পিএসএলে সাকিব কোন দলে ? পিএসএল ২০২৩ সাকিব কোন দলে? পিএসএল, পাকিস্তান সুপার লিগ ২০২৩ দল পেলেন সাকিব আল হাসন। পিএসএলের ৮ম আসর ২০২৩ শুরু হতে যাচ্ছে ১৩ ই ফেব্রুয়ারি থেকে। এবারে আসরে অংশগ্রহণ করতে মোট ৬টি দল। দলগুলি ইতিমধ্যে প্লেয়ার ড্রাফ্ট থেকে পছন্দের প্লেয়ার দলে ভিড়িয়েছে । গতকাল পিএসএল এর মিনি নিলামে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।সাকিব আল হাসান অবশ্যই এর আগেও দুইবার পিএসএল খেলেছেন।
২০১৬ সালে করাচি কিংস এর হয়ে প্রথমবার পিএসএল খেলেন সাকিব। এরপর পেশওয়ার জালমির হয়েও পিএসএল মাতিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। লাহোর কালান্দার্স যে এবারই প্রথম সাকিব আল হাসানকে দলে নিয়েছেন তা নয় এর আগেও একবার সাকিব আল হাসানকে দলে নিয়েছিলেন লাহোর কালান্দার্স।কিন্তু সেবার দেশের ঘরোয়া ক্রিকেট প্রিমিয়ার লিগ খেলতে পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন সাকিব।
লাহোর কালান্দার্স এবার পিএসএল এ সাকিব ছাড়াও বিদেশি কোটায় দলে রেখেছে আফগানিস্তানের স্পিনার রশিদ খান, ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক ও অলরাউন্ডার লিয়াম লিভিংস্টন, সাম বিলিংস , জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজাদের মত টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার। চলুন দেখে আসি পিএসএল ২০২৩ এ লাহোর কালান্দার্সের খেলোয়ার তালিকা।
লাহোর কালান্দার্সের খেলোয়ার তালিকা পিএসএল ২০২৩
→ব্যাটসম্যান
ফখর জামান, আসাদুল্লাহ শফিক, আশান ভাট্টি, কামরান গুলাম, হ্যারি হ্যারি, মিরজা তাহির,আহমদ শেহজাদ
→অলরাউন্ডার
সাকিব আল হাসান, সিকান্দার রাজা বাট, ডেভিড উইস,লিয়াম ডাওসন,হুসাইন তালাট
→উইকেট কিপার ব্যাটসম্যান
স্যাম বিলিংস, কুসাল মেন্ডিস, জর্ডান কক্স, সাওয়াইজ ইরফান, সেন ডাডসওয়েল
→বোলার
শাহীন শাহ আফ্রীদি, রশিদ খান, হারিস রাউফ, জালাত খান, দিলবার হুসাইন,
পিএসএল এ লাহোর কালান্দার্স
২০১৬ সাল থেকে ২০২২ সবগুলি আসরে অংশগ্রহণ করেছে লাহোর কালান্দার্স। দলটি পিএসএল এর অন্যতম একটি সফল দল বলাই যাই। লাহোর কালান্দার্স পিএসএল এর সর্বশেষ আসর (২০২২) চ্যাম্পিয়ন দল। এছাড়াও দলটি ২০২০ সালে পিএসএল রানার আপ হয়েছিল।
আরো পড়ুন: বিপিএল ২০২৩ সময়সূচী
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)