বরিশাল বনাম সিলেট লাইভ , ফরচুন বরিশাল বনাম সিলেট সানরাইজার্স লাইভ ম্যাচ বিপিএল ২০২৩, ম্যাচটি শুরু হয়েছে আজ (মঙ্গলবার) দুপুর ১:৩০ মিনিট থেকে। ফরচুন বরিশাল বনাম সিলেট সানরাইজার্স ম্যাচটি বিপিএল ২০২৩ গ্রুপ পর্বে এখনো পর্যন্ত সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা যায়। কারণ এই মুহূর্তে পয়েন্ট তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুইটি দল সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশাল। আজকের ম্যাচে ফরচুন বরিশাল টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, টসে হেরে এখন ব্যাট করছে সিলেট সানরাইজার্স। ফরচুন বরিশাল বনাম সিলেট সানরাইজার্স লাইভ ম্যাচটি খেলা ১৮ এর পাতায় সরাসরি আপডেট করা হচ্ছে।
বরিশাল বনাম সিলেট লাইভ
→সিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশাল
→সিলেট সানরাইজার্স: ১৭৩ / ৫ ( ২০ ওভার )
→ফরচুন বরিশাল : ১৭১ / ৮ ( ২০ ওভার )
→ফলাফল : সিলেট সানরাইজার্স ২ রানে জয়ী
ফরচুন বরিশালের স্কোয়াড আজকের ম্যাচে
অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্ব সাথে অসাধারণ পারফর্মেন্সে ফরচুন বরিশাল এবার বিপিএলে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতেই জয় লাভ করেছে। ফরচুন বরিশাল এবার বিপিএলে যে একটিবার ছেরেছে সেটাও এই সিলেট সানরাইজার্সের কাছে। তাই ফরচুন বরিশালের জন্য আজকের ম্যাচটি প্রতিশোধের ম্যাচ। চলুন দেখে আসি সিলেট সানরাইজার্স এর বিপক্ষে আজকের ম্যাচে ফরচুন বরিশালের সেরা একাদশ।
১. সাকিব আল হাসান ( C )
২. মাহমুদুল্লাহ রিয়াদ
৩. মেহেদী হাসান মিরাজ
৪. এনামুল হক বিজয় ( W )
৫. কামরুল ইসলাম রাব্বি
৬. খালেদ আহমেদ
৭. মোহাম্মাদ ওয়াসিম জুনিয়ার
৮. ইফতেখার আহমেদ
৯. করিম জানাত
১০. ইব্রাহিম জাদরান
১১. সাইফ হাসান
সিলেট সানরাইজার্স এর স্কোয়াড আজকের ম্যাচে
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক তা এবার বিপিএলে সিলেট সানরাইজার্সের পারফরম্যান্সের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অসাধারণ নেতৃত্ব এবং এই বয়সেও তার বোলিং ভেলকি সিলেট সানরাইজার্স কে রেখেছে পয়েন্ট তালিকার শীর্ষে চলুন দেখে আসি ফরচুন বরিশালের বিপক্ষে সিলেট সানরাইজার্স এর সেরা একাদশ।
১. মাশরাফি বিন মর্তুজা ( C )
২. তানজিম হাসান সাকিব
৩. নাজমুল হোসেন
৪.জাকির হাসান
৫.মুশফিকুর রহিম
৬. রেজাউর রহমান রাজা
৭.তৌহিদ হৃদয়
৮. থিসারা পেরেরা
৯. ইমাদ অসীম
১০. মোহাম্মদ আমির
১১. টম মরিচ
আরো পড়ুন: বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)