পাকিস্তান বনাম ইংল্যান্ড পরিসংখ্যান টি২০,ওডিআই, টেস্ট হেড টু হেড দেখায় কোন দল কতবার জিতেছে টি ২০ বিশ্বকাপের ফাইনালের আগে দেখে নিন।
ফর্মেট | টি২০ | ওডিআই | টেস্ট |
মোট ম্যাচ | ২৯ | ৯১ | ৪৭ |
পাকিস্থানের জয় | ০৯ | ৩২ | ২১ |
ইংল্যান্ডের জয় | ১৭ | ৫৬ | ২৬ |
পাকিস্থানের জয় % | ৩২.০০% | ৩৫.১৬% | ৪৪.৬৮% |
ইংল্যান্ডের জয় % | ৬০.০০% | ৬১.৫৩% | ৫৫.৩১% |
টি২০ পরিসংখ্যানে পাকিস্তান বনাম ইংল্যান্ড হেড টু হেড
পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যকার এখনও পর্যন্ত টি২০ ফর্মেটে দেখা হয়েছে ২৮ বার। যেখানে পাকিস্থানের জয় ০৯ টি ম্যাচে। পাকিস্থানের জয়ের পরিমান ৩২.০০%। অপর দিকে ইংল্যান্ডের জয় ১৭ টি ম্যাচে। পাকিস্থানের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের পরিমান ৬০%। ২৮ টি ম্যাচের মধ্যে ১টি ম্যাচ ড্রা এবং ১টি ম্যাচ পরিতাক্ত হয়েছে। দুই দলের প্রথম দেখা হয়েছে ২৮ই আগস্ট ২০০৬ সালে ব্রিস্টল কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। সর্বশেষ দুই দলের মধ্যকার দেখা হয়েছে ১৭ই অক্টোবার ২০২২ গাদ্দাফি স্টেডিয়াম লাহোরে। টি২০ পরিসংখ্যান বিবেচনায় ইংল্যান্ডের পাকিস্থানের থেকে অনেকটায় এদিয়ে থাকবে।
মোট ম্যাচ | ২৮ |
পাকিস্থানের জয় | ০৯ |
ইংল্যান্ডের জয় | ১৭ |
পাকিস্থানের জয় % | ৩২.০০% |
ইংল্যান্ডের জয় % | ৬০.০০% |
ড্রা হইছে | ০১ |
ড্রা % | ০.৬৬% |
প্রথম খেলেছিল |
২৮ই আগস্ট ২০০৬ সালে
|
সর্বশেষ খেলেছিল | ১৭ই অক্টোবার ২০২২ |
ওডিআই পরিসংখ্যানে পাকিস্তান বনাম ইংল্যান্ড
পাকিস্থান বনাম ইংল্যান্ডের মধ্যকার মোট ৯১ ওডিয়াই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইংল্যান্ড ৫৬ টি ম্যাচে জয়লাভ করেছে। ইংল্যান্ডের জয়ের পরিমান ৬১.৫৩%। অন্যদিকে পাকিস্থানের জয় ৩২ টি ম্যাচে পাকিস্থানের জয়ের পরিমান ৩৫.১৬%। ৯১ টি ম্যাচের মধ্যে ০৩ টি ম্যাচে ফলাফল হয়নি। ফলফল না হওয়ার পরিমান ০.০৩২%। দুই দলের মধ্যকার প্রথম ওডিয়াই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ৩১ শে আগস্ট ১৯৭৪। সর্বশেষ খেলেছিল ১৭ই অক্টোবার ২০২২। পরিসংখ্যান বিবেচনায় ইংল্যান্ড ওডিআই ফর্মেটে অনেকটাই এগিয়ে থাকবে।
মোট ম্যাচ | ৯১ |
পাকিস্থানের জয় | ৩২ |
ইংল্যান্ডের জয় | ৫৬ |
পাকিস্থানের জয় % | ৩৫.১৬% |
ইংল্যান্ডের জয় % | ৬১.৫৩% |
ড্রা / ফলাফল হয়নি | ০৩ |
ড্রা / ফলাফল হয়নি % | ০.০৩২% |
প্রথম খেলেছিল | ৩১ শে আগস্ট ১৯৭৪ |
সর্বশেষ খেলেছিল | ১৭ই অক্টোবার ২০২২ |
টেস্ট পরিসংখ্যানে পাকিস্তান বনাম ইংল্যান্ড
টেস্ট পরিসংখ্যানে পাকিস্থান বনাম ইংল্যান্ডের মধ্যকার মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৪৭টি। যেখানে ইংল্যান্ড জয়লাভ করে ২৬টি ম্যাচে। ইংল্যান্ডের জয়ের পরিমান ৫৫.৩১%। অপরদিকে পাকিস্থানের জয় ২১ টি ম্যাচে। পাকিস্থানের জয়ের পরিমান ৪৪.৬৮%। দুই দলের মধ্যকার টেস্টে প্রথম দেখা হয় ১০ শে জুন ১৯৫৪ সালে এবং শেষ দেখা হয়আগস্ট ২০২০ সালে। দুই দলের হেড টু হেড টেস্ট পরিসংখ্যান বিবেচনায় ইংল্যান্ড এগিয়ে থাকছে।
মোট ম্যাচ | ৪৭ |
পাকিস্থানের জয় | ২১ |
ইংল্যান্ডের জয় | ২৬ |
পাকিস্থানের জয় % | ৪৪.৬৮% |
ইংল্যান্ডের জয় % | ৫৫.৩১% |
ড্রা / ফলাফল হয়নি | ০০ |
ড্রা / ফলাফল হয়নি % | ০০ |
প্রথম খেলেছিল | ১০ শে জুন ১৯৫৪ |
সর্বশেষ খেলেছিল | আগস্ট ২০২০ |
পাকিস্তান বনাম ইংল্যান্ড টি২০,ওডিআই, টেস্ট হেড টু হেড পরিসংখ্যান বিবেচনায় সকল দিক থেকে পাকিস্থানের থেকে ইংল্যান্ড অনেকটায় এগিয়ে থাকবে। তবে পাকিস্থান আন প্রেডিক্টেড দল যে কোন সময়ে যেকোন দলকে বাধ্যতামূলক পরাজয় করাতে পারে।