পরিসংখ্যান
টেস্ট পরিসংখ্যানে দুই দল মাত্র দুই ম্যাচ খেলছে যেখানে বাংলাদেশ একটি ও আফগানিস্থা একটি ম্যাচে জয়লাভ করে হেড টু হেট টেস্ট পরিসংখ্যানে সমতা ধরে রেখেছে দল দুটি। বাংলাদেশ আফগানিস্থা টেস্ট ফরম্যাটে সর্বপ্রথম ম্যাচ খেলে ০৫ই সেপ্টম্বর, ২০০৯ সালে এবং সর্বশেষ ম্যাচ খেলে ১৭ই জুন, ২০২৩ সালে।
মোট ম্যাচ | ২ |
বাংলাদেশের জয় | ১ |
আফগানিস্তানের জয় | ১ |
বাংলাদেশের জয় % | ৫০% |
আফগানিস্তানের জয়% | ৫০% |
প্রথম খেলেছিল | ০৫ই সেপ্টম্বর, ২০০৯ |
সর্বপ্রথম খেলেছিল | ১৭ই জুন, ২০২৩ |
বাংলাদেশ বনাম আফগানিস্থান ওডিআই, টি২০, টেস্ট পরিসংখ্যানে সর্বমোট ম্যাচ খেলেছে ২৯ টি যেখানে বাংলাদেশ জয়লাভ করেছে ১৬ ম্যাচে এবং আফগানিস্থান জয়লাভ করেছে ১৩ ম্যাচে। পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে থাকলেও চলমান ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ আজকের ম্যাচে কেমর পারফর্ম করে সেটাই এখন দেখার বিষয়।
Khela18 থেকে সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ ( Google News ) ফিডটি।