পিএসজি খেলা কবে – পিএসজির আজকের খেলা
পিএসজির পরবর্তী ম্যাচ ৩১ জানুয়ারি, ২০২৩ (সোমবার) বাংলাদেশ সময় রাত ১:৪৫ মিনিট। খেলা ১৮ এর চলমান এই আর্টিকেলটিতে পিএসজির খেলা কবে কাদের সাথে কখন, কোথায় ও কিভাবে দেখবেন তা পুরোপুরিভাবে জানানো হয়।- →পিএসজির পরবর্তী ম্যাচ : পিএসজি বনাম স্টেড রেইমস
- →তারিখ : ৩০ জানুয়ারি, ২০২৩ (সোমবার)
- → বাংলাদেশ সময় : রাত ১:৪৫ মিনিট
- →প্রতিযোগিতা : ফ্রান্স লীগ-১
পিএসজি ক্লাব পরিচিতি
পিএসজি ফুটবল ক্লাব টি মূলত ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি পেশাদার ফুটবল ক্লাব। ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১২ ই আগস্ট ১৯৭০ সালে। পিএসজি ফুটবল ক্লাবটির হোম ভেন্যু স্টেডিয়াম পার্ক দেস প্রিনসেস (প্যারিস) । পৃথিবীর দামি সব ফুটবল ক্লাব গুলোর মধ্যে পিএসজির অবস্থান পঞ্চম। পিএসজি ফুটবল ক্লাবটির বর্তমান মার্কেট ভ্যালু ৮৯৪. ৫৫ মিলিয়ন ইউর। এছাড়াও ক্লাবটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই স্ট্রাইকার কে পেতে ক্লাবের ব্যয় করতে হয়েছে ব্যয় করতে হয়েছে ১৮০ মিলিয়ন ইউরো। পিএসজি ফুটবল ক্লাবটির বর্তমান মালিক কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস কোম্পানি লিমিটেড। সম্প্রতিক পিএসজির ম্যানেজার পরিবর্তন হয়ে নতুন ম্যানেজার হয়েছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ক্রিস্টোফে গালটিয়ের। →পিএসজির শিরোপা ১.ফ্রেন্স চ্যাম্পিয়ন : ১০ বার ২.উইনারস কাপ : ১ বার ৩.ফ্রেন্স কাপ উইনার : ১৪ বার ৪.ফ্রেন্স লিগ কাপ উইনার : ৯ বার ৫.ফ্রেন্স সুপার কাপ উইনার : ১১ বারপিএসজির খেলোয়ার তালিকা ২০২৩
বর্তমান পিএসজির সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড় সংখ্যা ২৮ জন ফুটবলার। এরমধ্যে সবচেয়ে দামি ফুটবলার ফ্রান্সের ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে (১৮০ মিলিয়ন ইউরো)। চলুন দেখে আসি পিএসজির বর্তমান খেলোয়ার তালিকা বেতন সহ।পিএসজির গোলকিপারের তালিকা ২০২৩
খেলোয়াড় নাম | বয়স | মার্কেট ভেলু ( ইউরো ) | দেশ |
কেইলর নাভাস | ৩৬ বছর | ৫ মিলিয়ন | কোস্টারিকা |
জিয়ানলুইজি ডোন্নারুম্মা | ২৩ বছর | ৫০ মিলিয়ন | ইতালি |
সার্জিও রিকো | ২৬ বছর | ৪ মিলিয়ন | স্পেন |
আলেক্সান্ড্রে লেটেলিয়ার | ৩২ বছর | ৪ লাখ | ফ্রান্স |
লুকাস লাভালি | ১৯ বছর | ১.৫ লাখ | ফ্রান্স |
পিএসজির রক্ষণভাগের খেলোয়াড় তালিকা ২০২৩
খেলোয়াড় নাম | বয়স | মার্কেট ভেলু ( ইউরো ) | দেশ |
মারকুইনহোস( C ) | ২৮ বছর | ৭০ মিলিয়ন | ব্রাজিল |
প্রেসনেল কিম্পেম্বে | ২৭ বছর | ৪০ মিলিয়ন | ফ্রান্স |
সার্জিও রামোস | ৩৬ বছর | ৬ মিলিয়ন | স্পেন |
এল চাদাইল্লে বিতশিয়াবু | ১৭ বছর | ২ মিলিয়ন | ফ্রান্স |
নুনো মেন্ডেস | ২০ বছর | ৬০ মিলিয়ন | পর্তুগাল |
হুয়ান বার্নেট | ২৯ বছর | ১২ মিলিয়ন | স্পেন |
আশরাফ হাকিমি | ২৪ বছর | ৭০ মিলিয়ন | মরক্কো |
নর্দি মুকিয়েলে | ২৫ বছর | ২০ মিলিয়ন | ফ্রান্স |
টিমোথী পেম্বেলে | ২০ বছর | ৫ মিলিয়ন | ফ্রান্স |
পিএসজির মিডফিল্ডার খেলোয়াড় তালিকা ২০২৩
খেলোয়াড় নাম | বয়স | মার্কেট ভেলু ( ইউরো ) | দেশ |
ড্যানিলো পেরেইরা | ৩১ বছর | ১২ মিলিয়ন | পর্তুগাল |
ওয়ারেন জাইর-এমেরি | ১৬ বছর | ৬ মিলিয়ন | ফ্রান্স |
মার্কো ভেরাট্টি | ৩০ বছর | ৫০ মিলিয়ন | ইতালি |
ফাবিয়ান রুইজ | ২৬ বছর | ৪৫ মিলিয়ন | স্পেন |
ভিটিনহা | ২২ বছর | ৪৫ মিলিয়ন | পর্তুগাল |
কার্লোস সোলের | ২৬ বছর | ৩৫ মিলিয়ন | স্পেন |
রেনাতো সানচেজ | ২৫ বছর | ২৫ মিলিয়ন | পর্তুগাল |
আইমান কারি | ১৮ বছর | ৫ লাখ | ফ্রান্স |
ইসমাইল ঘারবী | ১৮ বছর | ১.৫ মিলিয়ন | স্পেন |
পিএসজির আক্রমণভাগের খেলোয়াড় তালিকা ২০২৩
খেলোয়াড় নাম | বয়স | মার্কেট ভেলু ( ইউরো ) | দেশ |
নেইমার | ৩০ বছর | ৭৫ মিলিয়ন | ব্রাজিল |
লিওনেল মেসি | ৩৫ বছর | ৫০ মিলিয়ন | আর্জেন্টিনা |
পাবলো সারাবিয়া | ৩০ বছর | ২০ মিলিয়ন | স্পেন |
কিলিয়ান এমবাপে | ২৪ বছর | ১৮০ মিলিয়ন | ফ্রান্স |
হুগো একিটিকে | ২০ বছর | ২৫ মিলিয়ন | ফ্রান্স |
ইলিয়েস উসনি | ১৭ বছর | পেন্ডিং | ফ্রান্স |