বাংলাদেশের আজকের স্কোয়াড, বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আর কিছুক্ষণ পরেই মাঠে নামবে দুই দল। বাংলাদেশ বনাম ইংল্যান্ড আজকের ম্যাচে বাংলাদেশের স্কোয়াড এবং বাংলাদেশ বনাম ইংল্যান্ড আজকের ম্যাচের যাবতীয় ইনফরমেশন জানতে দেখুন খেলা ১৮ এর সম্পূর্ণ আর্টিকেলটি।
বাংলাদেশের আজকের স্কোয়াড
ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের হোম কন্ডিশনে প্রথম ওডিআই ম্যাচে অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে আরেকটু পরেই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের আজকের একাদশে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দলে রাখা হয়েছে অধিনায়ক তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তকে। অনডাউনে ব্যাট করার সম্ভাবনা রয়েছে লিটন কুমার দাসের। ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়ের। ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে অলরাউন্ডার হিসেবে একাদশে থাকবেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এছাড়াও মিডিল ওর্ডারে ব্যাটিং করবেন মুশফিকুর রহিম অথবা মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে একজন। ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে ফাস্ট বোলার হিসেবে একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ চলুন দেখে আসি ইংল্যান্ড বনাম বাংলাদেশ প্রথম ওডিআই ম্যাচের বাংলাদেশের একাদশ।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে বাংলাদেশের একাদশে যারা আছেন। তামিম ইকবাল ( অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহামুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আসিফ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওডিআই পরিসংখ্যান হেড টু হেড
বাংলাদেশ এবং ইংল্যান্ড এ যাবৎকাল নিজেদের মধ্যে সর্ব মোট ২১টি ওডিআই ম্যাচ খেলেছে যেখানে বাংলাদেশ জিতেছে মাত্র ৪টি ম্যাচে বাকি ১৭ টি ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড। তবে বাংলাদেশ বনাম ইংল্যান্ড আজকের ম্যাচ টি যেহেতু বাংলাদেশের হোম কন্ডিশনে তাই জয়ের ব্যাপারে দুইদলের পরিসংখ্যান বিচার থেকেও গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করবে পিচ কন্ডিশন। চলুন জেনে আসি বাংলাদেশ বনাম ইংল্যান্ড আজকের ম্যাচে কেমন হতে পারে ইংল্যান্ডের একাদশ।
আজকের ম্যাচে ইংল্যান্ডের একাদশ
আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ নির্ধারিত হচ্ছে মূলত বাংলাদেশের পিচ ও স্বাগতিকদের হোম কন্ডিশন মাথায় রেখে। কেননা বাংলাদেশ বরাবরই নিজেদের মাটিতে শক্ত প্রতিপক্ষ। আজকের ম্যাচে একাদশে আছেন দাউদ মালান, জেসন রয়, উইল জ্যাকস, ক্রিস উকস, মঈন আলী, জজ বাটলার, জেমস ভিঞ্চ, ফিল সল্ট, আদিল রশিদ, মার্ক উড, জোফরা আরচার।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড লাইভ ম্যাচ দেখার উপায়
বাংলাদেশ বনাম ইংল্যান্ড লাইভ ম্যাচ বাংলাদেশ থেকে দেখা যাবে Gazi TV, T-Sports TV, Rabbithole OTT Platform, Rabbitholebd.com, Rabbithole অ্যাপস থেকে।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড লাইভ ম্যাচ ইংল্যান্ড থেকে দেখা যাবে Sky Sports TV, Talk Sports Radio. এছাড়া বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচটি ইন্ডিয়া থেকে দেখা যাবে Fancode OTT Platform, Fancode.com এবং Fancode App থেকে।
আরো পড়ুন: বাংলাদেশ vs ইংল্যান্ড সিরিজের টিকেট কিনবেন যেভাবে
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)