পিএসজি বনাম টিএফসি লাইভ ম্যাচ, পিএসজির আজকের লাইভ ম্যাচ। পিএসজি বনাম টিএফসি লাইভ ম্যাচ টি শুরু হয়েছে আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ১০:০০টা থেকে। খেলাটির সরাসরি সম্প্রচার হচ্ছে পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়াম থেকে। পিএসজি বনাম টি এফ সি লাইভ ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে টফি অ্যাপ এ।এছাড়াও আমাদের পেজ খেলা ১৮ এর পাতায় আজকের ম্যাচ পিএসজি বনাম টিএফসি স্কোর সরাসরি আপডেট দেখানো হচ্ছে
পিএসজি বনাম টি এফ সি লাইভ ম্যাচ
ফ্রান্সের অনুষ্ঠিত লিগ-১ কাপে এবার মৌসুমে নিজেদের ২২ তম ম্যাচে মুখোমুখি হয়েছে পিএসজি বনাম টিএফসি। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত দশটা থেকে। পিএসজি বনাম টিএসসি লাইভ ম্যাচটি চলছে এখন হাফ টাইম এর বিরতি। হাফ টাইম এর আগে পিএসজির বিপক্ষে ১-০ গোল ব্যবধানে এগিয়ে আছে টি এফ সি। পিএসজি বনাম টিএফসি লাইভ ম্যাচ এর ফুল টাইম খেলার আপডেট ফলাফল জানতে থাকুন হ্যালো ১৮ এর পাতায়। এখন চলুন দেখে আসি পিএসজি বনাম পিএফসি আজকের লাইভ ম্যাচের দুইদলের খেলোয়ার তালিকা।
লাইভ স্কোর
পিএসজি : 2 ( Hakimi 38′ ) ( L. Messi 58′ )
টিএফসি : ১ ( Van den Boomen ২০’ )
পিএসজির খেলোয়ার তালিকা আজকের ম্যাচে
ফ্রান্সে অনুষ্ঠিত লিগ-১ কাপে এবার মৌসুমে নিজেদের ২৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছে ফ্রান্সের দুই শীর্ষ ক্লাব পিএসজি ও টিএফসি। লিগ-১ কাপের এবারের মৌসুমে পয়েন্ট তালিকায় এখনো সবার উপরে রয়েছে পিএসজি। পিএসজি এবারের মৌসুমে এখনো পর্যন্ত ২২ টি ম্যাচ খেলে ১৬ টি ম্যাচেই জয় লাভ করে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ অবস্থান করছে। চলুন দেখে আসি টিএফসির বিপক্ষে আজকের ম্যাচে পিএসজির বেস্ট ইলেভেন।
PSG: Donnarumma; Hakimi, Marquinhos, Ramos, Bernat; Ruiz, Pereira, Sanches; Messi; Soler, Ekitike
টিএফসি এর খেলোয়ার তালিকা আজকের ম্যাচে
টিএফসি এবার লিগ-১ কাপে পয়েন্ট তালিকায় মাঝে মাঝে অবস্থানে রয়েছে। টিএফসি লিগ-১ কাপে এখনো পর্যন্ত ২২ টি ম্যাচ খেলে ৯টি ম্যাচে জয়লাভ করে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আট নম্বরে অবস্থান করছে। আজকের ম্যাচটি টিএসসির জন্য হবে কঠিন ম্যাচ। কেননা আজকের ম্যাচে টিএফসি মুখোমুখি হবে বর্তমান বিশ্বের সেরা তিন স্ট্রাইকার লিওনেল মেসি কি কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়রের বিপক্ষে। তবে পিএসজির বেস্ট ইলেভেনে আজকের ম্যাচে না থাকার সম্ভাবনা আছে এমবাপ্পের। চলুন দেখে আসি পিএসজির বিপক্ষে আজকের ম্যাচে টিএফসির খেলোয়ার তালিকা।
Toulouse: Dupe; Desler, Rouault, Nicolaisen, Suazo; Aboukhlal, Spierings, Van den Boomen; Chaibi, Dallinga, Onaiwu
আরো পড়ুন: পিএসজি খেলার সময় সূচি ২০২৩
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)