ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স লাইভ ম্যাচ বিপিএল ২০২৩ শুরু হচ্ছে আজ (১০ জানুয়ারি) দুপুর ১:৩০ মিনিট থেকে। বিপিএলের এবারের সিজনে টস জয় ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। আজকের ম্যাচে ফরচুন বরিশাল টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, ব্যাট করছে রংপুর রাইডার্স। চলুন দেখে আসি আজকের ম্যাচ ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স সরাসরি লাইভ।
টস ফ্যাক্ট ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স
বিপিএলের এবারের আসর যেহেতু শীতকালে অনুষ্ঠিত হচ্ছে তাই শিশিরের কথা মাথায় রেখে টস জয়টা খুবই ইন্টারেস্টিং হয়ে উঠেছে। বিপিএলের আগের ম্যাচ গুলো লক্ষ্য করলে দেখা যায় যে, প্রায় প্রতিটি ম্যাচেই টসে জয়লাভ কারী দল আগে বোলিং করা সিদ্ধান্ত নিচ্ছে কারণ দিনের প্রথম ম্যাচে শুরুতে শিশির ভেজা পিচে ফাস্ট বোলারা প্রথম পাঁচ ওভার অতিরিক্ত সুবিধা পায়।
যেটি কাজে লাগাতে টচ জয়ী অধিনায়ক আগে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছে। ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স লাইভ আজকের ম্যাচে, দুই দলই জেতার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। ফরচুন বরিশাল তাদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্স এর কাছে হেরে গেলেও রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে ৩৪ রানের বড় ব্যবধানে পেয়েছিল জয়।
ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স লাইভ
রংপুর রাইডার্সের স্কোর
১৫৮/৭ ( ২০ )
ফরচুন বরিশালের স্কোর
১৬২/৪ ( ১৯.২ ) ৪ উইকেটে জয়ী
ফরচুন বরিশালের একাদশ
ফরচুন বরিশাল এবার বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে ১৯৫ রানের টার্গেট দিয়েও ম্যাচ হেরেছিল ৬ উইকেটের বড় ব্যবধানে। তাই ফরচুন বরিশাল রংপুর রেঞ্জার্স এর বিপক্ষে আজকের ম্যাচে তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবেন।
১.চতুরঙ্গ ডি সিলভা
২.এনামুল হক বিজয় ( W )
৩.ইফতেখার আহমেদ
৪.সাকিব আল হাসান
৫.মাহমুদুল্লাহ রিয়াদ
৬. ইব্রাহিম জাদরান
৭.করিম জানাত
৮.মেহেদী হাসান মিরাজ ( C )
৯.কামরুল ইসলাম রাব্বি
১০.এবাদত হোসেন
১১.খালেদ আহমেদ
রংপুর রাইডার্সের একাদশ
রংপুর রাইডার্স এবার বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানের বড় ব্যবধানে হারিয়ে একরকম চমকই দেখিয়েছে বলা যায়। তাই আজকের ম্যাচে রংপুর রাইডার্স ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে খেলতে নামবে।
১.মোহাম্মদ নাঈম
২.রনি তালুকদার
৩.শোয়েব মালিক
৪.সিকান্দার রাজা
৫.নুরুল হাসান সোহান ( C ) ( W )
৬.বেনি হাওয়েল
৭.মেহেদী হাসান
৮.আসমাতুল্লাহ ওমরজাই
৯.হাসান মাহমুদ
১০.রবিউল হক
১১.রকিবুল হাসান
আরো পড়ুনঃ আজকের সর্বশেষ বিপিএল খেলার খবর
📺 ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স লাইভ ম্যাচটি সরাসরি দেখাবে দারাজ অ্যাপস ও নাগরিক টেলিভিশন।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)