পিএসজি আজকের খেলা লাইভ , পিএসজি বনাম pays de cassel লাইভ ম্যাচটি শুরু হচ্ছে আজ ২৪ জানুয়ারি ( মঙ্গলবার ) বাংলাদেশ সময় রাত ১:৪৫ মিনিটে। পিএসজি বনাম pays de cassel লাইভ আজকের ম্যাচটি ফ্রান্সের প্রধান ফুটবল কাপ প্রতিযোগিতা কুপ ডি ফ্রান্স এর ১০৬ তম আসরের ৩২ তব রাউন্ডের খেলা। পিএসজি বনাম pays de cassel লাইভ ম্যাচটি বাংলাদেশ থেকে কোন চ্যানেলে দেখা যাবে অথবা পিএসজির আজকের লাইভ খেলা দেখার উপায় কি জানতে দেখুন খেলা ১৮ এর এই সম্পূর্ণ আর্টিকেলটি।
পিএসজি আজকের লাইভ খেলা দেখাবে কোন চ্যানেলে
পিএসজি বনাম pays de cassel লাইভ ম্যাচটি আজ ( মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১:৪৫ মিনিটে শুরু হবে। বাংলাদেশ থেকে পিএসজি বনাম pays de cassel লাইভ ম্যাচটি সরাসরি দেখাবে দুটি চ্যানেল
1. T-Sports
2. SONY LIV
এছাড়াও পিএসজি বনাম pays de cassel লাইভ ম্যাচটি বিভিন্ন দেশ থেকে যে যে চ্যানেলে দেখা যাবে
পিএসজি আজকের খেলার ফলাফল
পিএসজি: ৭ ( কিলিয়ান এমবাপ্পে ২৯’+৩৪’+৪০’+৫৬’+৭৯ ) ( নেইমার ৩৩’ ) ( কারলোস সোলার ৬৪’ )
পেস ডি ক্যাসেল: 0
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে দেখা যাবে যে চ্যানেলগুলোতে
- Sky Sports-1
2. Sky Sports-2
3. BT Sport -1
4. BT Sport -2
5. ESPN UK
6. Setanta Ireland
আরো পড়ুন: আর্জেন্টিনা vs brazil খেলা কোন চ্যানেলে দেখাবে
যুক্তরাষ্ট্র থেকে দেখা যাবে যে চ্যানেলগুলোতে
- beIN Sport 1
- beIN Sport ñ
- ESPN 3
- ESPN Deportes
- Fox Sports 1
- Fox Sports 2
- Fox Deportes
- Fox Soccer 2 Go
- NBC Sports Network
- Univision
- Univision Deportes
- Gol Tv
পিএসজির খেলোয়াড় তালিকা আজকের ম্যাচ
Goalkeepers: Navas, Rico, Letellier
Defenders: Hakimi, Ramos, Marquinhos, Bernat, Pembele, Mendes, Bitshiabu
Midfielders: Ruiz, Pereira, Vitinha, Sanches, Soler, Bernat
Forwards: Mbappe, Neymar Jr, Ekitike, Housni, Gharbi
Pays de cassel খেলোয়াড় তালিকা আজকের ম্যাচ
Goalkeepers: Lacharez, Samsom, Clausi
Defenders: Eoga, Leclerc, Djelema, Bogdanski, Dubreucq, Secq, Denaes, Thoor, Bruno, Alexis, Dimitri Midfielders: Florian, Delcourt, Bogdanski, Vares, Rudent, Boudjema, Rapaille, Leganase
Forwards: Sane, Dron, Valdher, Leprince
বর্তমান সময়ে ফুটবল প্রেমীদের কাছে পিএসজির খেলা মানে যেন উত্তেজনার ছড়াছড়ি। কারণ পিএসজিতে রয়েছে বর্তমান বিশ্বের সেরা তিন ফুটবলের লিওনেল মেসি নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে। লিওনেল মেসি তো সাম্প্রতিক একক নৈপূণ্যতায় আর্জেন্টিনা জিতিয়েছে বিশ্বকাপের তৃতীয় শিরোপা নিজে হয়েছে বিশ্বকাপের সেরা ফুটবলার। অন্যদিকে লিওনেল মেসির পিএসজির সতীর্থ কিলিয়ান এমবাপে বিশ্বকাপে ছিল মেসির প্রধান প্রতিপক্ষ। পিএসজিতে একই ক্লাবে খেলার সুবাদে মেসি-এমবাপে খেলবে একই দলে।
কাতার বিশ্বকাপ ২০২২ আর্জেন্টিনা জিতল বিশ্বকাপে ফ্রান্সের ফুটবল খেলেছে কিলিয়ান এমবাপে। কাতার বিশ্বকাপ ২০২২ কিলিয়ান এমবাপে সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে করেছিলেন ৮ টি গোল। অন্যদিকে ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র ও খেলেন পিএসজিতে। বর্তমান সময়ের সেরা এই তিন ফুটবলের খেলা একই সাথে একই দলে দেখতে ফুটবল প্রেমীদের কাছে যেন এক প্রকার চোখের প্রশান্তি। পিএসজিতে মেসি, নেইমার, এমবাপ্পে ছাড়াও রয়েছে স্পেনের সার্জিও রামোস, ব্রাজিলের মারকুনহস।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
ট্যাগ: পিএসজি বনাম পেস ডি ক্যাসেল