ফাইনাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে ১৭৬ রানের টার্গেট দিল সিলেট স্ট্রাইকার্স । বিপিএল ২০২৩ ফাইনাল সিলেটের ব্যাট ধরা এইমাত্র শেষ হলো। সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করতে পেরেছে। আজকের ম্যাচে সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স টসে জিতে সিলেট স্ট্রাইকার্স কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। সিলেট স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। খেলা শুরুর মাত্র তিন ওভারেই ২৬ রানে পড়ে ২ উইকেট। সিলেট স্ট্রাইকারদের ব্যাটিংয়ের বড় ভরসা তৌহিদ হৃদয় এদিন শূন্য রানেই আউট হয়। সিলেট স্ট্রাইকার দ্রুত 2 উইকেট পড়ে যাওয়ার পরে মুশফিকুর রহিম কে নিয়ে ব্যাটিংয়ে হাল ধরে এবার বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত।
তৃতীয় উইকেটের দুটিতে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৭৯ রানের পার্টনারশিপ গড়ে তুলে দলকে এনে দেয় শক্ত ভিত। এরপর নাজমুল হোসেন শান্ত ৬৪ রান করে আউট গেলেও মুশফিকুর রহিম এক প্রান্ত থেকে খেলেন শেষ পর্যন্ত। মুশফিকুর রহিম এবার বিপিএলের সেরা ইনিংস টি যেন তুলে রেখেছিলেন ফাইনালের জন্য। মুশফিকুর রহিম ৪৮ বল খেলে ৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে করেন ৭৪ রান। সিলেট স্ট্রাইকারও পেয়ে যাই প্রতিদ্বন্দ্বী করার মত স্কোর। সিলেট স্ট্রাইকার শেষ পর্যন্ত ২০ আবার খেলে ৭ উইকেটে করেন ১৭৫ রান। এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭৬ রানের টার্গেটে ব্যাটিং করছে।
সিলেট স্ট্রাইকার্স স্কোর
রান : ১৭৫/৭
নাজমুল হোসেন শান্ত :৬৪
মুশফিকুর রহিম : ৭৪
আরো পড়ুন: সিলেট বনাম কুমিল্লা লাইভ ফাইনাল
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর টার্গেট ১৭৬ রান।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)