বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। ১৯৩০ সাল থেকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা সর্ব প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে। প্রতিটি দলের পারফর্ম বিবেচনা করে ফিফা রেংকিং প্রকাশ করে। ফুটবল বিশ্বকাপের আগে জেনে নিন ফিফা রেংকিং ২০২২ তালিকা আপডেট।
ফিফা রেংকিং ২০২২ তালিকা আপডেট 22-12-22
ক্রমিক নাম্বার | দেশের নাম | মোট পয়েন্ট |
১ | ব্রাজিল | ১৮৪০.৭৭ |
২ | আর্জেন্টিনা | ১৮৩৮.৩৮ |
৩ | ফ্রান্স | ১৮২৩.৩৯ |
৪ | বেলজিয়াম | ১৭৮১.০৩ |
৫ | ইংল্যান্ড | ১৭৭৪.১৯ |
৬ | নেদারল্যান্ডস | ১৭৪০.৯২ |
৭ | ক্রোয়েশিয়া | ১৭২৭.৬২ |
৮ | ইতালি | ১৭২৩.৫৬ |
৯ | পর্তুগাল | ১৭০২.৫৪ |
১০ | স্পেন | ১৬৯২.৭১ |
১১ | মরক্কো | ১৬৭২.৩৫ |
১২ | সুইজারল্যান্ড | ১৬৫৫.০২ |
১৩ | ইউএসএ | ১৬৫২.৭৪ |
১৪ | জার্মানি | ১৬৪৬.৯১ |
১৫ | মেক্সিকো | ১৬৩৫.৭৮ |
১৬ | উরুগুয়ে | ১৬২৭.৪৫ |
১৭ | কলোম্বিয়া | ১৬১২.৭৮ |
১৮ | ডেনমার্ক | ১৬০৮.১১ |
১৯ | সেনেগাল | ১৬০৩.৯৮ |
২০ | জাপান | ১৫৯৩.০৮ |
২১ | পেরু | ১৫৬৪.০৩ |
২২ | পোল্যান্ড | ১৫৫৯.৮৩ |
২৩ | সুইডেন | ১৫৫৮.৪৫ |
২৪ | ইরান | ১৫৫১.৭৩ |
২৫ | কোরিয়া রিপাবলিক | ১৫৩৯.৪৯ |
২৬ | ইউক্রেন | ১৫৩৬.৯৯ |
২৭ | আস্ট্রেলিয়া | ১৫৩৩.৯৭ |
২৮ | ওয়েলস | ১৫৩০.২৮ |
২৯ | সার্বিয়া | ১৫২৬.৪৬ |
৩০ | তিউনিসিয়া | ১৫২৬.০২ |
৩১ | চিলি | ১৫০৬.৯১ |
৩২ | কোস্টারিকা | ১৫০০.১৮ |
৩৩ | ক্যামেরুন | ১৪৯৯.০৩ |
৩৪ | অস্ট্রিয়া | ১৪৯৭.২৪ |
৩৫ | নাইজেরিয়া | ১৪৯৪.৩২ |
৩৬ | হাঙ্গেরি | ১৪৯৩.৩৩ |
৩৭ | রাশিয়া | ১৪৯১.২৬ |
৩৮ | চেক প্রজাতন্ত্র | ১৪৯০.৬১ |
৩৯ | মিশর | ১৪৯০.৯৪ |
৪০ | আলজেরিয়া | ১৪৮৬.৭২ |
৪১ | ইকুয়েডর | ১৪৭৭.৩২ |
৪২ | স্কটল্যান্ড | ১৪৭৬.৯৪ |
৪৩ | নরওয়ে | ১৪৭৫.০৫ |
৪৪ | তুর্কি | ১৪৬৫.৩৮ |
৪৫ | মালি | ১৪৪৯.০৫ |
৪৬ | প্যারাগুয়ে | ১৪৪৫.০৬ |
৪৭ | কোট ডি আইভরি | ১৪৪১.৪৯ |
৪৮ | আয়ারল্যান্ড | ১৪৩৮.৫৯ |
৪৯ | সৌদি আরব | ১৪৩৮.১৩ |
৫০ | বুরকিনা ফাসো | ১৪৩৪.৮১ |
ফিফার আয়োজিত কাতার বিশ্বকাপ ২০২২ শেষে ফিফা পয়েন্ট তালিকার সর্বশেষ হালনাগাদ করেছে ২২শে ডিসেম্বার, ২০২২। ফিফার প্রকাশিত পয়েন্ট তালিকায় শীষ স্থান ধরে রেখেছে ব্রাজিল। বিশ্বকাপে চ্যাম্পিয়ান হওয়ার সুবাদে ফিফার প্রকাশিত সর্বশেষ রেংকিং তালিকায় দ্বিতীয় নাম্বারে উঠে এসেছে আর্জেন্টিনা। এছাড়া বিশ্বকাপে রানার আপ হওয়া ফ্রান্স উঠে এসেছে রেংকিং তালিকায় তৃতীয় নাম্বারে।
বাংলাদেশ ফুটবল রেংকিং ২০২২
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফিফা রেংকিং ১৯২ এবং রেটিং পয়েন্ট ৮৮৪.৪৫ । সর্বশেষ আপডেট ২২ শে ডিসেম্বার, ২০২২
অনলাইনে বিনামূল্যে ডাক্তার দেখানঃ DoctLab.com
আর্জেন্টিনা ফিফা রেংকিং ২০২২
বিশ্বের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় দল আর্জেন্টিনার ফিফা রেংকিং ২ এবং রেটিং পয়েন্ট ১৮৩৮.৩৮।