সাকিব আল হাসানকে আইকন প্লেয়ার করে ফরচুন বরিশাল স্কোয়াড ঘোষণা করেছে। বিপিএল ২০২৩ শুরু হবে নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাই। নতুন বছরের শুরু হতে যাওয়া বিপিএলের নবম আসরে আজ(২৩ নভেম্বর) প্লেয়ার ড্রাফ্টের মাধ্যমে দলগুলো গুছিয়ে নিয়েছে তাদের পছন্দের প্লেয়ার। এবার বিপিএলে যে সাতটি দল অংশগ্রহণ করছে ফরচুন বরিশাল তার মধ্যে অন্যতম। দলটি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আইকন প্লেয়ার করে পছন্দের প্লেয়ার দলে ভিড়িয়েছে।
২০২৩ বিপিএলের জন্য দলটিতে সরাসরি সাইনিং করেছে টি-টোয়েন্টির বিশ্ব সেরা ওপেনার ক্রিস গেইল। এছাড়াও দলটি সরাসরি সাইনিং এর মাধ্যমে দলে ভিড়িয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার কুসাল পেরেরা, আফগানিস্তানের নাজিমুল হক ও করিম জান্নাত এবং পাকিস্তানের ইফতেখার আহমেদকে। এছাড়া দলটি অনুষ্ঠিত হওয়া প্লেয়ার ড্রাফ্ট থেকে পূর্ণ করেছে প্লেয়ারের কোটা। আজকের প্লেয়ার ড্রাফ্ট থেকে ফরচুন বরিশাল দলে ফিরিয়েছে প্রাক্তন টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে রয়েছে এবাদত হোসেন এনামুল হক বিজয়ের মত টি-টোয়েন্টি ক্রিকেটার। আজকের প্লেয়ার ড্রাফ্ট থেকে বেশি প্লেয়ারদের কোটাই আরো দলে নিয়েছে ফজলে মাহমুদ রাব্বি, কামরুল হাসান রাব্বি, মেহেদী হাসান মিরাজ, হায়দার আলী,কাজী অনিক, সাইফ হাসান খালেদ আহমেদের।
ড্রাফ্ট থেকে বিদেশি প্লেয়ার ফরচুন বরিশাল)
আজকের প্লেয়ার ড্রাফ্ট থেকে ফরচুন বরিশাল বিদেশি কোটায় দলে ভিড়িয়েছে পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম ও ওসমান কাদির, আফগানিস্তানের রহমানউল্লাহ গুরুবাজা ও ইব্রাহিম জাদরান, এছাড়াও বিদেশি প্লেয়ারের কোটাই আগে থেকে সাইনিং করা ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আফগানিস্তানের কারিম জান্নাত ও নাভিনুল হক, পাকিস্তানের ইফতেকার আহমেদ ও শ্রীলংকার কুসাল পেরেরা।
ফরচুন বরিশাল স্কোয়াড একনজরে
ফরচুন বরিশাল ডিরেক্ট সাইনিং স্কোয়াড
সাকিব আল হাসান
ক্রিস গেইল ( ওয়েস্ট ইন্ডিস )
রাকিম কর্নওয়া ( ওয়েস্ট ইন্ডিস )
ইফতিখার আহমেদ ( পাকিস্থান )
করিম জানাত ( আফগানিস্তান)
নাভিন উল হক ( আফগানিস্তান )
কুশল পেরেরা ( শ্রীলঙ্কা )
ফরচুন বরিশাল স্কোয়াড প্লেয়ার ড্রাফট থেকে
মেহেদী হাসান মিরাজ
এবাদত হোসেন
এনামুল হক বিজয়
কামরুল ইসলাম রাব্বি
ফজলে মাহমুদ রাব্বি
হায়দার আলী
মাহমুদুল্লাহ রিয়াদ
খালেদ আহমেদ
সাইফ হাসান
চতুরঙ্গ ডি সিলভা ( শ্রীলঙ্কা )
মোহাম্মদ ওয়াসিম(পাকিস্থান)
উসমান কাদির (পাকিস্থান)
ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)
রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), কাজী অনিক।
আইকন প্লেয়ার: সাকিব আল হাসান
হেড কোচ: নাজমুল আবেদিন ফাহিম